এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 14.139.***.*** | ১৭ মে ২০২০ ১৬:৫৪445808
  • ১) বীরভূম জেলা হল মানে একদিকে জয়দেব কেঁদুলি আরেকদিকে তারাপীঠ। সা সে-র হদ্দমুদ্দ যাকে বলে। অবশ্য মাঝখানে শান্তিনিকেতন ঢুকে গিয়ে অল্পবিস্তর ঘন্ট পাকিয়ে গেছে, সেটাও খ্যাল রাখা দরকার।
    ২) গুরুকে বারম্বার অনুরোধ করেও স্ল্যাশ এর ব্যাপারটা করা যাচ্ছে না। আপাতত কৌণিক বন্ধনী-স্ল্যাশ-্কৌণিক বন্ধনী দিতে হচ্চে। ও বড় হ্যাপা।
  • sm | 2402:3a80:a37:ba50:0:24:2647:***:*** | ১৭ মে ২০২০ ১৬:৩৩445807
  • কলি যুগে অন্নই ব্রহ্ম!জগন্নাথ প্রভুর অন্নই হলো প্রসাদ!নিরন্ন লোকের মুখে অন্ন যে তুলে দিতে পারে,তাঁকে কোন সমালোচনা আটকাতে পারে?
    অর্জুন ও শুনলাম এই সব কাজে যুক্ত।
    সো এবং অর্জুন কে আবার জানাই আন্তরিক শুভেচ্ছা!
  • | ১৭ মে ২০২০ ১৫:৫৫445806
  • *On the Trail of Sarasvati
  • | ১৭ মে ২০২০ ১৫:৫৪445805
  • লুপ্ত সরস্বতী মণিরত্ন মুখোর বইটা ইন্টারেস্টিঙ।

    আর একটা বেশ ইন্টারেস্টিং বই হল
    The Lost Rivet : On the Tral of the Sarasvati - Michel Danino - Penguin
  • অপু | 2409:4060:41d:c3c9::14b4:***:*** | ১৭ মে ২০২০ ১৫:৪৬445804
  • ভাট  টই কেন তুলে দিতে হবে। ইল্লি নাকি!!!

  • অপু | 2409:4060:41d:c3c9::14b4:***:*** | ১৭ মে ২০২০ ১৫:৪৫445803
  • "লুপ্ত সরস্বতী/ মণিরত্ন মুখোপাধ্যায়/সিগনেট প্রেস"

    তবে এটা গবেষণা মূলক লেখা।

     1.ঋগ্বেদ ও সরস্বতীর দেবীত্বে উত্তরণ। 

    2. মহাভারতের যুগে সরস্বতীর উল্লেখ ও প্রমাণ

    3. সরস্বতীর গৌরবোজ্জ্বল অধ্যায় আর  সভ্যতার চিহ্ন গুলো

    4. পুরাতন সাহিত্য এ সরস্বতী

    5. সরস্বতীর তীরে কয়েকটি উল্লেখযোগ্য শহর

    12 টা পরিচ্ছদের 5 টার উল্লেখ করলাম

  • বিশ্বরূপ রায় | 103.94.***.*** | ১৭ মে ২০২০ ১৫:২১445802
  • @সোম 
    খাপ তো কেউ প্রধানমন্ত্রী র ফাঁসি না চাইলেও এখানে তার নামে বসে 

    যাই হোক

    পেপ্যাল আমার সুবিধে হতো ট্যাক্স এর কারনে 

  • সো | ১৭ মে ২০২০ ১৫:১৪445801
  • @বিশ্বরূপ বাবু, আমি নাকি এসব করে পয়সা কামাচ্ছি তা থেকে সোশ্যাল মিডিয়ায় অনেক খাপ বসে গেছে। 

    সমালোচনা হোক কিন্তু কয়েকজন খেতে পাক তবেই হবে

  • সো | ১৭ মে ২০২০ ১৫:০৯445800
  • আমার ফোন 8420640528 আর হোয়্যাটসেপ 9811839381

  • S | 2a0b:f4c2::***:*** | ১৭ মে ২০২০ ১৪:১০445799
  • আমি ফেসবুকে নেই। নাম্বার দিলে হোয়াটসাপ করতে পারি।
  • বিশ্বরূপ রায় | 103.94.***.*** | ১৭ মে ২০২০ ১৪:০৭445798
  • @ সোমরাজ 

