http://scroll.in/article/667236/mamata-begins-fish-fry-diplomacy-with-cpi-m-in-effort-to-rein-in-bjp
https://www.telegraphindia.com/india/cm-makes-left-sip-tea-and-gulp-bjp/cid/173177
কী এচিভমেন্ট মাইরি! ঃ-))))
https://m.indiarag.in/article/maharana-pratap-jayanti-celebrate-in-india/81262
এখানে দেখলাম একজন লিখেছেন শ্রীখণ্ড নাকি অখাদ্য খেতে । আমার কিন্তু বেশ লাগে, মানে লাগত। পুনেতে আমার সময় ঐ একটিই যা পেতাম । তবে আমি কিনতাম ডেকান কর্নারে 'চিৎলে বন্ধু' র শ্রীখণ্ড । ওখানকার নামকরা মিষ্টির আউটলেট । ওদের শ্রীখণ্ড মধু মাখা।
আমি বাড়িতে বানাই । বানাতাম । দই শুকনো হলে কিছুটা মধু ও গুড়ো চিনি দিয়ে ফ্যাটাতে হয় । গরম কালে আমের নির্যাস দিলে আম্রখণ্ড হয়ে যাবে । দুটো এলাচ দিতে হয় ।
বিসিএসএস-এর পক্ষে টালিগঞ্জের ষ্টুডিও পাড়াতে প্রতিদিনের কলাকুশলী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা যারা দিন এনে দিন খান, সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মিলন ভৌমিক ও তার সহযোগী টিম । যাদের মধ্যে অন্যতম বিজেপি নেতা ভাস্কর সোম , ৯৫ নং ওয়ার্ড ও বিজেপি টালিগঞ্জ মণ্ডল ১ এর সাধারণ সম্পাদক শ্রী মানিক সাহা এবং শিল্পী সুরজিৎ দেবনাথ , ৯৭ নং ওয়ার্ডে বিজেপি কর্মী সুশান্ত ভট্টাচার্য, ৯৫ ওয়ার্ডের বিজেপি নেতা দিলীপ চন্দ, স্টুডিও পাড়ার প্রোডাকশন স্পট বয় সুব্রত দত্ত প্রমুখসকলের মিলিত প্রচেষ্টায় এই লক ডাউনের সময় প্রায় ৬০০ সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের হাতে ত্রাণ তুলে দিল প্রায় ৬০০ মানুষের হাতে এদিন তারা ত্রাণ তুলে দেন।
লকাতা, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমণের হার বাড়ায় বেড়েছে কনটেনমেন্ট জোন। তাই পরিস্থিতি মোকাবিলায় ওই ৩ জেলাতেই দৈনিক পর্যবেক্ষণে কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষকদের নিয়ে পরিদর্শনে নামছে তৈরি বিশেষ নজরদারি টিম।
এর আগে কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় করোনা চিকিৎসা খতিয়ে দেখতে বিশেষ ৫ পরিদর্শক দল নামিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এবার করোনা সংক্রমণের গতি বৃদ্ধিতে জেলাভিত্তিক পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে এই তিন জেলাকে নির্বাচন করেছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে, ওই তিন জেলা অর্থাৎ কলকাতা, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় কনটেনমেন্ট জোনে নজরদারি, সংক্রমণ ঠেকানোর পাশাপাশি তথ্য সংগ্রহ করার জন্য। এরপরেই ৪ জন করে কমিউনিটি মেডিসিনের শিক্ষকদের নিয়ে বিশেষ দল তৈরি করে তাদের কাজ শুরুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।
কারা কারা থাকছেন এই বিশেষ নজরদারি দলে? জানা গিয়েছে, সাগর দত্ত মেডিকেল কলেজ , ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের ৪ জন করে চিকিৎসককে নিয়ে এই বিশেষ নজরদারি তিনটি দল তৈরি করা হয়েছে।
জানা গিয়েছে, ওই নির্দিষ্ট অঞ্চলগুলিতে ওই বিশেষ টিম তথ্য সংগ্রহ করবেন এবং কিভাবে সেখানে সংক্রমণ আটকানো যায় সেই বিষয়ে প্ল্যান করে স্বাস্থ্য ভবনকে তারা প্রত্যেক দিন জানাবেন। কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষকদের নিয়ে তৈরি এই নজরদারি দল বিশেষ কয়েকটি বিষয়ের ভিত্তিতে সমীক্ষা চালাবে।
@দু
এইযে আরো উদাহরণ
পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ বিজেপির। সোমবার হুগলী জেলার গোঘাটের বেঙ্গাই চৌমাথায় চলে এই বিক্ষোভ। আরামবাগ সাংগঠনিক জেলার জেড পি ৪৪ এ পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার দাবিতে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। জেড পি ৪৪ এর বিজেপি সহ সভাপতি শিবু দাস ও এস টি মোর্চার জেলার সভাপতি সৌমেন হেমব্রমের নেতৃত্বে চলে এই বিক্ষোভ কর্মসূচি। সৌমেন বাবু বলেন দেশের বিভিন্ন স্থানে যে সব পরিযায়ী শ্রমিক আছে অবিলম্বে রাজ্য সরকার তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা নিক।
থাকতে নয় থমকাতে হবে