কি ব্যাপার ?
গুপু আবার খবরে ?
IT সেল কি কাজ খুঁজে বেড়াচ্ছে ?
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক পাতা যেখানে অ্যাডমিন এর গণতান্ত্রিক হবার কোনো দায় নেই যদিও সমাজতান্ত্রিক হয়ে সরকারের সমালোচনা করার সময় বাক স্বাধীনতার জন্য গলা ফাটানো আছে , অ্যাডমিন তার ক্ষমতা বলে যেকোনো লেখা মুহূর্তে বিচার করবেন এবংহ তার ব্যক্তিগত পছন্দের সঙ্গে না মিললে সঙ্গে সঙ্গে মুছে দেবেন
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ..
@Tim, হতেই পারে। তুমি যে তলার ঘর থেকে দেখেছো, সেখানকার গ্লাস উইন্ডো থেকে দারুণ প্যানোর্যামিক ভিউ পেয়েছো । আমি গেছিলাম '৯৫ সালে । ২০, ২১ তলার করিডোরে দুদিকে সব সারি সারি দোকানের মত সব অফিস।
কলকাতার দুর্দান্ত ভিউ পাওয়া যায় টাটা সেন্টার আর এল আই সি বিল্ডিং থেকে । এল আই সি বিল্ডিঙের একটি তলায় আমি আর আমার এক সহপাঠী ক্লাস ইলেভেন, টুয়েলভে পড়ার সময় বেশ কয়েকবার উপরে উঠে সেই সুন্দর দৃশ্য দেখতাম ।
তবে উঁচু তলা এখন কেমন সয়ে গেছে । সেই অবাক করা ভালো লাগা ব্যাপারটা আর হয় না। দুবাইয়ে থাকতে একটি ২৩ তলা বিল্ডিঙের সতেরো তলায় থাকতাম । রোজ দেখতে থাকলে চোখ সয়ে যায় । বুর্জ খলিফার 'অ্যাট-দ্য- টপ' গেছিলাম ওদেশ ছাড়ার আগে। ঠিক মত অনুভব করার আগে সব তাড়াহুড়ো শেষ হয়ে যায় ।
মুম্বাইয়ে এয়ার ইন্ডিয়া বিল্ডিং থেকেও কুইন্স নেকলেসের ভাল ভিউ পাওয়া যায় ।
আকার তুন্ডের গলটায় বড্ড আনন্দবাজারী গুল্পের গন্ধ।
ওহে লসাগু, বাগ পেয়েছি। আমার নাম সম্বিৎ-এ বদল করলেও ব্লগে আমার নাম ন্যাড়া হয়ে রয়েছে। বদলানোও যাচ্ছে না।
ঘরে বন্দি মার্চ মাসের দশ তারিখ থেকে। পাহাড়ে চড়তে ভালোবাসি। এখন ভয় হয় পা দুুটি না পাহাড়ের মতো অচল হয়ে যায়।
তর্ক করতে দিতে হবে কেন আকাশ থেকেই পেড়ে এনে করতে পারে।
নখগুলো কেটে নাও
কেন?
বড় বড় নখ ইত্যাদি
কোনও তো অসুবিধে হচ্ছেনা
আমার হচ্ছে। স্বাস্হ্য ইত্যাদি কারণ দর্শানো, দেখতেও বাজে লাগছে...
দেখো না। তাকিও না। তাহলেই অসুবিধে হবে না।
ইচ্ছে করে কান ধরে ভালো করে মুলে দি।
তবে বাবা প্রজাতির লোকজন অধিকাংশই মহৎ ও কালা। বাড়িতে মাঝেমাঝেই আইসব্যাগের সুপরামর্শ পাই!
তক্ক কত্তে দিন। এখনই তক্ক করার সময়। রোজ যদিও যুক্তিতে হেরে যাই।