প্রলয় ভীত সনাতন | 13.229.***.*** | ১২ জুন ২০২০ ০৩:১২447512Akada র পান্তুয়া র সাথে ফিরি তে
Atoz | 151.14.***.*** | ১২ জুন ২০২০ ০৩:০৯447511
সনাতন মন্ডল | 13.229.***.*** | ১২ জুন ২০২০ ০৩:০৪447510চীন এ বন্যা, রাশিয়া আমেরিকার আকাশে এয়ার স্ট্রাইক, ইরান যুদ্ধ ঘোষনা আমেরিকার বিরুদ্ধে, আন্দামান এ ভূমিকম্প, জার্মানি তে ভয়ঙ্কর অগ্নুৎপাত
মহাপ্রলয় আসছে
জয় গুরু, এনজয় গুরু
S | 2405:8100:8000:5ca1::264:***:*** | ১২ জুন ২০২০ ০২:৩০447509
অর্জুন | 113.2.***.*** | ১২ জুন ২০২০ ০২:২৬447508@বুঝভুম্বুল
ধন্যবাদ । আমি আজও অবধি টরেন্ট ব্যবহার করতে শিখলাম না ! ঃ-(
অর্জুন | 113.2.***.*** | ১২ জুন ২০২০ ০২:২৩447507নোরা জোনসের মা স্যু জোনসের খবর কিছু জানা যায়না না !!
PT | 203.***.*** | ১২ জুন ২০২০ ০১:৫২447506
পিনাকী | 188.148.***.*** | ১২ জুন ২০২০ ০১:৪৫447505@অভ্যু, নিউ আলিপুর থেকে কালেক্ট করার ব্যাপারটা ব্যবস্থা করা যাবে। কথা বলে নিয়েছি। আমাকে pinakimitra74 অ্যাট জিমেলে ওনার ফোন নম্বর/ঠিকানা দিও।
Atoz | 151.14.***.*** | ১২ জুন ২০২০ ০১:৪২447504
Atoz | 151.14.***.*** | ১২ জুন ২০২০ ০১:৪০447503
Oliver Craske | 98.114.***.*** | ১২ জুন ২০২০ ০১:৩৭447502
pi | 2402:3a80:a07:5347:0:6e:d653:***:*** | ১২ জুন ২০২০ ০১:২৮447501Argo (2012) টরেন্টে আছে তো, হাতে গোনা বিদেশী কিছু ছাড়া সবই পাওয়া যায়, হলিউড তো সবকিছুই।
অর্জুন | 113.2.***.*** | ১২ জুন ২০২০ ০১:১৩447499এখানে কেউ আমাকে Argo (2012) ছবিটা দিতে পারেন ? Amazon Prime subscribe করলাম কিন্তু সেখানে নেই !
ইউ টিউবে শুধু ট্রেলার পাওয়া যায় ।
e-mail এ মুভি তো পাঠানো যায় !
অর্জুন | 113.2.***.*** | ১২ জুন ২০২০ ০১:১০447498না না আপনি থাকতে আর কে কি দেবে! শুধু পোহা কেন? উপমা, ইডলি, সাম্বার , রসম ......
একমাস কুড়িদিন পরে আপিসে আসা গেলো, কোনোদিন ভাবিনি আপিসে আসতে পেরে এত্তো খুশি হতে পারি, মনে হল ধড়ে প্রাণ এল।
lcm | 2600:1700:4540:5210:d195:7b29:15b4:***:*** | ১২ জুন ২০২০ ০১:০২447496
এলেবেলে | 202.142.***.*** | ১২ জুন ২০২০ ০০:৫৫447494তাই তো লিখলাম। তাতে কোশ্নো ক্যানে? নাকি এঁর পাবলিক রিডিং নিয়ে আপনার দু'পহা দেওয়ার নেই? কোনটে?
অর্জুন | 113.2.***.*** | ১২ জুন ২০২০ ০০:৫৪447493'পথের পাঁচালি' র প্রথম 'দুর্গা' শম্পা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার । বাংলায় বললে অবশ্য বেশী ভাল লাগত।
অর্জুন | 113.2.***.*** | ১২ জুন ২০২০ ০০:৫১447492তপনমোহন চট্টোপাধ্যায় ?
সম্বিৎ | ১২ জুন ২০২০ ০০:৪৮447491আমি তপনমোহনের বইগুনোয় ভোট দিলাম, কারণ বাকি দুটো পড়িনি। আমার মতন গোলা লোকের কাছে তপনমোহন অতীব সুখপাঠ্য। ওনার মেমোয়ার্সটি তো আরেকটি জেম।
অর্জুন | 113.2.***.*** | ১২ জুন ২০২০ ০০:৪৩447490'লাল সেলাম' আর 'কমরেড' দুটো শব্দই আমার ভীষণ abusive লাগে শুনতে ।
এলেবেলে | 202.142.***.*** | ১২ জুন ২০২০ ০০:৩৯447489সিরিয়াসলি তিনজনের বই। সিএস অনুযায়ী রজতকান্ত রায় আর এলেবেলে অনুযায়ী তপনমোহন চট্টোপাধ্যায় এবং সুশীল চৌধুরী। শেষোক্তটি সেরা।
এলেবেলে | 202.142.***.*** | ১২ জুন ২০২০ ০০:৩৭447488দুজনেরই নিলে যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি গুলিয়ে ফেলবেন কাকে বেশি গুরুত্ব দেবেন। ক্লাইভকে দিলে মার্শম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল হওয়ার চান্স খুবই বেশি। আবার সিরাজকে দিলে গোলাম আহমেদ মোর্তাজার চেপে রাখা ইতিহাস মার্কা হতে পারে। তাই যে কোনও একজনের নেওয়াই সেফ।
লিখলো বটে সনাতন | 80.2.***.*** | ১২ জুন ২০২০ ০০:৩৪447487@atoz
আরে ভোলার কথা হচ্ছে কোত্থেকে ?
অত চাপ নেবেন না কো
ভবশঙ্করী থেকে জ্ঞানদাসুন্দরী থেকে বালিশ ঋতব্রত থেকে ঘন্টা সুমন সব থাকবে , একেবারে এনছাইকালোপেঁদাইয়া
অর্জুন | 113.2.***.*** | ১২ জুন ২০২০ ০০:২৫447486রজতকান্ত রায় কোনো বইয়ের পাব্লিক রিডিং এ বা সেমিনারে এত লম্বা প্রশ্ন করেন যে উত্তরদাতা প্রশ্নের শেষটা শুনতে শুনতে প্রথমটা ভুলে যান ! প্রায় চার, পাঁচটা প্রশ্ন একটা প্রশ্নে সারেন ! :-) :-) :-)
Atoz | 151.14.***.*** | ১২ জুন ২০২০ ০০:১৯447485
সিএস | 2401:4900:104a:c9ba:0:57:8399:***:*** | ১২ জুন ২০২০ ০০:১৮447484
Atoz | 151.14.***.*** | ১২ জুন ২০২০ ০০:১৭447483
Du | 47.184.***.*** | ১২ জুন ২০২০ ০০:১৪447482