তারপরের লাইনগুলো জানা আছে?
এই গান তো দিনরাত বাজত প্যান্ডেলে প্যান্ডেলে।
প্রেম জেগেছে আমার মনে/ বলছি আমি তাই/ তোমায় আমি ভালোবাসি/ তোমায় আমি চাই
তারপর সেই যুগান্তকারী উরি উরি বাবা২
এই বিখ্যাত গানটা কী করে ভুলে যেতে পারে মানুষ!!
সে কথা ঠিক। ইসব্যাঙল শনৈঃ শনৈঃ উন্নতি করছে। নর্থ-ইস্ট নামের এক পালোয়ান দলকে 3-2 গোলে কচুকাটা করেছে। এইবার কোনদিন মোহনবাগানকেও করবে।
মনকে প্রস্তুত করেই রেখেছেন দেখছি! ভালো:-)
@ স্যান্ডি :)
হ্যা ঠিক চন্দ্রবিন্দু আর ঃ ব্যবহারে সতর্ক থাকা দরকার
ঐ নামকরণের টইটা ঘুরে আসি
'পরেরবার ডার্বিতে ইসব্যাঙল জিতলে মাইমা আমায় উপহার দেবেন। তবে উনি জানেন, সে সুযোগ বোধহয় আসবে না'
নেচে নিন দুদিন বইতো নয়!
সে কথা ঠিক। ইসব্যাঙল শনৈঃ শনৈঃ উন্নতি করছে। নর্থ-ইস্ট নামের এক পালোয়ান দলকে 3-2 গোলে কচুকাটা করেছে। এইবার কোনদিন মোহনবাগানকেও করবে।
চন্দ্রবিন্দুটি না নেওয়াই ভাল বোধ হয়। আপনি জলজ্যান্ত মানুষ হয়ে নামের জায়গায় চন্দ্রবিন্দু লাগাতে যাবেন কেন? আর সেক্ষেত্রে আমরাও তো ভয় পেতে পারি এটা ভেবে যে 'ওনাদের' সাথে গুরুতে আড্ডা দিচ্ছি :-)
হিঃহিঃ আচ্ছা দেখছি এক অক্ষরে পছন্দ এগুলো
ঁ ঌ ৎ ঃ ক্ষ
কোন নামই যদি আপনার পছন্দ না হয় তাহলে নামাবলী নামে যে টইটি আছে ওটি দেখুন। ভালো কোন আইডিয়া পেলেও পেয়ে যেতে পারেন :-) ওটা হল সদ্য়জাতদের নামকরণের ব্যাপারে নব্য পিতামাতাদেরকে আইডিয়া দেওয়ার জন্য ডেডিকেটেড টই।
বসন্ত থেকে পক্স মানে করোনা
বৈমেলা হওয়া উচিত পহেলা বৈশাখের পর
নে যত খুশি ধুলো মাখ
জানুয়ারি ফেব্রুয়ারি করতেই হবে এমন তো কোনো কথা নেই - যেখানে স্কুল কলেজ বন্ধ
ইস্কাবনের বিবি।
"আচ্ছা প্রেম পেয়েছে আমার প্রেম পেয়েছে - এরকম কোন গান ছিল কি?"
ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে এরকম একটা গান ছিল বটে। তবে মানেটা একই থেকে যাচ্ছে।
বসন্তও ও O ও ও বাতাসে
বই মেলা
টেক্কা ই হোক বরং, বেশ একটা দেশলাই, বারুদ, তাস, সব নিয়ে ...
হিঃহিঃহিঃ ট্রাম্প কার্ড
তুরুপের তাস নামটা কেমন? যদি আদ্যন্ত ট্রাম্পভক্ত হন তাহলে এই নামটা আপনার ভাল লাগবে খুব।
ট্রাম্পস্যুট
তুরুপের তাস নামটা কেমন? যদি আদ্যন্ত ট্রাম্পভক্ত হন তাহলে এই নামটা আপনার ভাল লাগবে খুব।
তাসাপার্টি!
আপনি বরং নিজের নাম তাসাপর্টি রাখুন, এতে রুই তন হরতন রাও রইলেন, গান ও হলো খানিকটা।
এতো জেলাসিত হবার কিছুই নেই হে সশব্দ
ম একটা সফল আমি , আর আমি হয়তো একটা এখনো তত সফল না ম
এই ব্যাপার আর কিছু না
আপনাদের কানে কেমন ভয়ংকর লাগবে বুঝতে হয়তো পারছি
কিন্তু এইটার আগে আমি কথা গুলো মনে হয় এত খেয়াল করে শুনিনি
ক্যাসেটে বড়রা বাজিয়েছেন শুনে গেছি
আচ্ছা প্রেম পেয়েছে আমার প্রেম পেয়েছে - এরকম কোন গান ছিল কি? আমি কলকাতার রসগোল্লা বলেও একটা গান ছিল, তবে মুভি এক কি না মনে নেই
আপনি একটা জিনিয়াস @ ম
বহুদিন আপনার প্রেমে আছি - কিছু করার নেই
তাসের দেশের কারুর নাম নিন বরং:-)
ট্রাম্প দিয়ে সুখী ভাত ঘুমে একটু উসখুস ধরানো , কিন্তু আসলে ট্রাম্প নিয়ে মোটেই নয়
ট্রাম্পের আলাপ টা অছিলা শুধু
হাতি ঘোড়া কিছুই আঁকবোনা একটা আউট লাইন ভেসে উঠবে খালি
করোনা না এলে আমার O হয়তো এখানে আসা হতো না
আর সবজায়গায় মনে এক ঘেয়ে হয়ে গেছিলাম , তাই সবখানেই অনিয়মিত ছিলাম
আমার গদ্য লেখার একটা ইচ্ছা আছে - কিন্তু সেটা ঝা চক চক ঠাস ঠাস না
একটু খারাপ গদ্য -কিন্তু এতো খারাপ যেনো না হয় যে দ্রুত পড়া যায় না , বোরিং হলেও যেন বেশি বোরিং na হয়
বিষয় বস্তুর ঘরানা ও কিছু চিন্তা করা আছে ,
ফিউচারিজম টাইপ লাইন
বলতে পারেন এখানে কেনো ? এখানে তো ইতিহাসের আলাপ চলছে ?
হ্যা সেটা দেখে আশা পেয়েছি , আপনাদের কয়েকজন চুপচাপ লেখিকা আছেন -তাদের উপস্থিতি ভালো লাগে
তাসের দেশের কারুর নাম নিন বরং:-)