আবার ইয়েটস কে টানাটানি কেন। দেশজ ঠাকুরের এমত অবমাননা!
পছন্দ করি না
বাড়িতে যে কোং এর প্রোডাক্ট শুঁকিয়ে জ্ঞান ফিরিয়ে আনলো- আবার কোন কোং ?
না চামরমনি বা বাঁশকাটি।
তাপ্পর ইয়েটসের সে কি রাগ!
তিমির মামা ঐ কোং এর ডিলার :-))))
"অরিন, চালের বস্তাতে পুরে তারপর শলাকা:-)"
তাই বলুন, আমার তপ্ত শলাকা, চাল এসব দেখে চেলো কাবাবের কথা মনে পড়ে গেল, :-)
"নিশ্চয়ই বাড়িতে পতঞ্জলি প্রোডাক্ট আছে, ঐ শুঁকিয়ে জ্ঞান ফিরিয়ে আনলো"
বাহ, পতঞ্জলি কোম্পানীর ওপর ভরসার বহর দেখে আশ্বস্ত হলাম। মহাজন যেন গত: ....
অরিন, চালের বস্তাতে পুরে তারপর শলাকা:-)
@ম: ":|: আপনার জন্য তপ্ত শলাকা লাগবে আর বড় চালের বস্তা:-)"
চরম হয়েছে!
তপ্ত শলাকা না হয় হল, চালের বস্তার কাজটা কি?
আপনার ঐ শিরিষ কাগজ ব্যাভার করেই এই দশা! যাবতীয় সুকুমার অনুভূতি লোপ পেয়েছে:-((
অনেকদিন ভাল এনারাই-ব্যাশিং হয়নি। আ্যকচুয়ালি গুরুতে কোনদিনই হয়েছিল বলে মনে পড়ে না। ভাল এনারাই-ব্যাশিঙের মত দেশাত্মবোধক আলোচনা আর হয় না। কে আছ জোয়ান...
এনারাই নিশ্চয়ই? চিন্তা করবেন না। এসময়ে এসে ফাঁকা মাঠে যতখুশি বিপ্লবী গোল দিয়ে যাবেন:-)
তিমি শ্রী শ্রী রামদেভ কে নিয়ে ইয়ার্কি না। ভাবাবেগ আহত হয়ে পড়ে।
অমিত, আপনি তো অকুতোভয়! এনারাই ?