aka | 143.59.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ০৭:৫৮463657বাইডেনটাকে সহ্য করা যায় না। চিয়ারলিডার হিসেবেই ভালো।
Amit | 121.2.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ০৭:৫৩463656ট্রাম্প কিন্তু একটা লাইন নিয়েছে আজকে: বিডেন যাই বলছে করার কথা , ও জিগাচ্ছে ও আট বছর ভাইস প্রেসিডেন্ট থাকার সময় কেন করেনি .
aranya | 162.115.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ০৭:৫৩463655আনন্দ, ৫ - ১৪ দিন যদি হয়, এবং কোন সিম্পটম না থাকে, তাহলে ধরুন ৭ দিন পর, সোমবার টেস্ট করালে হয় না?
S | 2a03:e600:100::***:*** | ২৩ অক্টোবর ২০২০ ০৭:৫০463654বাইডেণ ট্রাম্পকে ভালো টিজ করছে লিন্কন নিয়ে।
Amit | 121.2.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ০৭:৪৩463653আবার ট্রাম্প ঢাক পেটাচ্ছে নিজে কে থার্ড পার্সন এ ডেকে :"nobody else more for black people than donuld trump since Linkcon"
:)
S | 2a03:e600:100::***:*** | ২৩ অক্টোবর ২০২০ ০৭:৪০463652টেস্ট করিয়ে নিন।
S | 2a03:e600:100::***:*** | ২৩ অক্টোবর ২০২০ ০৭:৩৯463651ঘুমটা ভেঙে গেল। ডিবেট তো ভালই হচ্ছে। ট্রাম্প ভালই বিহেভ করছে। বাইডেণও খুব ভালো ডিবেট করছে।
anandaB | 50.125.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ০৭:৩৮463650থাঙ্কস অভ্যু , aka
এখানে আর্জেন্ট কেয়ার এ ফোন করেছিলাম , যা বললো তার নির্যাস হচ্ছে যে যদি সিম্পটমস না থাকে তাহলে CDC গাইড লাইন অনুযায়ী এক্সপোজার উইন্ডো ৫ থেকে ১৪ দিন আগে হতে হবে তবেই টেস্ট করবে
সেই জন্য জিগ্যেস করছিলাম
কাউন্টি থেকে ড্রাইভ থ্র টেস্ট ও আছে কিন্তু সেটা নিজেকেই সোয়াব এডমিনিস্টার করতে হবে
দেখি আগামীকাল এপয়েন্টমেন্ট পাওয়া যাই কিনা
aka | 143.59.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ০৭:৩৫463649আমি দেখলাম মডারেটর বাইডেনকে টেনে খেলাচ্ছে। ট্রাম্প আজ ইন্টারপ্ট করছে না।
Amit | 121.2.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ০৭:২৮463648বললো যার বলার টার্ম আসবেনা , তার মাইক মুট করে রাখবে। কোথায় ? দিব্যি তো ট্রাম্প ইন্টারাপ্ট করে যাচ্ছে।
aka | 143.59.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ০৭:২৪463647ট্রাম্প আজ কি খেয়েছে?
Abhyu | 47.39.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ০৭:১৫463646আমার কথার কোনো মূল্য নেই, আন্দাজ মাত্র। বাকিদেরও অবস্থা খুব বেশি আলাদা বোধ হয় নয়। প্রাইমারী কেয়ার ফিজিশিয়ানকে জিজ্ঞাসা করে ডিশিসন নিন।
Abhyu | 47.39.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ০৭:১০463645এইদুটো একটু দেখুন
https://www.cdc.gov/coronavirus/2019-ncov/testing/diagnostic-testing.html#who-should-get-tested
আর এটাও https://www.cdc.gov/coronavirus/2019-ncov/php/contact-tracing/contact-tracing-plan/appendix.html#contact
Abhyu | 47.39.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ০৭:০৯463644আর মাস্ক ছাড়া না মাস্ক সুদ্ধ সেটাও ম্যাটার করা উচিত। টেস্ট করিয়ে ফেলুন, আশা করি নেগেটিভ আসবে।
aka | 143.59.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ০৭:০৪463643মনে হয় না। মানে পজিটিভও আসতে পারে।
anandaB | 50.125.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ০৬:১৫463642পুত্র বিকেল বেলা জানাল তার এক বন্ধুর COVID-19 পসিটিভ এসেছে এবং তারা শেষ 'হ্যাং আউট' করেছে সোমবার বিকেলে (অবশ্যই মাস্ক ছাড়া কিন্তু সেটা বোধহয় বিশেষ ম্যাটার করে না)
আমাদের কারুর এখনো পর্যন্ত কোনো সিম্পটম ই নেই কিন্তু তাতে কিছু প্রমাণ হয় না
তো প্রশ্ন হচ্ছে আমরা যদি আগামীকাল (মানে শুক্রবার) কোথাও গিয়ে টেস্ট করাই তাহলে অলমোস্ট সার্টেনলি নেগেটিভ আসবে - এটা কি সঠিক ধারণা ? যতটুকু পড়ে বুঝলাম আমাদের কারো পসিটিভ হলেও অন্ততপক্ষে ৫ দিন অপেক্ষা না করে টেস্ট করার কোনো মানে হয় না - কারেক্ট?
যদি কারোর জানা থাকে একটু কন্ফার্ম করলে ভালো হয়
lcm | 99.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ০৩:৪৪463641ট্রাম্পের ট্যুইটার পাসওয়ার্ড একজন ডাচম্যান গেস করে ফেলেছেন "maga2020!"
https://www.yahoo.com/news/trumps-twitter-account-hacked-dutch-153009410.html
:|: | 174.254.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ০৩:৪০463640২৩টা৪১: বাবা গ! অভ্যুবাবুর কি সাহস ক্ষী সাহস!
