সম্বিৎ | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০৩:২৪454945আমাদের আকাশ পরিস্কার। নো মোর ধোঁয়া, নো মোর গন্ধ। আমি রোজই ব্যাকইয়ার্ডে বসে কাজ করছি।
lcm | 2600:1700:4540:5210:8d5:2157:9d54:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০৩:০৩454944
:-)) | 2a0b:f4c0:16c:4::***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০২:৪২454943
সম্বিৎ | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০২:১৮454941"চমৎকার। আবারও বলি চমৎকার চর্চা। আমি প্রায় বাকরুদ্ধ এবং গোটা বিষয়টাতে অসম্ভব রকমের বিরক্ত।"
আহা রে, ইতিহাসার্ণবের কোমল প্রাণে খুবই আঘাত লেগেছে। তবে এও সেই ইতিহাসার্ণবেরই ঢিল। ওনাকে এর বদলে পাটকেলের বদলে চন্দনে চুবিয়ে ফুল ছোঁড়া হবে, এই বাসনাও খুবই রিজনেবল বলেই মনে হয়।
----------------
এলেবেলে | 202.142.96.4 | ১৬ আগস্ট ২০২০ ০০:৩০96313
এর আগে একজন 'সৌরিন' লিখে ব্যাপক আবাজ খাওয়ার পরে চেপে গিয়েছিলেন। তো তিনিই আবার ঘোতনা নামে হাজির হলেন, নাকি ইনি কোনও নয়া অবতার - কে জানে!
(https://www.guruchandali.com/comment.php?topic=17501&page=1)
------------------
এলেবেলে | 202.142.71.102 | ২৫ আগস্ট ২০২০ ১১:২০453302
আপনি যদি এখানে নানা অবতারে এসে খিল্লি অব্যাহত রাখতে পারেন তাহলে এতে আপত্তি কেন হে পুর্ণকুম্ভ? ইহা যে আপুনার পৈতৃক জমিদারি নহে তাহা তো আগেই বলিয়াছি। নিন, এবারে ঘোতনাকে ডেকে নিন বরং।
(https://www.guruchandali.com/comment.php?topic=1&page=15102)
--------------------
এখন দেখার বিষয় চ্যালার্ণবের ইতিহাসবেত্তা গুর্বর্ণব এসে কখন "আনবিলিভেবল হস্টিলিটি"-র নিদান দেন।
চেনা | 165.225.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০১:৩০454940
aka | 162.44.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০১:২৪454939
ছন্দ | 165.225.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০১:১৫454938
~~ | 182.76.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০১:১৪454937দেবোত্তমদা এত বড় পোস্টএ নানারকম লিখলেন, শুধু এক লাইনে লিখতে পারলেন না যে, না, আপনি পাই কে কখনই "নীপা" বলে ভাবেননি। আশা করিনা কোনোদিন লিখতে পারবেন। আর যদি লেখেনও তারপর কোনোদিন আয়নার সামনে দাঁড়াতে পারবেন।
ভাল থাকবেন। অন্তত নিজের কাছে সৎ থাকবেন। অনলাইন ইমেজ ভাল রাখুন। শুভেচ্ছা।
মানুষের ওপর বিশ্বাস হারাইনি এখনো।
প/ ছন্দ | 73.106.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০১:১০454936
ভাটিয়ালি আর টইপত্তর ট্র্যাকিং | 165.225.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০১:০৩454935
বাজে কবিতা সাড়েতিন | 165.225.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:৫৯454934
aka | 143.59.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:৫৭454933
lcm | 2600:1700:4540:5210:8d5:2157:9d54:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:৫২454932
aka | 162.44.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:২৯454931
এলেবেলে | 202.142.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:২৯454930একটা কবিতার দুটো লাইন হঠাৎই মনে পড়ল
হে ম্লান মেয়ে, প্রেমে কী আনন্দ পাও,
কী আনন্দ পাও সন্তানধারণে?
