ন্যাড়াবাবুর এ কি অবস্হা!!
ন্যাড়াবাবুকে একি এবস্হা!!!
পেলে জানাব।
কিন্তু আকা কাগজে আঠা লাগানোয় কী গ্রেড পেল সেটা জানা গেলনা।
ন্যাড়াদা, আপনার জাহাঙ্গীরের মেমোয়ারে বাংলা থেকে আসা সাত জন বাজীকর এর ২৮ টা জাদুর উল্লেখ রয়েছে কিনা জানাবেন?
ওহ তাই বলুন! হরিশচন্দ্র রিসার্চ ইনস্টিটুট থিয়োরিটিক্য়াল কাজে সত্য়িই ভাল। অশোক সেন ছাড়াও এখানে আছেন রাজেশ গোপাকুমার। ইনিও স্ট্রিং থিয়োরির লোক। থিয়োরিটিক্য়াল ফিজিক্সে হরিশচন্দ্র রিসার্চ ইনস্টিটুট ছাড়াও টি আই এফ আর-এ বোধ হয় ভালো কাজ হয়। ফিজিক্সে র লোকেরা ভাল বলতে পারবেন।
ওমনাথের এই ডাউনলোড তথা বইয়ের সন্ধানগুলোর জন্যে একটা টই ছিল না। নইলে একটা তৈরি করে হুঁয়াপর রাখা হোক। টইয়ে হারিয়ে যাবে।
শরৎচন্দ্র দাস - বঙ্গের আদি গৌরব দীপঙ্কর https://archive.org/details/dli.bengal.10689.17736/page/n173/mode/2up
এটা?
আরো আছে, আর্কাইভে Das, Sarat Chandra লিখে সার্চ দিলেই সব পাওয়া যায়।
Indian Pandits In The Land Of Snow
https://archive.org/details/indianpanditsinl00nobi/page/n5/mode/2up
Journey to Lhasa and Central Tibet (তিনটে স্ক্যান আছে বইটার। স্ক্যান কোয়ালিটি পছন্দ করে নামাতে পারেন)
https://archive.org/details/in.gov.ignca.14921/page/n7/mode/2up
না, পাসোয়ার্ড লাগবে না।
যে কোনো ফাইলের লিংক হল এরকম
https://www.caluni...pdflink=https://s3.ap-south-1.amazon...s/Abarta/abarta_1407.pdf&cat_type=A
গোড়া থেকে বাদ দেবেন https://www.caluni...pdflink=
ল্যাজা থেকে বাদ দেবেন &cat_type=A
পড়ে থাকল https://s3.ap-south-1.amazon...s/Abarta/abarta_1407.pdf
এটা ব্রাউজারে পেস্ট করে এন্টার মারলেই ডাউনলোড হবে।
... গুলো পুরো জিনিসটা ছোটো করতে লিখলাম
এটা সমস্ত লিংকের জন্য একসাথে এক্সেলে পাশাপাশি দুটো কলামে A1 আর B1 সেল এ ফেলে করে নিতে পারেন mid আর len দিয়ে, B1 সেল এর ফর্মুলাটা হল =MID(A1,66,LEN(A1)-76)
একপাতার সমস্ত লিঙ্ক একসাথে কপি করতে ফায়ারফক্সে Copy Selected Links অ্যাডঅন আর Downthemall অ্যাডঅন ইন্সটল করতে হবে।
একপাতার সব লিঙ্ক কন্ট্রোল টিপে সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি সিলেক্টেড লিঙ্কস করবেন, আর এক্সেলে পেস্ট করবেন। পরপর সব পাতা থেকে এভাবে লিংক কপি করে এক্সেলে ফেলে B1 এর ফর্মুলা টেনে B1 এ ডাউনলোড লিংক গুলো তৈরি করে নিলেন।
এবার B1 কলামটা কপি করে একটা টেকস্ট ফাইলে পেস্ট করে সেভ করবেন।
ডাউনদেমঅল ম্যানেজার এ রাইট ক্লিক করে Import from File সিলেক্ট করে টেকস্ট ফাইলটা দেখিয়ে দেবেন। ম্যানেজার এ পিডিএফ ফাইল সিলেক্ট করা থাকলে সব একসাথে ডাউনলোড হওয়া শুরু হবে।
বি:-))
বন্দিশ ব্যান্ডিটের সবটাই দুচ্ছাই না। মূলচরিত্রের মধ্যে নায়ক,নায়িকা, হলেও হতে পারতো নায়িকা বাদ দিলে বাকিরা অনেকেই খুব ভালো।নাসিরুদ্দিন শাহ র কথা বাদ দিলেও অনেক পার্শ্বচরিত্র খুব ভালো অভিনয় করেছেন।
'ওরঘিয়া' নামে একটা চরিত্রকে এটাতে দেখার পরে ঠিক করে নিয়েছি হিন্দি ওয়েব সিরিজ দেখলে কতগুলো মাতৃজাতি সংক্রান্ত গালাগাল আছে আর কতগুলো শয্যাসংক্রান্ত দুটো আলাদা কলামে টুকে রাখতে হবে। হিন্দিশিক্ষায় পিছিয়ে পড়েছি:-(
আমিও।
তারপরে আর কেউ নেই
"ট যদি এসে বলে এই বোধিদা মাইরি আমার রকেট টা কিউট কিনা বলো, তাহলে উৎসাহ দেবার জন্য আমি যদি সিনসিয়ারলি ই বলি, দাঁড়া বুড়িমা র চকলেটে জিগ্যেস করে বলছি, সেটা কি শিষ্টতা হবে ঃ-)))))))"
এই লাইনটা কি কারো চোখে পড়ল না?