    আপনার উদ্যোগ এই কঠিন সময়ে খুব ভালো লাগলো , ডিটেল  যখন দিয়েছেন দেখি স্বল্প সামর্থ্যে কিছু করা যায় কিনা , অবশ্য প্রথাগত ভাবে সরকারি উদ্যোগ এর উগ্র বিরোধী না হবার জন্য আমার যৎসামান্য অবদান এর জন্য আপনাকে না অহেতুক সমালোচনার মুখে পড়তে হয় সেই উদ্বেগ ও আছে 

    এগিয়ে চলুন , শেষ অবধি মানুষ মানুষের জন্য 

  • সো | ১৭ মে ২০২০ ১৪:০৪445797
  • আমি ছোট ছোট করে যত সম্ভব ছোট পিস এর হিসেব লিখেছি, আচ্ছা দাদা আপনি কি আমার ফেসবুকের ইনবক্সে একবার পিং করতে পারবেন, বিশেষ দরকার

  • S | 2a0b:f4c2::***:*** | ১৭ মে ২০২০ ১৩:৪৫445796
  • ঠিকই। কমপক্ষে ৩০ কিলো লাগবে। আপনি মাটিতে দাঁড়িয়ে কাজ করছেন। আপনার ডিস্ক্রিশানের উপর ছেড়ে দিচ্ছি। পাঠিয়েছি।
  • সো | ১৭ মে ২০২০ ১৩:৪১445795
  • এককিলো চিকেন থেকে ম্যাক্সিমাম 20 পিস হয়, মানে 10 জন কে দেওয়া যায়, সাথে বড় একটুকরো আলু, এবার 300 জন কে দিতে 15 থেকে ১৮ কিলো, সাথে অন্তত 20 কিলো আলু, 5কিলো পেঁয়াজ, 5কিলো টমেটো, 3কিলো তেল প্লাস মশলা, ভাবুন 180 করে কিলো চলছে মুরগির, কত খরচ হতে পারে, প্রায় পাঁচ হাজার খরচ সব মিলিয়ে এই টাকায় আর কিছু এড করলে দুদিন চলে যাবে দাদা।

    বরং ভেবেছিলাম রোজ 15 লিটার দুধ নিয়ে যাবো প্রায় 70 টা বাচ্চাকে দেওয়া যায় যেটা মাত্র 8 বা 9 দিন পেরেছি, বাকি বুঝতেই পারছেন।
  • ☺️ | 174.255.***.*** | ১৭ মে ২০২০ ১৩:৩১445794
  • নদী নিয়ে শুধু উপন্যাসেরই লিস্টি চাই বুঝি? কবতে হলে চলবে না? রঠার কবিতা আছে কোপাই নিয়ে। যাস্ট এফওয়াইআই
  • sm | 2402:3a80:a37:ba50:0:24:2647:***:*** | ১৭ মে ২০২০ ১৩:২০445793
  • প ব এর দৈনিক চাহিদা এক কোটি মুরগীর ডিম। বাপরে!
    পাঁঠা সাতশো টাকা কিলো!
    রুই তিনশো,কাতলা সাড়ে তিনশো।
    মুরগি ২০০/২২০।
    এবার আর্থিক প্যাকেজে অর্থমন্ত্রী, কৃষিপণ্য বিক্রির বাঁধা নিষেধ তুলে দিচ্ছে।সম্ভবত হোর্ডিং আরো বেড়ে যাবে।রাজ্য গুলোর হাতে তো কিছুই থাকবেনা দেখছি!
    পুরো ও এল একস সরকার!
  • S | 69.146.***.*** | ১৭ মে ২০২০ ১২:৫৮445792
  • রোজই শুনি ডিম। একদিন চিকেন খাওয়াতে কত লাগবে?
  • সো | ১৭ মে ২০২০ ১২:৪৯445791
  • 300 লোক কে খাওয়াতে এভারেজ সাড়ে 3 হাজার টাকা দিনে খরচ। 

  • সো | ১৭ মে ২০২০ ১২:৪৮445790
  • সাহায্য করার জন্য ডিটেল এইখানেঃ
    গুগল পে / ফোনপে / পেটিএমঃ 7584078270 (Amrita Biswas Sur)-এর নামে।

