মিঠুদি কোন জাতের কমলালেবু খাচ্ছো? আজকাল আমি navel orange খাচ্ছি, এর মধ্যে আবার valencia ভ্যারাইটি সবচেয়ে পছন্দ হচ্ছে।
নাটক তাড়াতাড়ি শেষ হয়ে স্মুদ ট্রানজিশনটা হয়ে গেলেই ভালো। ওদিকে আবার করোনা কেস তো উর্ধ্বগামী! কবে যে সব ঠিক হবে!
ওদিকে ট্রাম্প আর রুডি কোর্টে কেস জিততে পারছেনা দেখে এদিক সেদিক মিছিমিছি হিয়ারিং হিয়ারিং খেলছে। তার জন্য অবশ্য ট্রাম্পভক্তরা ট্রাম্পকে মোটা ডোনেশান পাঠাচ্ছে। ভালই।
ওনার বইয়ের প্রকাশক কে? জাগো বাংলা? উপন্যাস কি লিখেছেন?
হ্যা লেখার পরে মনে হলো না লিখলেই হতো। দুঃখিত।
বেজন্মা শব্দটা কানে লাগলো
স্নো-হোয়াইটের সৎ-মা সেই রাণীর নাম কি পাওয়া যায় গল্পে?
আয়না আছে তো দিদির ঘরে। সেই স্নো হোয়াইট এর রানীর আয়নাটা। তাতে দিদি রোজ নিজেকে দেখেন আর উত্তর পান আমার থেকে বেশি জ্ঞানী , প্রতিভাশালী কেও জন্মায়নি এখনো। আর জন্মালে সে বেজন্মা।
এগুলো সব অসাধারণ সৃষ্টি। ঃ-)
এইটা ভালো। কিন্তু দিদিকে একটা খুব বড় সাইজের আয়না প্রেজেন্ট করতে ইচ্ছা করে।
লাস্টে হাতির ঠ্যাং বলতে কবি কি বুঝিয়েছেন সেটা ভাবার ব্যাপার কিন্তু।
কলকাতা থেকে যেসব কাগজ প্রকাশিত হয়, তার মধ্যে স্টেটসম্যানকেও বাড়িতে ঢোকানোর আগে দশবার ভাবা উচিত। বাকীগুলো কোথায় কোথায় ঢোকানো যায় সেটাও বহুবার ভাবা উচিত।
Elitism in literature is prevalent from the beginning of time and in some way is similar to consumerism.
The machinery of the consumer market has taught us that exercising the choice of choosing a product over another reflects our culture, taste, thought process and mindset.
You will see similar tone in the context of literary reading context, be it reading a newspaper "স্টেটসম্যান ছাড়া আমাদের বাড়িতে কোনো কাগজ ঢোকে না", or be it reading a book of poetry by whoever.
The fact that what is good literary work is predetermined and is seldom self determined. What I like today may not like tomorrow, or, what is an excellent literary work to me is not that appealing to someone else - these behaviors are in fact the foundation of free thinking, and is not a reflection of one's culture, taste, thought process and mindset.
মোটা রুই বা মোটা কাৎলাও হতে পারে।
মোটা মাছ মানে তিমি মাছ ??
মনে তো হয় সবরকম চালই খান চৈনিকরা। চৈনিক দোকানে স্টীমড রাইস যেটাকে বলা হয় সে তো একেবারে পাতিবাঙালি গরমভাত। নানারকম ফ্রায়েড রাইসও বানান আমাদের চেনা চাল দিয়েই।
ভারতেও তো বহুরকমের চাল উৎপাদন হয়। বাসমতী, গোবিন্দভোগ এসব তো নাহয় স্পেশাল, এমনি সাধারণ চাল ও তো অনেকরকম। একজন নেতা যেমন বক্তৃতা করতে করতে উত্তেজনায় বলে ফেলেছিল, "ভাইসব, আমি আপনাদেরই লোক, আমি নির্লোভ, মোটা ভাতে মোটা কাপড়ে মোটা মাছেই সন্তুষ্ট।"
গোরু নিয়েও একটা ছড়া ছিল মাননীয়ার।
দার্জিলিং
একেবারে। আমি তো মাঝে মাঝে গড়াগড়ি দিয়ে নিই কয়েক মিনিট। এসব কারুর মাথায় আসবে? সূর্যমুখী ফুলের ল্যাজ! দর্জিলিং টিং টিং টিং । ওরে বাবা! ঃ-)
কবিতা যদি উনি পাঠ করেন তাহলে সোনায় সোহাগা।ওনার লেখা পড়লে বা কথা শুনলে আমি একটুবাদেই নিজেকে হারিয়ে ফেলি-
ফিলিং উড়ে যাই
মাননীয়ার কথাই হোক আর ছড়া/কবিতাই হোক, একেবারে অব্যর্থ। সেই "সূর্যমুখী ফুলগুলো ল্যাজ তুলে" র আমল থেকেই। একেবারে মোক্ষম। ঃ-)
"নেহি দেগা আমামা" কোথায় বেরিয়েছে? লিংক দিন প্লীজ। ঃ-)
আমার বোন ভালো আছে। সবাইকে ধন্যবাদ
অভ্যু ঐ কেক আজ্জোকে কিনতে উৎসাহ দাও:-)
আমি আর একটা কেক কিনবো এই মরশুমে। তারপর শুধু কমলালেবুতে মনোনিবেশ
মমতাময়ীর বানী সংকলনটা কি বেরিয়ে গেছে? কেউ জানে? ওনার কথা পড়ি,শুনি আর মুগ্ধতা স্পুটনিক ছাড়াই মহাকাশে পৌঁছে যায়। যাকে বলে 'টুরু' লাভ। এত ভালোবাসা রাখি কোথায়?
কী মিষ্টি:-))
মিঠুদি, ফ্রেশ মার্কেটে এদের ফ্রুট কেক বিক্রি হচ্ছে, পনের টাকা এক পাউণ্ড কেকের দাম। কিন্তু মনে হল ভালো।
https://www.southernsupreme.com
এ কেমন প্রশ্ন? বোধি কি বোধি?