ম | 2601:247:4280:d10:a9cf:7366:3c3a:***:*** | ৩০ নভেম্বর ২০২০ ০৬:৪৫466425নুসার দইটা ভালো খেতে। মন্দের ভালো। মোল্লারচকের মত না। চলে যায়।
সম্বিৎ | ৩০ নভেম্বর ২০২০ ০৬:৪৩466423এই গ্রিক ইওগার্ট বস্তুটা আমি আজ অব্দি বুঝতে পারলাম। এ কি জল-ঝরানো দই? কীরকম শুক্নো আঠা-আঠা খেতে। বেঁচে থাক সাবেক ইওগার্ট, মাদার ডেয়ারি কি যাদবের চিনিপাতা দই।
ম | 2601:247:4280:d10:a9cf:7366:3c3a:***:*** | ৩০ নভেম্বর ২০২০ ০৬:৪৩466422এহেহে, বাঙালি দই আর গ্রিক ইয়োগার্ট!!!কোথায় আগরতলা আর কোথায় খাটেরতলা!!
ম | 2601:247:4280:d10:a9cf:7366:3c3a:***:*** | ৩০ নভেম্বর ২০২০ ০৬:৪২466421ন্যাড়াবাবুকে গুরুর "জাগ্রতবিবেক" খেতাব দেওয়া হোক
Amit | 121.2.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০৬:৩৭466420দই বলতে গ্রিক ইয়োগার্ট ঢেলে বিক্রি হয়তো যেকোনো সুপারমার্কেটে।
&/ | 151.14.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০৬:৩৭466419রুটিগুলো গোল গোল না হলে অভিযোগ করবেন না। একটু ত্যাড়াব্যাকা রুটি খাওয়া রপ্ত করুন। বিপ্লবী হোন। :-)
S | 2405:8100:8000:5ca1::36f:***:*** | ৩০ নভেম্বর ২০২০ ০৬:৩৫466418রয়্যাল বেঙ্গল পুডিং। ডোরাকাটা থাকবে .
সম্বিৎ | ৩০ নভেম্বর ২০২০ ০৬:২৯466417ওদিকে বিপ্লব প্রায় এসে গেল বলে আর আপনারা এখনও তামসিক আলোচনায় পড়ে আছেন? রুটি খাওয়া রপ্ত করুন। বিপ্লবের পরে নো কেক।
ম | 2601:247:4280:d10:a9cf:7366:3c3a:***:*** | ৩০ নভেম্বর ২০২০ ০৬:২২466416কে জানে ওদেরও ব্লক আছে। ফলমূল একটু টোকো ভালোবাসে।এদিকে গুচ্ছের মিষ্টি কেক,কুকি খেতে থাকে। দইয়ের বরং ভালো ভবিষ্যত আছে:-) বেঙ্গলি পুডিং নাম দেওয়া যেতে পারে( ব্যক্তিগত অভিজ্ঞতা)
ম | 2601:247:4280:d10:a9cf:7366:3c3a:***:*** | ৩০ নভেম্বর ২০২০ ০৬:১৮466415সাহেবরা যেটি হামলে পড়ে খান সেটা হলো গুলাবজামুন:-) ইন্ডিয়ান রেস্তোরা ঐটি অভ্যাস করিয়ে দিযেছে।
&/ | 151.14.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০৬:১৮466414যাঁরা ও রসের রসিক, তাঁরা রাম দিয়ে সীতাভোগ খেয়ে দেখতে পারেন। ঃ-)
&/ | 151.14.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০৬:১৬466413কাজুবরফি শুকনো মিষ্টি, অনেকদিন থাকে। কিটকিটে মিষ্টিও না, বেশ সুষম। কড়াপাকের সন্দেশগুলোও তাই। এগুলো গ্লোবালি চলা উচিত।
Amit | 121.2.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০৬:১২466412টিপিক্যাল বাঙালি মিষ্টির একটা বড়ো সমস্যা হলো শেলফ লাইফ খুব কম। ছানার ফ্রেশ মিষ্টি ইভেন ফ্রিজ এও ২-৩ এর বেশি ভালো থাকেনা। আর ক্যানড মিষ্টি -কি রসগোল্লা কি রসমালাই -সবেতেই একটা সিন্থেটিক গন্ধ ছাড়ে প্রিজারভেটিভ এর জন্যে ।
s | 100.36.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০৬:১১466411ওয়েফার চলবে? পাতলা দুটো ওয়েফারের মাঝে মিহিদানা। খেতে ভালই লাগবে।
Abhyu | 47.39.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০৬:০৭466410ধ্যাৎ! সীতাভোগ বিস্কুটে পুরলে শ্রীরামজী পাপ দেবেন।
