আহা, তেজস্ক্রিয় করোনা হলে? স্পাইডারম্যানের কথা মনে নেই? ঃ-)
কিচ্ছু হয় নি!
Dr. Conley (White house physician) said he expected the president to “continue carrying out his duties without disruption while recovering.”
দ্রি, দীপাঞ্জন, অন্যরা---আপনারা কোথায়? এ যে ইয়ে মানে ইয়ে কান্ড হয়ে যাচ্ছে! পুতিন কোথায়? চীন কোথায়? ড্রেকোরা কোথায়? ডীপ স্টেট কোথায়?
@lcm, আমাদের বাড়িতে এর উল্টোটা হয়েছিল। মেয়ের মা এক প্যাকেট Chole Masala কিনে এনেছেন, মেয়ে দেখেই উত্তেজিত হয়ে বলল, এ কি! ক্লোয়ি মশলা!
তখন তাকে বাক্স দেখিয়ে বোঝান হল, ওরে, ভাল করে দেখ, ওটা ক্লোয়ি নয়, ছোলে ।
হানু
টেকোবুড়ো বলছিঃ
তোমার ফ্রাস্টেশন বুঝতে পারছি। আজ যদি আমার মত হরিয়ানায় থাকতে আর এদিকের বাঙালীর কথাবার্তা শুনতে?
" বিষম দুঃখে ব্রণের পিন্ড বিদীর্ণ হয়ে তার
কলুষপুঞ্জ করে দিক উদ্গার।
ধরার বক্ষ চিরিয়া চলুক বিজ্ঞানী হাড়গিলা
রক্তসিক্ত লুব্ধ নখর একদিন হবে ঢিলা।"
রবীন্দ্রনাথে ফিরে যাও।
মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।
২ "নিরর্থ হাহাকারে
দিও না,দিও না অভিশাপ বিধাতারে।
পাপের এ সঞ্চয় ,
সর্বনাশের পাগলের হাতে আজ হয়ে যাক ক্ষয়"।
৩ -- প্রায়শ্চিত্ত পূর্ণ করিয়া শেষে
নূতন জীবন নূতন আলোকে জাগিবে নূতন দেশে।
একটা মিষ্টি বাচ্চামত ছেলের নাম Thane। দাঁতের ডগায় নরম করে ত আর থ এর মধ্যিখানে প্রায় তেইন এর মতো শুনতে। দেখলেই আমার তাকে থানে বলে ডাকতে ইচ্ছে করে:-)
ওদিকে উনি বেঁচে না থাকলে কী হবে নিয়ে মিডিয়া উতলা হয়ে পড়েছে।বোর্ড বসিয়ে আলোচনা চলছে। জাতির ভবিষ্যত সংকটে...
আনন্দ,
:-) । আশির দশকের ঘটনা - দিল্লির একটি কলেজে একটি মেয়ের নাম - বীণা গোদরেজ -- কি কনফিউশন - কেউ একজন বলেছিল--- গোদরেজ বিনা মিটিং নেহি হোঙ্গে
কেন সম্পর্ক নেই কেন ? আমার লাস্ট নাম দৈবাৎ অন্য কারুর সাথে মিলে গেলে যে অবভিয়াস প্রশ্ন টা ফেস করি সেটা হলো: আর ইউ রিলেটেড অথবা আর ইউ ফ্রম সেম ফ্যামিলি ?
তো এই প্রশ্ন যদি জায়েজ হয় উল্টোটাও না জিজ্ঞেস করার কোনো কারণ নেই :)
ছোলে ম্যাকডোনাল্ড বেশ ভালো।
আপিসে ইয়ে মানে --- Chloe McDonald নামের একটি মেয়েকে একজন ভারতীয় আইটির ছেলে প্রায় জিগ্গেস করে ফেলছিল --- "ছোলে ম্যাকডোনাল্ড! ইউ আর ভেরি ফানি, হোয়াট ইজ ইয়োর রিয়েল নেম? "
তাকে কোনোক্রমে বোঝানো হল, ওটা ছোলে নয়, ক্লোয়ি, আর লাস্ট নাম ম্যাকডোনাল্ড, তার সঙ্গে ফাস্ট ফুড চেইনের কোনো সম্পর্ক নেই।
একি সবাই স্পিকটি নট !!
খুব খারাপ চিন্তা মাথায় আসছে।
এইমুহুর্তে আমেরিকার পলিটিক্সের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বোধয় "মাইক পেন্স কেমন আছে?"।
হোক্স। কনস্পিরেসী। ডীপ স্টেট।
মনে হচ্ছে।
ট্রাম্পের করোনা!!! ভোট পিছিয়ে যাবে ki?
Amit, সেটা রেড টার্ন বলে আরেকটা অ্যালপাইন টার্নে পাবেন, সিজনাল, গরম কালে বাড়ে, পরে কমে আসে। এ জিনিস অন্য। অ্যালপাইন লেক আর সে নেই, এখন সে বৃষ্টির জলে পরিপুষ্ট, এবং সবুজ এলজির জেরে এই তার রঙ ধরেছে।
অ্যালপাইন গ্লেসিয়ার গলা জলের লেক হলে এই তার রঙ। তবে এ লেক ও একদিন আর থাকবে না, সেইটাই ভাবলে খারাপ লাগে।
কিন্তু ওখানে আলগাল ব্লাডগুলো সিজনাল তো ? লাস্ট টাইম এ তাই শুনে এলাম। এছাড়াও জলের রঙের পেছনে কি একটা মিনারেলস ও আছে. নাম ভুলে গেছি .
প্রতিকূল আবহাওয়ায় অনেকক্ষণ হাঁটার পর একরকম একটা নির্জন সরোবরের তীরে বসে থাকতে ভারি ভাল লাগে। জনমানবহীন বিজন প্রান্তরে পাহাড়ের ছায়ায় একটা অ্যালপাইন লেক খুব বেশী পাবেন না। দুঃখের বিষয় উষ্ণায়নের প্রকোপে জলের রঙ দেখুন নীলের জায়গায় পান্না সবুজ জলে অ্যালগাল ব্লুম। মন খারাপ করা সৌন্দর্য।
তেমন কোনও কারণ নেই , বলার মত , আতোজ ৫টা ৩৪। এমনিই সময় পেলে দুদন্ড বসে যাই। ছোটাই যেমন শিখেছিলেন সেই মতো কোনওদিন দুটাকার সন্দেশও নিয়ে আসি না পর্যন্ত। সেখানে আর নাম জানিয়ে কী হবে?
<
এই কেসটা কি ? কোথাও তো পড়ি নি ? ফেক নিউস ?
ট্রাম্প কোয়ারেন্টাইনে। কোভিড পসিটিভ হলেও হতে পারে।
লেকের জলে গ্লেসিয়ার থেকে ভেঙে পড়া হিমবাহের অংশ ভাসছে।
গ্লেসিয়ার গলা জলের শান্ত সরোবর।