সম্বিৎ | ০৯ অক্টোবর ২০২০ ০৭:৩৪462535এ বাবা, টইয়ের লিস্ট থেকে ভাটিয়ালি হাওয়া। ইয়ে সব কেয়া হো রহা হ্যায়!
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c82b:8dd5:c83f:ecad:***:*** | ০৯ অক্টোবর ২০২০ ০৭:২৫462534ফ্লোরিডার পুরোনো কিউবান আর নেভাডার নতুন মেকসিকান রা আলাদা ভাবে ভোট দেয় সেতো পুরোনো খবর, কিন্তু তারা সকলে বাইডেন কে ভোট দেবে? বার্নি ফ্লোরিডার ইকুয়েশনে দুর্বল ছিল। আর আমার জেনেরালি মনে হয়, ডাকা আর নিউ ইয়র্ক ছাড়া এ ও সির ইনফুয়েন্স কম, এটা কি সত্যি?
বোধিসত্ত্ব দাশগুপ্ত
S | 2405:8100:8000:5ca1::a:***:*** | ০৯ অক্টোবর ২০২০ ০৭:০০462533কাস্ত্রোর কিউবা থেকে যারা পালিয়েছে, তারা সব তো বহু আগে এসেছে। তারা সব তো বহুকাল ধরেই রিপাব্লিকান। ডেম পার্টিতে সোশালিজমের হাওয়া তো সবে লাগলো।
s | 100.36.***.*** | ০৯ অক্টোবর ২০২০ ০৬:৫০462532ফ্লোরিডাতে কিউবানদের বোঝনো হয়েছে? ব্যাপারটা তো মনে হয় উল্টো। সোশালিজম ভাল লাগেনি বলে তারা কিউবা ছেড়েছে। কেউ কেউ প্রাণ হাতে নিয়ে। এখন তাদের মধ্যে জেনুইন গ্রিভান্স থাকতেই পারে। শুধু কিউবা কেন, সেন্ট্র্রাল আমেরিকার যে কোনো দেশ থেকে আসা লোকজন সোশালিজম শুনলে উল্টোদিকে ভোট দেবে।
তবে ওবামার চেষ্টা করেছিলেন আবার ডিপ্লোম্যাটিক রিলেশানশিপ তৈরি করতে। আমার এক কলিগ ২০১৫ এ বেড়াতে গিয়েছিল। তারপর তো সব বন্ধ হতে গেল।
S | 2405:8100:8000:5ca1::26:***:*** | ০৯ অক্টোবর ২০২০ ০৬:৪১462531এমনিতে দ্য। ভাওয়েলের সামনে দী। আমি এইচের সাউডকে ভাওএল সাউড ধরি।
anandaB | 50.125.***.*** | ০৯ অক্টোবর ২০২০ ০৬:২৭462530S দেখলাম লাস্ট পোস্ট টার একটা সংশোধনী দিলেন দ্য আর দা ইন্টারচেঞ্জ করে
নিয়ম টা কি ছিল এখন আর মনে নেই কিন্তু বেশ ভালো লাগলো :)
Atoz | 151.14.***.*** | ০৯ অক্টোবর ২০২০ ০৫:২৮462529সেই। যারা বারোমাস থাকে, তারা বোঝে আসল ব্যাপার। বাইরে থেকে বেড়াতে গিয়ে সামান্যই বোঝা যায়। ভ্রমণকারীর কাছে সবই স্বর্গতুল্য(আরে, নইলে যাবে কেন বেড়াতে? ঃ-) )
r2h | 73.106.***.*** | ০৯ অক্টোবর ২০২০ ০৫:২০462528কিউবার প্রসঙ্গে এই দারুন বেড়ানোর গল্পটার কথা মনে পড়লো।
Atoz | 151.14.***.*** | ০৯ অক্টোবর ২০২০ ০৪:৩৭462527আর আমাদের আঁতেলগণ 'কিউবা কিউবা কিউবা, মেরে মেহবুবা' বলতে বলতে গড়াগড়ি যান। ঃ-)
Atoz | 151.14.***.*** | ০৯ অক্টোবর ২০২০ ০৪:৩৬462526তার মানে চিন্তা করুন একবার এইসব আগত কিউবানরা কিউবাকে কীরকম ভাবে! ঃ-)
S | 2405:8100:8000:5ca1::1fb:***:*** | ০৯ অক্টোবর ২০২০ ০৪:২৩462525দি হায়েস্ট অফিস অব দ্য কান্ট্রি।