    অ্যাকাউন্ট ডিটেলঃ

    Account Holder's Name: Amrita Biswas
    HDFC Bank, Vikashpuri, New Delhi
    IFSC/NEFT: HDFC0000328
    Savings Account Number: 50100206737221
  • o | ১৭ মে ২০২০ ১২:৩৫445789
  • হ্যাঁ, হাংরি টাইড। ঃ-))) গ্লাস প্যালেস ভাল। অ্যান্টিক ল্যান্ড খুব ভাল।

  • o | ১৭ মে ২০২০ ১২:৩১445788
  • আরেকটা কথা হচ্ছে তাইলে কি দলিত সাহিত্য দরকার নেই বলবেন? কবে হরিপদ দত্তর কথা উঠল, ওনার মত অনেকটা এরকম ছিল। দলিত সাহিত্য কেন দরকার নেই এবিষয়ে প্রবন্ধ আছে। ম্যাজিক রিয়েলিজম তো ওনার কাছে স্রেফ অপোসমোস্কিতি। কড়া বাম। ঃ-)))

  • | ১৭ মে ২০২০ ১২:৩১445787
  • অমিতাভবাবুর সুন্দরবন মানে হাংরি টাইড?
    হাংরি টাইডের নিন্দে করছেন ঠিক আছে। কিন্তু গ্লাস প্যালেসকেও 'ম্যাগো' বলে দিলে এট্টু দু;খ পাবো।

    হুতো, "কিম্ভুত" কিন্তু বেশ মজার অপিচ মিনিংফুল নিক সেটা দেখেছ?
  • dc | 103.195.***.*** | ১৭ মে ২০২০ ১২:১০445786
  • "বরং চাড্ডি ও বামপন্থী সোশাল মিডিয়া ফরোয়ার্ড বলে একটা একটা টই খুলে রাখলে একটা মানে হতে পারে"

    ১০০% সমর্থন জানালাম। এরকম একটা টই খুলে প্রথম পাতায় পিন করে রাখলে ফ্লাই ক্যাচারের কাজ করতে পারে, সমস্যাও অনেকটা মিটবে।
  • @#$%^&* | 2405:201:8805:37e9:ec8f:f06e:59c6:***:*** | ১৭ মে ২০২০ ১২:০৩445785
  • ইনফ্যাক্ট এইসব দাবীতে, যারা এই ডিসরাপশন গুলো করছে তাদেরই জেনে বা না জেনে উৎসাহ দেওয়া হয়।

    এদিকে এই বিশ্বরূপ রায় (এক বা একাধিক) দেখছি এখন এসেফাইয়ের আপডেট দিতে শুরু করেছেন। এটা কি প্রকাশিত চাড্ডি পরিচয় মোছার প্রয়াস? প্রসঙ্গ ছাড়া এই কপি পেস্টগুলিও তো স্প্যাম ছাড়া কিছু না। বরং চাড্ডি ও বামপন্থী সোশাল মিডিয়া ফরোয়ার্ড বলে একটা একটা টই খুলে রাখলে একটা মানে হতে পারে।
  • o | ১৭ মে ২০২০ ১২:০২445784
  • আরে উঠে গেলে উঠে যাবে, আপাতত আছে তাই লিখছি ঃ-))) বড় স্কেলে ডেঞ্জারাস সেটা আমি মানি। কিন্তু ছোট স্কেলে আমি ঠিক বুঝতে পারি না। কখনও মনে হয় স্থানীয় লেখক লিখলেই ভাল। ঐ অমিতাভ বাবুর সুন্দরবন পড়েছি কিনা। ম্যাগো, ওইটে উপন্যাস? কী করে এসব ছাপে কে জানে! তো কথা হচ্ছে স্থানীয় লেখক ওর চেয়ে ভালই লিখবে। সত্যি বলতে তারাশঙ্কর দেখুন ফর্ম নিয়ে বিশেষ মাথা ঘামিয়েছেন এ কেউ বলতে পারবে না, অতিকথন দোষও প্রচুর, কিন্তু কন্টেন্ট নিয়ে কোন কথা হবে না। এ জিনিস গভীর আঞ্চলিক এটাচমেন্ট ছাড়া জাস্ট অসম্ভব। এখানে একথা স্বীকার করতে আপত্তি নেই যে লিটারেচর অব দি অপ্রেসড জিনিসখান কেমন হওয়া উচিত এইটে নিয়ে মার্কেজ একরকম ভেবেছিলেন, পরে বোলানো ইত্যাদি দেখছেন সেইটে বুমেরাং হয়ে গেল। ইউরোপীয়রা কেবল ম্যাজিক খুঁজছে। কিন্তু একদিন দেখবেন বোলানোকে গাল দিয়ে কোন লেখক উঠে আসবেন কোন ছোট অঞ্চলের প্রতিনিধি হয়ে। শুধু লাতিন আমেরিকা নয়, আচেবের কথাটাও মনে রাখবেন। আফ্রিকার লেখকদের কর্তব্য বলছেন নিজ নিজ জনগোষ্টীর কথা লেখা। তাই বলতে চাইছি এ বিষয়ে কী অবস্থান নেওয়া উচিত বুঝতে পারি না।

