এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • $%^&*( | 172.69.***.*** | ০৯ মে ২০২০ ১৮:১৩444697
  • সিরিয়াসলি, এটা সত্যিই আকাদার পোস্ট?

    ঘটনাস্থল কোন স্টেশন না। খুব ইন্টারেস্টিং, রেলস্টেশন ছাড়াও কোন কোন জায়গায় রেললাইন থাকে। আর ওরকম দিশাহারা অবস্থায় পঁতাল্লিশ কিলোমিটার হেঁটে আসার পর মানসিক স্থিরতা ইত্যাদি কতদূর থাকার কথা জানি না।

    (আবার, সিরিয়াসলি, এটা আকাদা? নাকি আকাদারও নিক চুরি গেল?)

    এইখবরটা নিশ্চয় সবাই পড়েছেঃ https://www.bengalinfo.com/newsdetail.php?newsid=16290
  • b | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ১৮:১১444696
  • আকা-র কোভিড রেজাল্ট কি বলল?
  • সিএস | 172.68.***.*** | ০৯ মে ২০২০ ১৮:০৯444695
  • উনিজীর রাজ্য রক্ষায় কোন চিন্তা নেই, তাও সরল গোলগাল কাঠবেড়ালী আর তাদের ন্যাজ পোষা হয়।
  • aka | 108.162.***.*** | ০৯ মে ২০২০ ১৮:০৫444694
  • আচ্ছা মানে কে বা কারা লাইনে মাথা দিয়ে ঘুমোয়? এই পুরো গপ্পোটাই অ্যাবসার্ড লাগছে।

    সারা ভারতে অনেক স্টেশন আছে, সেখানে বহু গরীব লোক থাকেন, কখনো শুনেছেন যে তারা রেল লাইনে মাথা দিয়ে ঘুমোতে গেছেন।

    আমাদের সাথে খেলত রতন পরবর্তী কালে পাগল হওয়ার পরে চলন্ত ট্রেনকে বল ভেবে ব্যাট করত।

    মানে পাগল না হলে এটা সম্ভব কি করে?
  • হাড় বজ্জাত | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ১৮:০১444693
  • 444753

    ওদিকে এমন ন্যাজ মুলে দিয়েছে যে কর্ণাটকের তাজা নেতার টুইট ডিলিট করাতে হয়েছে সরকারি অনুরোধ পাঠিয়ে 

    খুব ভালো কথা , ছোট ছোট খুশি , ছোট ছোট সাফল্য দিনের শেষে ঢেকুর তুলে ঘুমিয়ে পড়তে সাহায্য করে 

    হয়তো মোদী সাম্রাজ্যের পতন এভাবেই শুরু  হলো 

    কে জানে?

  • বাজে লোক | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ১৮:০১444692
  • মোটাভাইকে নাকি বিগ সি ধরেছে? 

  • !@#$%^&* | 172.69.***.*** | ০৯ মে ২০২০ ১৭:৫৭444690
  • বিশ্বরূপবাবু, দেশের লক্ষ লক্ষ শ্রমিক যখন মজুরী না পেয়ে, নিয়োগকারীর থেকে কোন সুরক্ষা না পেয়ে, বাড়ি ফেরার কোন মানবিক উপায় না পেয়ে, স্বাস্থ্য, জীবন বা পরিবারের জন্যে কোন নিশ্চয়তা না পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন এবং 'ত্রাণ'এর মুখাপেক্ষী হয়ে বাধ্য হয়েছেন এবং নানান মেকশিফ্ট আশ্রয়ে বা নিরাশ্রয় হয়ে পড়েছেন, তখন সরকার তাদের কোন আশ্বাস দিতে পারেনি।
    সেটা সর্বতোভাবে সরকারই ব্যর্থতা।

    সরকার তো কোন ব্যক্তিগত বা নির্দিষ্ট গোষ্ঠীর প্রতিষ্ঠান নয় যে ইচ্ছে হলে নাগরিকের দায় নেবে আর ইচ্ছে না হলে ঝেড়ে ফেলে দেবে, এবং কোন একটি মানুষের হুইমজে কোটি কোটি টাকা অপচয় করবে, নাগরিকের নিরাপত্তা, জীবন ও স্বাচ্ছন্দ্য পুরোপুরিই সরকারেরই দায়। সেসব দায়িত্ত্ব পালনের জন্যেই কোটি কোটি টাকা খরচ করে বোট করে পার্লামেন্ট বানিয়ে মানুষ সরকার পোষে। সেটা পালন করতে না পারলেই সেটা ব্যর্থতা, আর এই ব্যর্থতার জন্যেই এই অদরকারী ভয়ানক দুর্ঘটনাগুলি ঘটছে।

