হ্যাঁ হ্যাঁ নিশা সিং। তাকেও আর দেখি না
চিত্রাঙ্গদা সিং অসাধারণ দেখতে। কেমন রোমান ধাঁচের মুখ। ইদানীং টিভিতে কোথাও জাজ বা প্রোমশনাল প্রোগ্রামে এলে তাকিয়ে থাকি । আরও দুয়েকটি সিনেমায় ছিলেন মনে হচ্ছে।
কয়েক দশক আগে এইরকমএসেছিলেন নিশা সিং -- নানা পাটেকরের এবং এন চন্দ্রার প্রথম সিনেমাটিতে। যাতে অর্জুন চক্রবর্তীও ছিলেন ।
জয়প্রকাশ, ঠ্যাং টানাটানি কেন হবে! আমার দাঁতের গড়ন খুব বাজে কিনা, তাই দাঁত নিয়ে আমি খুব ছেনছেটিব
আপনি গোপন সত্য জানাতে থাকুন, জ্ঞানান্ঞ্জন শলাকা হাতে আপনার ভূমিকা কেবল চেতনা জাগিয়ে তোলা না, দরকার হলে ঐ শলাকা দিয় ছ্যাঁকা দিয়ে দেবেন:)
ইরানের কান্ডটা দেখলেন? কেমন বদমাশ! কিছু আলো দিন প্লিজ।
গুরুতে দেখছি নতুন ট্রেন্ড আজকাল, প্রতিভাশালী দের আলুর দোষ থাকলেও মাফ। অভিজাত হলে তো কথাই নেই।(১৪:৪৭)
গুরুর নতুন/ পুরোনো ট্রেন্ড জানতে খুবই আগ্রহী। আপনি ডটডটের বদলে একটা কোনও নাম নিন না প্লিজ। অপেক্ষা করে রইলাম:)
হাজারো খোয়াইশে র কথা মনে পড়লো... চিত্রাঙ্গদা সিং।খুব ভালো দেখতে আর অভিনয়ও মন্দ করে না। তবে খুব বেশি কাজ করে বলে মনে হয় না। অনেককাল দেখি নি।
কেকে তো রাগী রাজনৈতিক নেতা থেকে এখন কেবল ভালো অথবা খুব খারাপ পুলিশ অফিসার বা সিক্রেট এজেন্টের চরিত্রে অভিনয় করে। সবসময় আদ্যন্ত সিরিয়াস:)
শাইনিকে লাইফ ইন আ মেট্রো তে প্রথম দেখি। তারপর হাজারো। কোনটা আগে/ পরে মনে নেই। ভালোই লেগেছিলো!
@রঞ্জন-দা
ঃ))))))))
*জয়প্রকাশ সারস্বত, আমি শুধু 'অর্জুন', নো স্যার ।
* আছে
বুঝলাম । বাঙালীরা আচগে ভালো । মারা যাওয়ার সঙ্গে পটল, চরিত্রের সঙ্গে আলু !
কুমড়ো, রাঙা মুলো তো বুকড ।
@অর্জুন,
বিষয়ঃ আলুর দোষ
নাকতলা হাইস্কুলের সংস্কৃত স্যার 'আলুচ' প্রত্যয় পড়াতে পড়াতে ঢাকাইয়া ভাষায় 'আলুর দোষ' নিয়ে গল্পটি শুনিয়েছিলেন।
নতুন কাজের লোকটি কাজে কম্মে বেশ দক্ষ, মাইনেও কম নেবে কিন্তু মাথা চুলকে বলল --কর্তা, আমার একটু আলুর দোষ আছে।
পরের দিন সকালে ওর ঘুম আর ভাঙে না । অনেক ডাকাডাকির পর উঠে চোখ কচলে বলল-- আগেই কইছিলাম আমার আলুর দোষ আছে। আমি একটু নিদ্রালু।
দু'দিন গেল না। এক বিকালে কর্তা অসময়ে বাড়ি ফিরিয়া লোকটিকে নিজের গিন্নির বিছানায় আবিষ্কার করিলেন। অগ্নিশর্মা হইয়া তাহার এবম্বিধ ব্যবহারের কারণ জানিতে চাওয়ায় সে নির্বিকার ভাবে বলিল--আগেই কইছিলাম আলুর দোষ আছে। আমি একটু কামালু। বেশি জিগাইলে ক্রোধালুও হইতে পারি।
সংস্কৃত স্যারের মুখে এহেন গল্প শুনে ক্লাস ইলেভেন বুঝভম্বুল। এরপর স্যার বই খুলে 'ঘিনুন' প্রত্যয় পড়াতে শুরু করলেন। আমি উঠে জিগাইলাম --বেগুনের দোষের কোন গল্প শোনাবেন?