কে জানি বলেছিলো ভাটএ না লিখে টইতে লিখুন। তাতে যা হয়েছিলো সে শুধু জানে শ্যামলাল। আর ইনি দিচ্ছেন সাব টইতে পাঠানোর এই প্রস্তাব ...
i | 120.17.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ০৩:৩০463639প্রিয় রঞ্জনদা,
অনবধানে প্রাপ্যের বেশি নম্বরই দিয়েছেন; আমি হলে নিজেকে পাঁচে আড়াই দিই। পাঁচে পাঁচ পাওয়া মানে তো সত্যিকার লেখক হয়ে যাওয়া। সিদ্ধিলাভ এত সহজে হয়?
নমস্কার জানবেন।
আপনাদের ছোটাইবাবু।
Tim | 174.102.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ০১:১৮463638রঞ্জন দা কে যেন কোন অবস্থাতেই মিসাইলের রিমোটের কাছে ঘেঁষতে না দেওয়া হয়। :))))
Atoz | 151.14.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ০০:০৩463637সে, আছো? এখন ওখানে কী অবস্থা? বাজার হাট আপিস কাছারি ইস্কুল কালেজ খুলেছে?
Atoz | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২০ ২৩:৫৮463636দেখুন এরকম মোটনম্বর ৫ এ পরীক্ষা খুব আঁটোসাঁটো, তাচ্চেয়ে ১০০ তে পরীক্ষা সুবিধের। বেশ ঢালাও অষ্টাশি, একানব্বুই, তিরেনব্বুই , নিরেনব্বুই---এরকম সব বড় বড় নম্বর দেওয়া যায়। আবার খুবই ইয়েমতন কেস হলে তেত্রিশ কি চৌত্রিশ ও দেওয়া যায়। আবার মাঝামাঝি হলে ধরুন একষট্টি কি বাষট্টি । ঃ-)
ভাল কতা | 2a0b:f4c0:16c:14::***:*** | ২২ অক্টোবর ২০২০ ২৩:৫২463635খ্যাল করে দেখবেন ছোটাইবাবুর লেকায় আর কেউ নম্বর দিতে সাহস করেন নি। রঞ্জনবাবুর সাহসের তুলনা নেই।
Atoz | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২০ ২৩:৪৯463634রঞ্জনদা, আপনি ফলো করুন, ফলো করুন। পিছনে পুলিশ আসছে। ঃ-)
"আমিও আর গা করিনি' সেকি? কেন? এত খুব বড় সম্মান। "
আরে না রে, সম্মান কিছু নয়, :-), তাছাড়া জুম আর ওয়েবিনার করে করে কেমন যেন ফেটিগড হয়ে গেছি। তাই জন্য আর দেখা হয়নি।
:-)
Abhyu | 47.39.***.*** | ২২ অক্টোবর ২০২০ ২৩:৪৪463632হয়েছে কি, আমি ছোটাইকে ফলো করতে চাই। না, মানে অনুসরণ করতে চাই। মানে, ওনার লেখাগুলোকে।
Abhyu | 47.39.***.*** | ২২ অক্টোবর ২০২০ ২৩:৪১463631আচ্ছা টইয়ের আণ্ডারে টই করা যায়? তাহলে বলতাম বিদ্যাসাগরের টইগুলো ক্ষমা করিনি টইয়ে যেত।
Atoz | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২০ ২৩:৩৫463630লিখিত ইতিহাস আরো গেরোর ব্যাপার। কোন রাজার সভায় কারা ইতিহাস লিখছে(আসল কথা মাইনেটা কার থেকে কারা পাচ্ছে), সেই হিসেবে ইতিহাসের সাজসজ্জা। উল্টোদিকের রাজার সভাকবি হয়তো একেবারেই উল্টোসুরে গান গাইছেন। ঃ-)
Atoz | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২০ ২৩:২৯463629বিলাতে নাকি এক বিরাট পন্ডিত একবার রাস্তায় গন্ডগোল হচ্ছে দেখে তাঁর দুই পরিচারককে বললেন যা তো দেখে আয় কী হচ্ছে। এসে আমার বলবি। তারা যো হুকুম হুজুর বলে দৌড় দিল। বেশ কিছুক্ষণ পরে একজন ফেরৎ এল। হাত পা নেড়ে বিপুল বর্ণনা দিল কী হয়েছে তার। সে অন্য ঘরে চলে যাবার পাঁচ মিনিট পর অন্যজন ফেরৎ এল, হাত পা নেড়ে সম্পূর্ণ অন্য একটা বিবরণ দিল বিপুল উৎসাহে।
পন্ডিত বুঝলেন, এইরকম বর্তমান ব্যাপারেই যখন এই ধরণের ভিন্ন ভিন্ন জিনিস পাওয়া যায়, ইতিহাসে তবে কী চচ্চড়ি পাওয়া যায়!
ঃ-)
Atoz | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২০ ২৩:২২463628ইতিহাস ব্যাপারটাই তো তাই। পুরানাদিনের গপ্পো সপ্পো। সে পাড়ার গোপাল জ্যাঠা একরকম করে বলেন, আর রাজা গোপালের সভার মাইনে করা ইতিহাসলেখক আর একরকম বলেন, ইদ্রুস পিদ্রুসরা আবার আরেকরকম বলেন, আর ভাস্কোদাদা রেগে গিয়ে বলেন গুড়ুম গুড়ুম গুড়ুম। ঃ-)