aka | 162.44.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:২৭454929
এলেবেলে | 202.142.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:২৭454928চমৎকার। আবারও বলি চমৎকার চর্চা। আমি প্রায় বাকরুদ্ধ এবং গোটা বিষয়টাতে অসম্ভব রকমের বিরক্ত।
//যাকগে, আমার কথাটি কয়ে যাই। এলেবেলের নীপার উদ্দেশ্যে করা সব ক'টি পোস্ট ও নীপাসন্ধানে করা সবগুলি ইঙ্গিত থেকে আমার মনে হয়েছে উনি পাই কেই নীপা ঠাউরেছিলেন। শেষতক নিজের মুখে স্বীকার করলেন না, কিন্তু যদি বাংলাভাষা পড়ে বোঝার ক্ষমতা একেবারে লোপ না পেয়ে থাকে, তবে যা বুঝেছি উনি মনে করেছিলেন পাই "নীপা" নামে তার পোস্ট কপি করে দিয়ে এসেছিল সেই টই তে।
আমি আশা করব পাই একবার নিজে বলে যাবে সে এই কাজটি করেনি বা করেছিল। কোনো কারণ নেই, বাধ্যবাধকতাও নেই, জাস্ট টু ক্লিয়ার দ্য এয়ার।//
শুধুমাত্র মনে হওয়া থেকে এমন ভয়ানক একটা হাইপোথেটিক্যাল কনক্লুশন। যেখানে আমার সঙ্গে পাইকে সম্পূর্ণ অনাবশ্যকভাবে লড়িয়ে দেওয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা। অনেকক্ষণ ইনিয়েবিনিয়ে জিজ্ঞাসা করার পরে কাঙ্ক্ষিত উত্তরটি কিছুতেই আমার মুখ থেকে বের না করতে পেরে অমোঘ নিদান হাঁকা। এবং আশা করা এক্ষেত্রে কেবল পাই একবার বলে যাবেন যে তিনি কাজটি করেননি বা করেছেন - জাতীয় জঘন্য একপেশেমি। মানে আমি স্রেফ নেই। মানে আমারও যে এই হাইপোথিসিসের বিরুদ্ধে কিছু বলার থাকতে পারে সেরকম সুযোগ দেওয়াও নেই। সবই ঠিক করা আছে, কেবল তাতে পাইয়ের স্ট্যাম্প মারার অপেক্ষা।
আমি কেবল এটাই বুঝতে পারলাম না যাঁরা ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে চমৎকার বই প্রকাশ করেন, তাঁদের সঙ্গে জড়িত কারও কারও কেন এই রকমের বিচারপতি সাজার বাসনা মনের কোণে ঘাপটি মেরে থাকে।
আমি এ বিষয়ে পাইয়ের কোনও কথারই উত্তর দেব না। কারণ এহেন অভিযোগ শোনার পরে তাঁর আমাকে যা খুশি বলার সঙ্গত অধিকার আছে বলেই আমি মনে করি।
শুধু বলি সোমনাথ, আপনি আমার কাছে অনেক উচ্চাসনে ছিলেন এতদিন। শুধু এই একটি মন্তব্যের জন্য নিজেই নিজের সেই বিশ্বাসের জায়গাটা অকারণে নষ্ট করলেন।
আমার কথা আমার নিজে বলার যথেষ্ট ধক আছে। কিন্তু অন্য কেউ আমার হয়ে আমার মুখে কথা বসালে জঘন্য লাগে। তাও ভালো যে আপনি আমার পরিচিত। অপরিচিত ব্যক্তি হলে আপনার কপালে এই বাক্যিগুলো লেখার জন্য আপনার জন্য আমার তরফে কী পরিমাণ অপমান জুটত তা ভাবতেও পারবেন না।
শেষে বলি, এই ধরণের পরিবেশ গুরুতে সৃষ্টি হবে তা আশা করিনি। আমি অত্যন্ত শকড এবং হতাশ। ভবিষ্যতে চেষ্টা করব এসব নিকিরিপনার থেকে শত হস্ত দূরত্ব বজায় রাখার।
r2h | 73.106.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:২৫454927
:|: | 174.254.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:২১454926
সম্বিৎ | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:১৯454925আকাকে বললাম।
সম্বিৎ | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:১৯454924তাতে সার্চ ইঞ্জিনের ইন্ডেক্সিঙের সঙ্গে কন্টেন্ট মিলবে না।
kahiptasha | 73.106.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:১৮454923
aka | 162.44.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:১৭454922
অর্জুন | 223.223.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:১৫454921বুলবুলভাজায় ইউসেফ জিদাএর 'আজাজিল' র বুক রিভিউয়ে পড়লাম 'হোসে সারামাগোর ইতিহাসভিত্তিক সাহিত্যসৃষ্টির উচ্চতা' হোসে সারামাগো কি খুব বড় মাপের সাহিত্যিক ছিলেন? নোবেল পেয়েছিলেন বটে কিন্তু তাঁর সাহিত্য নিয়ে ইংরেজি ভাষায় অলমোস্ট আলোচনাই পড়িনি। 'দেশ' এ একবার পড়েছিলাম। নেগেটিভ রিভিউ ছিল ।
lcm | 2600:1700:4540:5210:8d5:2157:9d54:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:১৪454920
lcm | 2600:1700:4540:5210:8d5:2157:9d54:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:১১454919
aka | 162.44.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:০৭454918
aka | 162.44.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:০৬454917
~~ | 182.76.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:০৫454916না, উনি তোমাকে কিছুই বলেননি। কিছুই তোমার ঘাড়েও ফেলেননি। ওঁর লেখা পড়ে আমার মনে হয়েছিল উনি তোমাকে সন্দেহ করছেন। এবং আমি এতদিনের গুরু করার অভিজ্ঞতা থেকে মনে করি যে, সেটা যদি করে থাকেন তবে অকারণ ভুল করছেন। তাই সম্পূর্ণ আমার নিজের মনে হওয়া থেকে এটা আমি লিখলাম।
এই আমার মনে হওয়াতে ওঁর কোনো অবদান নেই। তাই ওঁর ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আইপি ট্র্যাক ইত্যাদিও এই মুহূর্তে অবান্তর।
ধন্যবাদ পাই। আর কিছু না হোক আমি অন্তত একটু শান্তিতে ঘুমাতে পারব।
কহিপ্তাশা | 165.225.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:০৫454915