S | 2405:8100:8000:5ca1::2:***:*** | ০৯ অক্টোবর ২০২০ ০৪:১৯462524হ্যাঁ এতোদিন পর সব লেজিটিমেসি পেয়েছে ফ্রম দ্য হায়েস্ট অফিস অফ দি কান্ট্রি।
anandaB | 50.125.***.*** | ০৯ অক্টোবর ২০২০ ০৪:১৭462523এদিকে মিশিগান এর ডেমোক্রাট গভর্নর কে কিডন্যাপ করার জন্য একদল প্ল্যান করেছিল , FBI ধরেছে
এইরকম চারদিকে আরও কত ট্রাম্প ইন্সপায়ার্ড মিলিশিয়া আছে কে জানে , একদল তো AR-১৫ ইত্যাদি নিয়ে মাসকয়েক আগে ক্যাপিটল বিল্ডিং এ ছবি তুলেছিল
S | 2405:8100:8000:5ca1::1fa:***:*** | ০৯ অক্টোবর ২০২০ ০৩:৫৫462522ট্রাম্পের কোরোনা হতেই আর পেন্সের টেস্টিং যখন চলছে, তখন সবাই বলছিল যে এইবারে না পেলোসি প্রেসিডেন্ট হয়ে যায়। তা ট্রাম্প তো তারাহুড়ো করে হোয়াইট হাউসে ফিরে সিঁড়ি দিয়ে দোতালায় উঠে মাস্ক খুলে স্যালুট দিল দুবার (একটা রিটেক নিতে হয়েছিল)। এদিকে দেখা যাচ্ছে যে হাঁপাচ্ছে।
S | 2405:8100:8000:5ca1::1:***:*** | ০৯ অক্টোবর ২০২০ ০৩:৫১462521ফ্লোরিডাতে কিউবানদের খুব বোঝানো হয়েছে যে আমেরিকায় সোশালিজম এলেই নাকি আবার কিউবা হয়ে যাবে। তাই বড় অংশ রিপাব্লিকান। টেক্সাসে ক্রিশ্চিনাটি আর তোমরাও আমাদের মতন এইসব ভোজবাজি দিয়ে হিস্পানিকদের জিওপি ধরে রেখেছিল। এখন অনেকটা কমেছে।
syandi | 2a01:c23:78e9:d00:4b7:b04f:6ef4:***:*** | ০৯ অক্টোবর ২০২০ ০৩:৪৭462520না না আমি সাইক্লোনের মত ধ্বংসাত্মক নই , বরং শান্তশিষ্ট কিন্ত ফক্কড় টাইপের মানুষ। kk সার্টিফাই করতে পারেন :-)
Atoz | 151.14.***.*** | ০৯ অক্টোবর ২০২০ ০৩:২৫462519আপনি ক্যানো ফ্যান হবেন , বালাই ষাট! আপনি তো সাইক্লোন! ঃ-)
Atoz | 151.14.***.*** | ০৯ অক্টোবর ২০২০ ০৩:২৪462518দুনিয়ার হাওয়ার কথাই জিজ্ঞেস করছিলাম। ঃ-)
syandi | 2a01:c23:78e9:d00:4b7:b04f:6ef4:***:*** | ০৯ অক্টোবর ২০২০ ০৩:০০462517'আমারকাইতে' > 'আমার চাইতে '
syandi | 2a01:c23:78e9:d00:4b7:b04f:6ef4:***:*** | ০৯ অক্টোবর ২০২০ ০২:৫৯462516যার আমেরিকার ভোটের হাওয়া কেমন সেটা আপনি বোধ আমারকাইতে ভালো জানেন।
syandi | 2a01:c23:78e9:d00:4b7:b04f:6ef4:***:*** | ০৯ অক্টোবর ২০২০ ০২:৫৭462515পশ্চিমবঙ্গে হাওয়া নাকি রঙিন।
syandi | 2a01:c23:78e9:d00:4b7:b04f:6ef4:***:*** | ০৯ অক্টোবর ২০২০ ০২:৫৫462514ফ্যানকে তো আশীর্বাদ করবেনই।
Atoz | 151.14.***.*** | ০৯ অক্টোবর ২০২০ ০২:৪৫462513আহা বেঁচে তো থাকবেনই। শত বর্ষ পরমায়ু হোক আপনার। এই চারিদিকের হাওয়া বিষয়ে জিজ্ঞেস করছিলাম আরকি।
syandi | 2a01:c23:78e9:d00:4b7:b04f:6ef4:***:*** | ০৯ অক্টোবর ২০২০ ০২:৪০462512স্যান্ডি বেঁচে আছে আটোজ :-)। কিন্তু কিসের হাওয়া সম্পর্কে জানতে চাইছেন ?