--গেট আউট!
নেপালে রামের খবরটাই আজ বিদেশের একমাত্র খবর হবে। কারণ অন্য কম গুরুত্বপূর্ণ খবর যেটা, ইরান চাবাহার থেকে আফগানিস্তান সীমান্ত অব্দি রেল প্রোজেক্টে ভারতকে বাতিল করেছে। এবং ইরান ও চীন ৪০০ বিলিয়ন ডলার প্রোজেক্ট সাইন করল। চীন মোটামুটি সিপিইসির কাজকর্ম সুনিশ্চিত করে ফেলল।
কি ? ন্যাপালে রাম মন্দির করতাসে ? আমাগো নোয়াখালী কি দোষ করলো ?
অনেকদিন পর সত্যিকারের নির্মোহ ব দেবার মত একটা সাবজেক্ট পাওয়া গ্যাছে
অজ্জুন এর কোশ্নো
" অতএব, কেহ যদি এখনই ধরিয়া লন যে তদন্তে জানা যাইবে উত্তরপ্রদেশ হইতে পলাইয়া বিকাশ মধ্যপ্রদেশে পৌঁছাইয়া আত্মসমর্পণ করিয়াছিল উত্তরপ্রদেশে প্রত্যাবর্তনের পরই ফের পলাইবে বলিয়া, তাহার টেলিপ্যাথির জোরেই গাড়ি উল্টাইয়াছিল এবং তাহাকে না মারিয়া পুলিশের আর উপায় ছিল না, তবে সেই ধরিয়া লওয়াকে দোষ দেওয়া মুশকিল।"
ভাই বান্চং
গুস্সা মত্ হো
ইসবার হামকো ছোড় দো , হামে আমেরিকা চীনা সে ডর নেহি লাগতা জো ডর নেপাল সে লাগতা হায়
তুমহে পয়সা চাহিয়ে তো আউট হাউস মে গেট কিপার কা নোকরি খালি হায় , উধার ট্রলি লেকে তুম এক মোমো কা ছোটামটা দুকান ভি খোল লেনা
ঠিক হায় ?
পটল! পটল! তোমার আলু নাই ওজ্জুন?
https://www.freebanglafont.com/bangla-to-bangla-meaning.php?id=285670
অর্জুন স্যার এর জন্য
অর্জুন কিছুই জানে না নাকি?
'আলুর দোষ' মানে কি ?
ক্যাসিনো তোড় কে মন্দির বানায়েঙ্গে ? মজাক পায়া হায় ? আঁখ ছোটা হায় তো কেয়া হামারা দিমাগ ভি ছোটা সামঝা ? হাম কুকরি ঘুমাকে নিউক্লিয়ার মিসাইল ভাগা দেঙ্গে অউর হামারা কাঙলু ভাইলোগ কলাগাছ কা বনা হুয়া সাবমেরিন লেকে আয়েগা
সাবজি এক প্লেট থুকপা ভি লাগা দুঁ ?
"রাম হামারা হ্যায়।মান না হ্যায় তো মানো,নেহি তো না মানো। রাম নেপালি হ্যায়।এ কাঞ্চা, ইশকো সমজা।"
মন্দির ওহী বানায়েঙ্গে রাউন্ড টু শুরু হলো বলে।
অভিনয় ভালো করত । নাঃ । জেল থেকে ছাড়া পেয়ে গেছে। যতদূর শুনেছি, আপনার দেশে থাকে এখন ।
'হাজারো খোয়াইশে অ্যাসি ' তে চিত্রাঙ্গদা- কে. কে.- শাইনী' ত্রৈ'র পারফরমেন্স ভোলার নয় ।