b | 14.139.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০৮:৫৩464078অ্যাক্রোনিম বোলে তো মোদী সরকার। ভিজিটিং অ্যাডভানস্ড জয়েন্ট রিসার্চঃ বজ্র (VAJRA) , বৈশ্বিক ভারতীয় ভৈজ্ঞানিক (বৈভব ) ইত্যাদি । ঝাঁঝেই মরবেন।
dc | 103.195.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০৮:২৫464076আজ সকাল থেকে বৃষ্টি, মানে কাল রাত থেকেই শুরু হয়েছে। ভারি সুন্দর ওয়েদার। সবাই মিলে এই গানটা শুনে নিন, এর থেকে ভালো লিরিক আর হয়না। এক রাস্তা হ্যায় জিন্দেগি, যো থাম গ্যায়ে ও কুছ নেহি
এলেবেলে | 202.142.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০৮:২৫464075যত খুশি পরচর্চা করুন। যার যেমন রুচি। কিন্তু আমাকে নিয়ে করবেন না। অন্তত আমার আড়ালে। এটা খেজুরে আলাপের জায়গা। পরচর্চার নয়।
aka | 143.59.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০৮:১৭464074৩ তারিখে সম্ভবত রেজাল্ট আউট হবে না। ট্রাম্প ভিকট্রি ক্লেইম করলে বা ফক্স নিউজ ক্লেইম করলেও কিছু যায় আসে না। শেষ অবধি হয়ত কোর্টে মেইল ব্যালটের ডিসপিউট নিয়ে ২০২১ জানু নাগাদ রেজাল্ট বেরবে সরকারী মতে।
তবে ফ্লোরিডা, টেক্সাস বা অ্যারিজোনা ফ্লিপ হলে আলাদা কথা।
এলেবেলে | 202.142.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০৮:১২464073আটি ভাটি
এলেবেলে | 202.142.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০৮:১২464072না হুমকি দেব কেন? কাজটা যে রুচিবিগর্হিত সেটাই যে বুঝতে পারছেন- সেটা দেখে অবাক লাগছে। খোলা খাতায় লেখা দিলে পাঠকের স্বাধীনতা নেই কে কী বলবে না বলবে - এটা কে বলছে? আর বলবেই বা কোন দুঃখে? কিন্তু পাঠক এখানে সেটা নিয়ে আলোচনা করবে কেন? এখানে তো লেখাটা নেই। আপনি কোনও লেখাতেই কোনও মন্তব্য করেন তা দেখি না। বা আমার চোখে পড়ে না। সেই পরচর্চার জায়গা নিশ্চয়ই আটি হতে পারে না?
Atoz | 151.14.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০৮:০৫464071খোলা সাইটে পাঠকের জন্য কোনো লেখা দিলে সেটা নিয়ে কে কী বলবে না বলবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। সেটা তো পাঠকের স্বাধীনতা। সেটা আপনি আটকাবেন কী করে?
Atoz | 151.14.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০৮:০৩464070ও বাবা! হুমকী দিচ্ছেন নাকি? ঃ-)
এলেবেলে | 202.142.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০৭:৩৩464069আমার বক্তব্যও আমি বলে দিয়েছি। ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হলে সুর এবং স্বর - কোনওটাই খুব মোলায়েম থাকবে না।
Atoz | 151.14.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০৭:১৩464068এলেবেলে, আপনার যা খুশী করুন না! আমার বক্তব্য আমি বলে দিয়েছি। নমস্কার।
Amit | 203.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০৬:৫৫464067সাবাস। রিপাবলিকান রা ঘর পুরো গুছিয়ে খেলতে নেমেছে তো। ভোট কাউন্ট যাই হোক গে , রেজাল্ট ফিক্সড।
এই টেকনিকগুলো এবার মোদী বাউ এপলাই করবে কখনো দরকার পড়লে। অবশ্য দরকার হবেনা , লোকে এমনিতেই চোখ কান বুজে ভোট দিচ্ছে ওদের। ইকোনমি জিজিতে গেলে যাক , কিন্তু এদিকে রাম মন্দির হচ্ছে ওদিকে মুসলিম দের টাইট দেওয়া যাচ্ছে -আর কি চাই.