s | 100.36.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০৬:০৩466409সাহেবরা মনে হয় শুগার সিরাপ খুব একটা পছন্দ করে না। আমার চেনাজানা সব সাহেব রসমালাই পছন্দ করে কিন্তু রসগোল্লা পছন্দ করে না। আবার কাজু বরফি পছন্দ করে।
সীতাভোগ, মিহিদানা দিয়ে ওরিও বিস্কুটের মতন বিস্কুট বানিয়ে ইন্ট্রোডিউস করা যেতে পারে। দুটো বিস্কুটের মাঝে ক্রিমের বদলে সীতাভোগ বা মিহিদানা।
&/ | 151.14.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০৬:০২466408নেটিভদের ক্রিমাক্রিমি। ঃ-)
s | 100.36.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০৫:৫৮466407হ্যাঁ, নেটিবদের কথাই বলছি। এখানে অত ক্রিম মাখামাখি দেখিনা।
ম | 2601:247:4280:d10:a9cf:7366:3c3a:***:*** | ৩০ নভেম্বর ২০২০ ০৫:৫৭466406নেটিবরাও ওটি সানন্দে রপ্ত করেছেন।সামাজিক মাধ্যম আলো করে সে ছবি মাঝেমাঝেই উদিত হয় তো!
s | 100.36.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০৫:৫৭466405কেক শুধু খেলে একরকম। এখন দেশের লোকেদের জন্মদিন পালনে দেখি লোকে শুধু সবার গালে কেকের ক্রিম লাগিয়ে দিচ্ছে। এইটা দেখে বেশ বিরক্তি লাগে।
&/ | 151.14.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০৫:৫৩466404সাহেবদের সন্দেশ ধরানো উচিত। সীতাভোগ, মিহিদানা এইসবও।
&/ | 151.14.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০৫:৫১466403রূপোর চামচে করে এক চামচ পায়েস তুল্লেন, ভেতরে হরিহরাত্মা কাজু, বুঝলেন না, মুখে দিলেন। আহা। খেতে খেতে বুঝতে পারলেন। একেবারে রাধার অবস্থা হবে। " মরমে পশিল রে/ আকুল করিল মোর প্রাণ।"
S | 2620:18c::***:*** | ৩০ নভেম্বর ২০২০ ০৫:৪৮466402ওটা সাহেবদের হোলি।
&/ | 151.14.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০৫:৪৮466401গোটা গোটা কাজুও খুব ভালো লাগে ঘন পায়েসে। একেবারে মিলে মিশে যাকে বলে হরিহরাত্মা হয়ে যায়।
ম | 2601:247:4280:d10:a9cf:7366:3c3a:***:*** | ৩০ নভেম্বর ২০২০ ০৫:৪৮466400কেক মাখামাখি টা আমার অসহ্য বাজে লাগে।
S | 2620:18c::***:*** | ৩০ নভেম্বর ২০২০ ০৫:৪৭466399কজু দেবেন খুব ছোট করে টুক্রো করে। ভালো লাগবে।
&/ | 151.14.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০৫:৪৬466398তৈরী রুটিও তো পাওয়া যায়। প্যাকেটে গোছা গোছা। ঘরে এনে তাওয়ায় গরম করে ঝাঁঝরিতে দিয়ে ফুলিয়ে নিলেই হল। দেখে শুনে বেছে নিলেই হল। ঃ-)
S | 2620:18c::***:*** | ৩০ নভেম্বর ২০২০ ০৫:৪৬466397জন্মদিনে দুটো কেক রাখতে হয়। একটা রঙচংএ ক্রীম ভর্তি ঐ ফুঁ দেওয়ার জন্য আর মুখে মাখানোর জন্য। আরেকটা খাওয়ার জন্য।
ম | 2601:247:4280:d10:a9cf:7366:3c3a:***:*** | ৩০ নভেম্বর ২০২০ ০৫:৪৬466396আমার বাড়ির পায়েসে শুধু কিশমিস দেওয়া হয়। ছোটবেলায় কাজল দেওয়া পায়েস কখনো খাইনি।শাশুড়ি কাজু দেন। আমি কিশমিস দিয়েই চালিয়ে যাচ্ছি। আমার পায়েসে নো কাজু।