  • #$%^&* | 2405:201:8805:37e9:ec8f:f06e:59c6:***:*** | ১৭ মে ২০২০ ১১:৫৭445783
  • আজব দাবী। কতগুলো চাড্ডি, স্প্যামার, সকপাপেটের জন্যে ভাট টই, গোটা গুরুচণ্ডা৯ই সাইটই তুলে দিতে হবে?
  • @বোধি | 2402:3a80:a4d:1cd6:0:4e:6238:***:*** | ১৭ মে ২০২০ ১১:৫০445782
  • ননকলকাত্তাইয়া লোকজন, গ্রামগঞ্জ, সদরমফস্বল থেকে আসা লোকজন কোলকাতায় এসে শহুরে সাহিত্য, কোলকাতাকেব্দ্রিক করেননি নাকি করে প্রতিষ্ঠা পাননি?

    ইউরোপ আমেরিকায় গিয়ে তাদের সাহিত্য করেছেন, তাদের স্থানীয় বিষয়য়াশয় নিয়ে গবেষণা করা লোকজন নেহাতই কম না।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ১৭ মে ২০২০ ১১:৪১445781
  • ও, ঃ-)))))) আপনি রসিক মানুষ ঃ-))))
    আপনি ঠিক ই বলেছেন, থানমাহাত্মি বলে একটা বিষয় আছে ঃ-)))) কিন্তু স্থানিক প্রতিনিধিত্ত্ব টা একটু আরোপিত, এবং একটু বড় স্কেলে ডেঞ্জারাস।
    ধরুন ইতিহাস বিষয়ে বলতে পারি, আমাদের দেশে কলোনিয়াল বা কেম্ব্রিজ স্কুল শুধু না, রীতিমতো র‌্যাডিকাল ইতিহাস লিখেছেন অনেক সাহেব রা। কিন্তু কটা ভারতীয় আমেরিকান বা বিলিতি বা ফরাসী ইতিহাস লিখেছে, দে উওন্ট বি সিরিয়াসলি টেকেন। খুব আস্তে আস্তে ভাংঅছে এটা। ব্রিটিশ এশিয়ান হিস্টরিয়ান তাও আছে, কিন্তু একেবারে উড়ে এসে জুড়ে বসা গবেষক গিয়ে সরাসরি ১৭থ সেঞ্চুরির ইউরোপিয়ান হিস্টরি লিখছে সকলেই ভউকুঞ্চন করবে। ইট ইজ লাইক উই আর পেরেনিয়াল "সাবজেক্ট্স" নাথিং এল্স। প্রখ্যাত ইতিহাসবিদ অনিরুদ্ধ রায়ের কন্য দিয়া রায়, একেবারে তরুন বয়সী এই গ্লাস সিলিং খানিকটা ভেঙেছেন, জোর্মানি তে গিয়ে ওয়াইমার পিরিয়ডে, ফ্যাসিজম এর ভদ্রলোকীয় এন্ডোর্সমেন্ট নিয়ে কাজ করেছেন, পি এইচ ডি করে, বই লিখেছেন। অধ্যাপনা করছেন, এটা কিছুদিন আগে অভাবনীয় ছিল। ফ্রান্স আর ইংল্যান্ডে বিদেশী আর্ট হিস্টোরিয়ান রা তবু কিছুটা জায়্গা পেয়েছেন, অন্য সাবজেক্টে দরওয়াজা তেমন খোলে নাই। অমিতাভ ঘোষ সুন্দর্বন নিয়ে উপন্যাস লিখতে পারবেন, কিন্তু সুন্দরবনের ছেলেটির পক্ষে ঢাকা কলকাতা নিয়ে গপ্প লিখলে লোকে তাকে ওভার অ্যাম্বিশাস বলে গালি দেবে শুধু তাই না তার পাড়ার লোকেআই বলবে, এ বাঞ্চোত টা বালীগঞ্জে গিয়ে মেয়ে ফেয়ে দেখে বোমকে গেলো। এটা আমার একটা পর্যায়ের পরে বিরক্ত লাগে, শুধু তাই না, একটা লোকালিটির সঙ্গে এক ধরণের লেখার অ্যাসোসিয়েশন টাও আজকাল খানিকটা বিরক্ত লাগে। বেশি হলে। লাটিন আমেরিকা