    কিছু মানুষকে সম্পূর্ন দিশাহারা করে দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়ার পর তাদের যদি এই বিপর্যয়ের জন্যে সামান্যতম দোষও দেওয়া হয়, সেটাও খুবই দুঃখজনক অমানবিকতা ও ব্যর্থতা।
  • বাজে লোক | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ১৭:৫৬444689
  • রাম ধুন গাইলেও হতো 
    ভারত তেরে টুকরে হঙ্গে বলে কানু কুমার কে ডাকলেও খারাপ হতো না 

  • হাড় বজ্জাত | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ১৭:৫২444687
  • ও বাবা ও খুড়ো ও পিসেমশাই ও হাবুদা 
     

    না না আমি নয় 
    কেউ  একজন হাত পা ছুঁড়ে কান্নাকাটি করছেন দেখছি 
    বাঙাল ভাষায় আরেকটা কথাও আসে 

    ফাঁদে পরিয়া বগা কান্দে রে 

  • dc | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ১৭:৫০444686
  • "মেনে নিলাম সরকার এদের ফেরাবার উপযুক্ত ব্যবস্থা নেয়নি , তার মানে এই নয় যে লাইন এ শুয়ে থাকতে বলেছে , আবার বলছি দুঃখজনক দুর্ঘটনা
    কিন্তু সরকার সর্বত ভাবে দায়ী নয় "

    এটা তো ঠিক কথাই। সরকার বলেছে থালা বাজাতে, টর্চ জ্বালাতে, সরকার কি লাইনে শুয়ে থাকতে বলেছে? কেন ওরা সরকারের কথা না শুনে লাইনে শুতে গেল? তার চেয়ে লাইনের ধারে বসে থালা বাজিয়ে চাট্টি রামধুন গাইলেই তো পারতো।
  • dc | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ১৭:৪৭444685
  • ওদিকে এমন ন্যাজ মুলে দিয়েছে যে কর্ণাটকের তাজা নেতার টুইট ডিলিট করাতে হয়েছে সরকারি অনুরোধ পাঠিয়ে :d
  • b | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ১৭:৪৪444684
  • কাল রাত্রে বম্বেতে এক জামাইবাবু জাস্ট বিনা নোটিশে চলে গেলেন। ছেলে মেয়ে বিদেশে । অন্য সব আত্মীয়স্বজন, তারাও ওখানেই থাকে, লকডাউনে আটকা। আমাদের কথা বাদই দিন। ভয়ঙ্কর একা দিদি, যিনি সারাটা জীবন একজন প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন self made man-এর ছত্রছায়াতেই কাটিয়ে এলেন, কি ভাবে গতকাল রাত্তিরটা পার করলেন, তাই ভাবছি।
  • | ০৯ মে ২০২০ ১৭:৩৯444683
  • অতই যদি মুরোদ তো বেশী আক্রান্ত দেশকে হেল্পাক। আর নিজের দেশেও কিছু কিরে দেখাক। 

    অ কানাডায় আর আরব দুনিয়ায় থাপ্পড় খেয়ে  চাড্ডিকুল তেড়েফুঁড়ে নিজেদের পোস্ট ডিলিট করছে ট্যুইটার থেকে। 

  • | ০৯ মে ২০২০ ১৭:৩৫444682
  • :-)))))
    উফফ অজ্জিত রোবু এরা সব থাকলে...।
    অ বোধি কই গেলা? এই গাধার ইসেটা আমাকে লাল পার্টি বলছে :-))))) দেখ দেখা হইলেই খাওয়াইবা কিন্তুক।

    যাউকগা আজাদের বাঙাল ভাষায় একটা লব্জ আছে 'নিজের পোঙাত ময় ময় গু অন্যেরে বলে ভাল কইর‍্যা ধো'। নিজের দেশে সত্তর হাজার ছোঁবে আক্রান্তের সংখ্যা সেখানে বলছে সামলানো সম্ভব নয় ওদিকে দুশোরও কম,আক্রান্ত সেখানে নাকি হেল্পাবে
  • বিশ্বরূপ রায় | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ১৭:১৩444681
  • @??
    IT সেল এর ব্যাপারে জানা নেই , আপনি ট্রায়াল এর কথা তুললেন তাই প্রসঙ্গ উঠলো 
    উল্লেখযোগ্য ব্যাপার ৩ জন লাইন এর পাশে শুয়েছিল 
    তারা জীবিত 
    এক্সিডেন্ট হলে দু পক্ষের দায়িত্ব থাকে অনেক ক্ষেত্রে 
    মেনে নিলাম সরকার এদের ফেরাবার উপযুক্ত ব্যবস্থা নেয়নি , তার মানে এই নয় যে লাইন এ শুয়ে থাকতে বলেছে , আবার বলছি দুঃখজনক দুর্ঘটনা 
    কিন্তু সরকার সর্বত ভাবে দায়ী নয় 