Atoz | 151.14.***.*** | ০৯ অক্টোবর ২০২০ ০২:২৬462511ভোজবংশীয়া রাজকন্যা হতে পারেন। মূল ভোজরাজের হয়তো প্রপৌত্রী, অথবা প্রপ্রপ্র...পৌত্রী। ঃ-)
হুঁ হুঁ বাবা | 182.76.***.*** | ০৯ অক্টোবর ২০২০ ০২:০৩462510ভানুমতী রাজা বিক্রমাদিত্যের স্ত্রী- এই জায়গাটায় একটু ঘাপলা আছে না? বিক্রমাদিত্য মাটি খুঁড়ে পাওয়া রাজা ভোজের সিংহাসনে উপবিষ্ট হতে গেলেই তাঁকে সিংহাসনের মূর্তিগুলো জিজ্ঞেস করে নানা প্রশ্ন, যা থেকে বত্রিশ সিংহাসনের গল্প, যদ্দুর মনে পড়ে। সুতরাং রাজা ভোজ বিক্রমাদিত্যের শ্বশুরমশাই (মানে জাস্ট আগের জেনারেশন হওয়া সমস্যার)।
তবে এটাকেও অ্যালিগোরি ধরে নেওয়া যেতে পারে, যে, রাজকন্যার সাথে শ্বশুরবাড়ির দেশ ও শাসনাধীন অবস্থায় পেয়েছিলেন। সেখানে রাজ্যভার নিতে গেলে লোকে যোগ্যতা বিচার করতে ধাঁধাঁলো প্রশ্ন করেছিল। কালিদাস, যে কিনা বিক্রমাদিত্যের নবরত্নসভার লোক, ভানুমতীর কথা উল্লেখ করেছেন। বিশ্বকোষের স্ন্যাপ দিলাম।


Atoz | 151.14.***.*** | ০৯ অক্টোবর ২০২০ ০০:৪৭462509রঞ্জনদা, আপনি অবশ্য লিখেছিলেঅন শিবমন্দির(ভোজরাজের দ্বারা প্রতিষ্ঠিত)। আমি ভালো করে না পড়ে ভেবেছিলাম ভোজরাজের নামে মন্দির,তাই ভাবলাম হয়তো ম্যাজিক-শো দেখানো হয়। ঃ-)
s | 100.36.***.*** | ০৯ অক্টোবর ২০২০ ০০:৩৮462508হিসপ্যানিক, মানে ল্যাটিনোরা কোনো মোনোলিথিক গ্রুপ নয়। সব স্টেটে এরা একভাবে ভোট দেয় না। যেমন ফ্লোরিডায় কিউবান ডিসেন্ট বা টেক্সাসে তিন চার জেনেরেশান ধরে থাকা ল্যাটিনোরা সাধারণত রিপাব্লিকানদের ভোট দেবে। বার্নি ক্যান্ডিডেট হলে কখনো ফ্লোরিডা জিততে পারত না।
@এতোজ,
না, ম্যাজিকের কিছু দেখতে পাইনি। তবে জায়গাটা এবং মন্দির ও শিবলিঙ্গ সুন্দর। অনেক সময় মূর্তি বা মন্দির বিরাট আকারের হয়, কিন্তু শ্রীহীন বিরক্তিকর হয়, এটি সুন্দর।
anandaB | 50.125.***.*** | ০৯ অক্টোবর ২০২০ ০০:৩৪462506বাইডেন কে খুব সাবস্ট্যান্সিয়াল লিড পেতে হবে না হলেই সুপ্রিম কোর্ট অবধি গড়াবে
অবশ্য জানুয়ারী র ২০ অবধি এই সব নৌটঙ্কি চললে পেলোসি প্রেসিডেন্ট হয়ে যেতে পারে :)