মানেই মহিলারা উড়ছে , বা লোকে দুপুর বেলা পাগলা গারোদের বাসিন্দাদের চোখের সামনে উঠোনে সংগম করছে, এই রকম ন্না হলেই কেউ যথেষ্ট অথেন্টিক না, এটা খুব ই বাজে। বীরভূম শুধু না সব 'ছোটো' জায়্গার ই আমাদের দেশে, বিপদ হল এমনিতেই সংস্কৃতি চরচা উচ্চবর্ণের সামাজিক দুশ্চিন্তার ভারে ন্যুব্জ, তদুপরি কিছুক্ষন পরে ফ্যামিলি গ্লোরি তে চলে যায় জিনিসটা। জানেন আমাদের ছেল গোছের। এটার থেকে র‌্যাশনাল মুক্তির উপায় ছিল সর্বত্র উচ্চ মানের শিক্ষার ব্যাপক প্রসার , সেটা হবে না ধরে নিয়েই, র‌্যাম্পান্ট ইর‌্যাশনাল এবং এক্সপ্লয়টেটিভ আর্বানাইজেশন এর মধ্যে যদি একটা সিভিল স্পেস খোঁজা যায় তার অপেক্ষায় আছি, বা হচ্ছে দেখতেও পাচ্ছি।
    আর কিসু না, তাই বলে কি প্রোমোটার কে ভোট দোবো নাকি ঃ-)))))))
    মজার লোক মাইরি আপনি। বোধিসত্ত্ব দাশগুপ্ত। তবে আমি আপাতত ভাট আর টই উঠে যাবার পক্ষে। নানা ক্যাচাল। অনেক গুলো ছেলে মেয়ে এসব সামলাতে গিয়ে নিজেরা ক্রিয়েটিভ দিক থেকে সোরে গেছে, আই ডোন্ট থিংক দিস ইজ ওয়ার্থ ইট।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • o | ১৭ মে ২০২০ ১০:৫৯445780
  • " র‌্যাম্পান্ট আনপ্ল্যান্ড আর্বানাইজেশন এই প্রয়োজন টা একটু কমিয়েছে। অন্তত বীরভূমের ক্ষেত্রে। প্রতিটি বীরভূমের লেখককে কলেজ স্ট্রীটের অন্তত একটি সাহসী বা আসলে দাক্ষিন্যে প্রস্তুত পাবলিশার না জালনেও চলে। নিজেরাই ছেপে বেচে দেবার মত স্থানীয় পাবলিশার ও হয়েছে দু চারিটি প্লাস সবাই কে লাল মাটির বা বাগ্দীএপাড়ার বা রাজনগরের গল্প লিখতে হচ্ছে না, কালে কালে হয়তো সিউড়ি তেও সাইকো সেকসুয়াল থ্রিলার লেখা হবে। সেটা কে নিউ ইয়র্ক নয়ার এর মত হতেই হবে, কলকাতার সত্যজিত রায় পড়া পাঠক দের পসন্দ মত কিসু না হলেও চলবে। "

    নানাবিধ হুলাবিলাতে সেদিন আলোচনাটা কেঁচে গেল। কিন্তু এইটের সঙ্গে খানিকটা একমত হয়েও বলতে ইচ্ছে করছে কোলকাতার লোক হলে দেবেশ রায় বোধায় তিস্তাপার টাইপের উপন্যাস লেখার দায় অনুভব করতেন না। নবারুণের এক্ষেত্রে একটু সুবিধে হয়েছিল মনে হয় এবং সেটা পুরোপুরি কাজেও লাগিয়েছিলেন। নইলে মাইরি লুব্ধক, খেলনানগর লেখা হয়না। বীরভূমি লেখক সাইকোসেকসুয়াল থ্রিলার লিখলেও খুব সম্ভবত জীবনে অন্তত একবার ছোট করে একটি হাঁসুলি বাঁক টাইপের নভেলা লেখার তাড়না অনুভব করবেন। এই আমার আজকের কনজেকচার। ঃ-)))

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত