গোনা কি থামিয়ে দিলো আজকের মতো ? ভোট কাউন্ট উপডেট করছেনা গুগলে বেশ কিছুক্ষন ধরে .
সাত লিখব ভেবে কমিয়ে দিলাম। কষ্ট কম হবে।
ট্রামের ভক্তগুলোও ট্রামের মতন loud uncouth.
গুরু তো সোশাল মিডিয়ার পেকিং অর্ডারে অনেক ধাপ উঠে এল। রাশিয়ান বট এসে গেছে!
৯ মণ!
তিন মণ তেলও পুড়বে, রাধাও নাচবে না, ট্রাম্পও জিতবে ?
Why is Trump winning?
Trump tax reform helped the poor, the sharpest drop in income tax clustered among taxpayers earning between $25,000 and $100,000 a year. The standard deduction was nearly doubled (from $6,350 in 2017 to $12,000 in 2018) and the child tax credit was doubled (from $1,000 in 2017 to $2,000 in 2018).
১৫০ দিন ধরে জ্বলছে :-(
@বি
আমি অভিভূত! যাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন ভাল থাকুন এই কামনা করছি।
যাকগে , আম্রিগায় এই ডামাডোলের বাজারে এদিকে বম্বে পুলিশ অর্ণব গরুস্বামী কে ধরে হালকা করে বাটাম দিয়েছে . এটাই যা ভালো খবর।
ফক্স নিউজ অ্যারিজোনা বাইডেনের পক্ষে কল করলো।
আইওয়া ফ্লিপ karachhe?
https://www.bbc.com/news/world-asia-india-54719286
এদিকেও মন দিন
https://www.the-sun.com/news/1678082/witches-donald-trump-biden-election/
খান্দানি ইত্তেফাক যদি প্রজেকশন করবে বলে
Manik মিঞা র্দূই অপদার্থ age টিকাটুলিতে nijeder ভাড়াটে মস্তান দের মুখোমুখি মোহরা দেয়ায়ে এলাকায় কি জানি একটা kore fele vaab hobe
প্রো a & ডেইলি স ব্রিটিশ কাউন্সিল ar উসে s রে মুখোমুখি namay debe
বকচুকলা ঘন্টা ওদেরপ৪ওজেক্শন দিয়া কি করুম !
কোথ্যুকইফিনাল hoichesedj কওনা কেরে ò
ফ্লোরিডা ট্রাম্পের
নিউ হ্যাম্শয়ার ফ্লিপ করেছে
পোল আর ফাইনাল রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে যদি পোলে ডেমোক্র্যাটরা অনেকটা এগিয়ে থাকে, তাহলে জেতার চান্স আছে। পোলে যদি ডেমোক্র্যাটিক অল্প একটু থাকে, তার মানে রিপাব্লিকানরা জিতবে।
আজ ২০ বছরের বেশি cnn দেখি
কিন্তু এই প্রজেকশন জিনিসটা আজ o হেফ্জ হলো না
জিতেই গ্যালো
রাত এগারোটা ET। দেখুন NDTV কি বলছে।
অমিতবাবু এক্কেরে ঠিক বলেছেন। সাহেবরা শুধু বালের কথা ইঙ্গারাজিতে বলে, অর্থাত অর্থহীন কথা শুধু বলার জোরেই ঠিক মনে হয়। কাল দেখি এক সাহেব ট্রামে জোর গলায় মাস্কের অপকারিতা নিয়ে ফান্ডা দিচ্ছে।
Never underestimate the power of hate and racism.
সবাই একটা কথাই ভাবছে যে কত আর খারাপ হবে। আর হলেও আমার গায়ে লাগবে না।
বেটিং মার্কেট এখন ট্রাম্পকে ফেভার করছে
যাকগে। ইন্ডিয়া আর আম্রিগার ম্যাংগো পিপল পুরো একই টাইপের দেখে হেভি আনন্দ হলো।
মিড ওয়েস্টের চারটে স্টেটই অনেক দেরি হবে। সাধারণত রুরাল কাউন্টির রেজাল্ট আগে আসে আর বড় কাউন্টির রেজাল্ট বেরোতে দেরি হয়। তার উপর এবার প্রচুর মেল ইন ব্যালট।
পোলস্টারদের ভাই হয়েছে, এবারেও ট্রাম্প জিতলে এটা বেশ লজ্জাজনক জিনিস habe
ডেমোক্র্যাটরা যতদিন রিপাব্লিকান ভোটার পাওয়ার জন্য লড়ে যাবে, ততদিন হেরে যাবে।