:|:, মহায় একটা কথা বলি যদি কিছু মনে না করেন। এই যে পুরনোরা আসেন না, বা আপনাদের মতন পুরনো কেউ কেউ এলেও নিক বাদ দিয়ে চিহ্ন নিয়ে আসেন, এমনটা কেন? কী কারণ?
রাবন্দার স্রষ্টা ভাটিয়া৯ তে আসুন আগে, তবে তো! ঃ-)
আতোজ কি দেখেছেন আমেরিকার ডিবেটের টইতে রাবন্দার স্রষ্টা ওয়েল কাম ব্যাক করেছেন। যদিও প্রফেটের কবিতা নিয়ে তবু তো বাসায় ফেরা। গুরু বাসায় বা আদরবাসায় -- সে যাই হোক।
এই উপলক্ষ্যে আপনার কাছ থেকে একটি স্বাগত ভাষণ আশা করতে পারি?
একটা কবিতায় এরকম কিছু লাইন ছিল,
"বিন্ধ্য বলেন, 'অগস্ত্য-
বড্ড আমায় ভোগাস তো!'
অগস্ত্য কন, 'বিন্ধ্য রে
আটকে আছি ভিন দোরে।'
এইরকম কিছু। কারুর কি মনে আছে কবিতাটা? দিতে পারেন?
আচ্ছা ঐ কবিতার হিমালয় আর বিন্ধ্য কি জানা গেল?
বুর্জ ভেঙে দেবে কি as part of the deal?
চক্ষুশূল একটা...
বেশ হয়েছে।
দুবাই-এর কন্সট্রাকশন গ্রুপ - আরবটেক হোল্ডিং - যারা, বুর্জ খলিফা (পৃথিবীর উচ্চতম বিল্ডিং) সহ আরও অনেক উঁচু উঁচু আকাশচুম্বী অট্টালিকা তৈরী করেছে -- সেই কোম্পানি এবার তাদের পাট তুলছে - ২০০৯ সাল থেকেই দুবাইতে চলছে মন্দা - কোভিড-১৯ এর পরে এরা এখন ব্যবসা গুটিয়ে নিচ্ছে, অ্যাসেট লিকুইডেশন।
:D :D
হুতো যার তার টৈ তে তাল মিছরি গিরি কোরো না। এ তাপস সে টাপোষ না। :-)))
নানা বিধ ফ পা করে ভাটে ফিরে এলাম।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
আপনি কখন খবরটা পড়লেন?
এবং গোটাটাই খুব সাটল। বোঝার যো নেই।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
শমীক ভট্টাচার্য্য র কাজটা প্রথম থেকেই এই। বাম কয়েনেজ ব্যবহার করে এই ন্যারেটিভ যেখানে কাজে লাগে তার অডিয়েন্স কে ধরা। কাঁপা কাঁপা গলায়, রাইট উইং দের উপরে কি অত্যাচার হয়েছে বললে বিশ্বাস করবেন না, এই সব কথা বলা র জন্যই তিনি টেলিভিসনে এসে থাকেন। এটা অনেকটা ঐ তৃণমূলের অটো স্ট্যান্ডে প্রথম প্রথম 'হেঁই সামালো' মাইকে বাজার মত।
বাম রেটোরিক কে অ্যাটাক অনেকেই করে থাকেন, আস্ত বিষয় তৈরী হয় বাম পজিশন কে আক্রমণ করে , ওদিকে সালা বাম কেস টাই উঠে গেছে। 'স্পেকটর' অফ দ্য ডেড আর কি।
আবাপ র নিউজ সেন্স খুব ই ভালো, রায় এর আগের দিন সেকুলার পজিশন, রায় এর পরের দিন, স্ট্রীট সেলিব্রেশনে যোগ দিতে দিলীপ ঘোষ ও শমীক। ওয়াহ, এইকাগজে সত্যি ই নিয়মিত লেখা উচিত, এই পাবলিকেশনের ডিস্ট্রিবিউশনে বিখ্যাত হবা কবি শিল্পি দের আলোচনাই করা উচিত বার বার করে। আহা আমাদের সাংস্কৃতিক সেন্টার।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
শমীক ভট্টাচার্যের লেখাটা বেশ মজার। জনরোষ দিয়ে বাস্তিল দুর্গের পতন , বাবরি ভাঙা, গুজরাটের দাঙ্গা সবই জাস্টিফাই করা যাবে।
আনন্দবি,
একদম তাই, মোট কজন রেটিং করেছে ব্র্যাকেটের মধ্যে
অরিন,
প্রথমটা, লেক তাহো। আর ফ্রোজেন লেকটা লাসেন ভলক্যানিক ন্যাশনাল পার্ক। দুটো জায়গাই - স্যান ফ্রান্সিস্কো বে এরিয়া থেকে ঘন্টা চারেকের রাস্তা।
আপনার এই ট্রেক - এটা নিয়ে লিখেবেন -
@lcm এর ছবিদুটো অতুলনীয়। একটা মনে হয় ফ্রোজেন লেক? কোথায়?
এইখানে ক্যারোলিন শুয়ে আছে।
মাউন্ট কুকের ক্যারোলিন ফেস। আমাদের আজকের ট্রেক।
কালকে শুনছি সাংঘাতিক বাজে আবহাওয়া। দেখা যাক, :-),
পরে আরো ছবি দেখাব। এখন বেজায় ক্লান্ত।
অপূর্ব!
শ্যালেটের ঘরের ভেতর থেকে তোলা।
মানে, ছবিগুলো একদমই মন খারাপ করা। ডিপ্রেশন বাড়িয়ে দিলো।
অরিন দা আর lcmদা, ছবিগুলো একদম মন ভালো করা! হিংসেও একটু হলো, সে আর কি করা ☺️☺️
হাইওয়েতে।
টই গুলোতে একটা নতুন মেট্রিক দেখছি , যেমন নির্বাচনী সার্কাস এ ৫/৫ ( ২ জন) লেখা
এটার মানে কি ? কতজন ৫/৫ রেটিং দিয়েছে?
ক্যালিফোর্নিয়াতে মোটামুটি সবই আছে -- পাহাড়, বরফ, সমুদ্র, লেক, নদী, মরুভূমি, জঙ্গল --- তবে যেভাবে ফি-বছর আগুন লাগছে, জঙ্গল আর ...