444753
ওদিকে এমন ন্যাজ মুলে দিয়েছে যে কর্ণাটকের তাজা নেতার টুইট ডিলিট করাতে হয়েছে সরকারি অনুরোধ পাঠিয়ে
খুব ভালো কথা , ছোট ছোট খুশি , ছোট ছোট সাফল্য দিনের শেষে ঢেকুর তুলে ঘুমিয়ে পড়তে সাহায্য করে
হয়তো মোদী সাম্রাজ্যের পতন এভাবেই শুরু হলো
কে জানে?
মোটাভাইকে নাকি বিগ সি ধরেছে?
ডিসি,
হ্যাহ্যাহ্যা তেজস্বী সুর্যের ট্যুইট ডিলিট করাতে হয়েছে।
ইদিকে কেরালার গুরুভায়ুর মন্দির মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ৫ কোটি দিয়েছিল কোভিডের বিরুদ্ধে লড়তে। তো বিজেপী সেই দানের বিরুদ্ধে কোর্টে গেছে
রাম ধুন গাইলেও হতো
ভারত তেরে টুকরে হঙ্গে বলে কানু কুমার কে ডাকলেও খারাপ হতো না
ও বাবা ও খুড়ো ও পিসেমশাই ও হাবুদা
না না আমি নয়
কেউ একজন হাত পা ছুঁড়ে কান্নাকাটি করছেন দেখছি
বাঙাল ভাষায় আরেকটা কথাও আসে
ফাঁদে পরিয়া বগা কান্দে রে
অতই যদি মুরোদ তো বেশী আক্রান্ত দেশকে হেল্পাক। আর নিজের দেশেও কিছু কিরে দেখাক।
অ কানাডায় আর আরব দুনিয়ায় থাপ্পড় খেয়ে চাড্ডিকুল তেড়েফুঁড়ে নিজেদের পোস্ট ডিলিট করছে ট্যুইটার থেকে।
@??
IT সেল এর ব্যাপারে জানা নেই , আপনি ট্রায়াল এর কথা তুললেন তাই প্রসঙ্গ উঠলো
উল্লেখযোগ্য ব্যাপার ৩ জন লাইন এর পাশে শুয়েছিল
তারা জীবিত
এক্সিডেন্ট হলে দু পক্ষের দায়িত্ব থাকে অনেক ক্ষেত্রে
মেনে নিলাম সরকার এদের ফেরাবার উপযুক্ত ব্যবস্থা নেয়নি , তার মানে এই নয় যে লাইন এ শুয়ে থাকতে বলেছে , আবার বলছি দুঃখজনক দুর্ঘটনা
কিন্তু সরকার সর্বত ভাবে দায়ী নয়
সরকার দুঃখপ্রকাশ করেছে ও ক্ষতিপূরণ ঘোষণা করেছে
আমি বিজেপি সমর্থক নোই , কিন্তু এক্ষেত্রে একটু বেশী দোষারোপ হচ্ছে বলে আমার মতামত
আপনার মতামত অন্য হলে হতেই পারে
ভাল থাকবেন
সত্যি এরা যে কি শুরু করেছিল , সংস্কৃতি কৃষ্টি র একদম ছেরাদ্দ
শেষ কয়েকটা পোস্ট এ আবার ধুপ ধুনোর গন্ধ সহ মন্দির এর পরিবেশ ফিরে এলো
একটু পোড়া গন্ধ অবশ্য আছে , ইথিওপিয়া তে সাহায্য কোথায় লাল পার্টি পাঠাবে , তা না করে উনি দুম করে পাঠিয়ে দিলে কারোর কিছু একটা দেহাংশ তো একটু পুড়বেই
সত্যি এরা যে কি শুরু করেছিল , সংস্কৃতি কৃষ্টি র একদম ছেরাদ্দ
শেষ কয়েকটা পোস্ট এ আবার ধুপ ধুনোর গন্ধ সহ মন্দির এর পরিবেশ ফিরে এলো
একটু পোড়া গন্ধ অবশ্য আছে , ইথিওপিয়া তে সাহায্য কোথায় লাল পার্টি পাঠাবে , তা না করে উনি দুম করে পাঠিয়ে দিলে কারোর কিছু একটা দেহাংশ তো একটু পুড়বেই
@??
আপনি ট্রায়াল দিয়েছেন বুঝি ৪৫ km ? ফোস্কা পড়েনিতো পায়ে ?(গায়ে যে পড়েছে আমার পোস্ট দেখে সে তো বোঝাই যাচ্ছে )
IT সেল এর wa গুলোর আপনার ফোন এও যাতায়াত আছে বুঝলাম
চর্মপীড়া তাও একটা শব্দ , অর্থহীন প্রশ্নবোধক চিন্হ নয়
আপনার লেখা গুলোতেও তো গণশক্তি র দুর্গন্ধ (নবান্নের ফিশ ফ্রাই হজম হয়নি hoyto )
যুক্তি কোই গেলো ? একবার ভক্ত একবার IT সেল বলে শ্রেণীশত্রু প্রমান করার চেষ্টা কেন ?
@হাড় বজ্জাত
এইটা দারুন দিয়েছেন
এইসব সার্কাস্টিক কমেন্ট পড়ে ছদ্ম কমি গুলো কেমন নিষ্ফল আক্রোশে জ্বলছে আর ছটফট করে মরছে সেই ভেবে হাসতে গিয়ে বিষম খেয়ে একাকার .
লোকডাউন এ কষ্ট করে জোগাড় করা whiskey অনেকটা নষ্ট হলো , তা হোক , লেখা চলুক
সব থেকে অমানবিক লাগলো মোদী র দুঃখ প্রকাশ দেখে
ছিঃ
এভাবে কেউ দুঃখপ্রকাশ করে ?
সেই সব মহান নেতা দের কি আমরা আজ হারিয়ে ফেলেছি যারা 'এরকম তো কতই হয় ' বলে মর্মস্পর্শী বক্তব্য রাখতেন
ব্যাপারটা দুঃখের , খুব মর্মান্তিক কিন্তু পৃথিবীতে এক্সিডেন্ট বলে কিছু থাকবেনা , হয় মোদী নয় দিদির দোষ ( আজকাল অবশ্য মাকুদের পাওয়ার নেই , ওদের কেউ ভোট বা দোষ কোনোটাই দেয়না ) এটা বাড়াবাড়ি