ট্রাম্প জিতবে | মানে জেতাতেই হবে |
s | 100.36.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০৬:৩৯464065
S | 2405:8100:8000:5ca1::53f:***:*** | ২৯ অক্টোবর ২০২০ ০৬:২৫464064ঠিকমতন ভোট হলে ট্রাম্পের হারার কথা। কিন্তু ভোট ঠিকমতন হবেনা। অনেকে দিতেই পারবেনা। অনেক ভোট গোনা হবেনা। তারপরেও যদি দেখা যায় যে ট্রাম্প হারছে, তখন গন্ডগোল শুরু হবে। ফক্স নিউজ বলবে ট্রাম্প আসলে জিতে গেছে। সেইটাকে দেখিয়েই রিপাব্লিকান জাজরা ট্রাম্পকে জয়ী ঘোষণা করে দেবে। ২০০০ সালে ফ্লোরিডাতে যা হয়েছিল, তা এবারে অনেকগুন হয়ে ইমপ্লেমেন্টেড হবে। বাই দ্য ওয়ে, সেইবারে বুশের লীগাল টিমে যেসব লইয়ার ছিল, তাদের মধ্যে তিনজন এখন সুপ্রীম কোর্টের জাজ। বাই বাই ডেমোঅক্রাসি।
এলেবেলে | 202.142.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০৫:৩৭464063Atoz | 151.141.85.8 | ২৯ অক্টোবর ২০২০ ০২:০৫
lcm | 99.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০৪:৪৬464062আজকের প্রেডিকশনে সংখ্যাও বলে দিয়েছে - বাইডেন (356), ট্রাম্প (182) -- দেখা যাক কি হয়

lcm | 99.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০৪:৩৫464060এগুলো দ্য ইকনমিস্ট ম্যাগ এর সাইট থেকে
lcm | 99.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০৪:৩৩464059


Amit | 203.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০৪:৩২464058হয়তো দেখা যাবে ট্রাম্প হাতে নোটের গোছা নিয়ে ভোটের লাইনে লোকজনকে ঘুষ দিচ্ছে। বা প্রাউড বয়েস এর ঠ্যাঙাড়ে বাহিনী লাইনে পেটো ফেলছে আর হুলিয়ে ছাপ্পা ভোট মারছে। কোথায় লাগে বিহার ভোট।
:) :)
:|: | 174.254.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০৪:২০464057ডু উ মীন গন্ধগোল? মানে গন্ধটা সন্দেহজনক তাই এমন মনে হচ্ছে?
S | 2405:8100:8000:5ca1::536:***:*** | ২৯ অক্টোবর ২০২০ ০৪:০৯464056গন্দগোল হবে।
Abhyu | 47.39.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০৪:০৯464055বি-দা, অসময়ে কড়া নেড়েছিলে! আমি এইমাত্র আসছি (তোপ ফেলতে হবে)।
Amit | 203.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০৩:৩৬464054আর তো মোটে চার দিন আম্রিগায় ভোটের। হাওয়া কিছু বোঝা যাচ্ছে কি হতে পারে ?
Atoz | 151.14.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০২:০৫464053আরে এলেবেলে, ভাটিয়া৯ হল পাতি ভাট, এখানে তো ভাট করছি । সিরিয়াসলি নিচ্ছেন কেন আপনি? আতোজের হাসি পেয়েছে, সে ভাটিয়া৯ তে হেসেছে, তাতে কার কী এল গেল? এসব একদম সিরিয়াসলি নেবেন্না । ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন । ঃ-)
S | 2a0b:f4c1:2::***:*** | ২৯ অক্টোবর ২০২০ ০১:১৩464052এছাড়া ব্যাট স্টক্স আছে, ফ্যাম্গ আছে, গ্যাফ্যাম আছে। অ্যাক্রোনিম নয়,স্টে-অ্যাট-্হোম, কিন্তু ক্লাউড কিং আছে।
lcm | 99.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০০:৪০464051দেখ্লাম
TAND = Tesla, Activision Blizzard, Nvidia, Disney
হিন্ট: টেসলা দিয়ে শুরু ট্যান্ড , ;-)
lcm | 99.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০০:২৫464049খেয়েছে! ট্যান্ড আবার কী? বলো, বলো, শুনে নি ।
S | 2a03:e600:100::***:*** | ২৯ অক্টোবর ২০২০ ০০:০২464048এতো পুরোনো কতা। ট্যান্ড স্টকস জানেন?