    সরকার দুঃখপ্রকাশ করেছে ও ক্ষতিপূরণ ঘোষণা করেছে 

    আমি বিজেপি সমর্থক নোই , কিন্তু এক্ষেত্রে একটু বেশী দোষারোপ হচ্ছে বলে আমার মতামত 

    আপনার মতামত অন্য হলে হতেই পারে 

    ভাল থাকবেন 

  • নির্মল আনন্দ | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ১৭:০৪444679
  •  সত্যি এরা যে কি শুরু করেছিল , সংস্কৃতি কৃষ্টি র একদম ছেরাদ্দ 
    শেষ কয়েকটা পোস্ট এ আবার ধুপ ধুনোর গন্ধ সহ মন্দির এর পরিবেশ ফিরে এলো 
     

    একটু পোড়া গন্ধ অবশ্য আছে , ইথিওপিয়া তে সাহায্য কোথায় লাল পার্টি পাঠাবে , তা না করে উনি দুম করে পাঠিয়ে দিলে কারোর কিছু একটা দেহাংশ তো একটু পুড়বেই 

  • নির্মল আনন্দ | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ১৭:০৪444680
  •  সত্যি এরা যে কি শুরু করেছিল , সংস্কৃতি কৃষ্টি র একদম ছেরাদ্দ 
    শেষ কয়েকটা পোস্ট এ আবার ধুপ ধুনোর গন্ধ সহ মন্দির এর পরিবেশ ফিরে এলো 
     

    একটু পোড়া গন্ধ অবশ্য আছে , ইথিওপিয়া তে সাহায্য কোথায় লাল পার্টি পাঠাবে , তা না করে উনি দুম করে পাঠিয়ে দিলে কারোর কিছু একটা দেহাংশ তো একটু পুড়বেই 

  • ?? | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ১৭:০৩444678
  • আমি তো এই গরমে ৫ কিমি হাঁটলেই কেতরে পড়ব,দিনে ৪৫ কিমি হাঁটতে হলে আর ভাবতেই পারিনা। যেখানে সেখানে বসে শুয়ে ঘুম কেন, অজ্ঞানও হয়ে যেতে পারি। আইটিসেলের কি সবার ৫৬ ইঞ্চি, দারুণ স্ট্যামিনা??
  • | ০৯ মে ২০২০ ১৬:৪৯444677
  • হুঁ।
    হায়দ্রাবাদেও হচ্ছে। কর্ণাটকে চাপ খেয়ে ট্রেন চালাবে বলে আবার বাঙালি শ্রমিকেরা দের কাছে গিয়ে পুলিশ বলছে মমতা কিন্তু ফেরত নেবে না। ওঁরা একটু ঘাবড়ে যাচ্ছেন। মমব্যনের তরফে বিবৃতি দরকার ছিল।

    ওদিকে ফেকু হাত তুলে দিয়েছে করোনা সামলাতে পারবে না বলে। কেরালা সামলে নিয়েইছে, বোধয় ওড়িশাও।
  • সিএস | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ১৬:৪৩444676
  • চাপ নেবেন না, দু'দিন অন্তর সুরাতে শ্রমিক ঝামেলা হচ্ছে। সেসব সামলাতে ন্যাজুরা এখানে সেখানে গপ্প মারছেন।
  • | ০৯ মে ২০২০ ১৬:৪২444675
  • *নিশ্চয় মদ খেয়েছিল
  • | ০৯ মে ২০২০ ১৬:৪১444674
  • এহ ভাটে এত গু গোবর কেন? ম্যাগো পুরো গোয়ালঘরের মত লাগছে।

    ভিক্টিম ব্লেমিং জিনিষটা বাঙালির একেবারে রক্তে মজ্জায়। ধর্ষণ হয়েছে ও তার মানে নিশ্চয় ছোট জামা নিশ্চয় মতো দ খেয়েছিল নিশ্চয় উস্কেছিল... রেলেকাটা পড়েছে, ও বাবা ওখানে ত রেলই নেই তার লাইনই নেই আমি ত কোনোদিন কাউকে কাটা পড়তে দেখি নি...।

    কিন্তু ইথিওপিয়া? হোয়াই ইথিওপিয়া? নাকি ইথিওপিয়া বলে ফেকু আসলে গুজরাট বোঝাল। এরা যেমন কেরলকে সোমালিয়া বলে।
  • @#$%^&U*I( | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ১৬:৩১444673
  • যাহ, আমি নিতান্তই আনইম্পর্ট্যান্ট লোক, আমাকে অত বুদ্ধি করে ট্রোল করে কি হবে। করতে হয় তো একটা কেউকেটা ধরুন, না হলে শুধু শুধু ছুঁচো মেরে হাতে গন্ধ।

  • চর্মপীড়া | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ১৬:১৫444672
  • @??

    আপনি ট্রায়াল দিয়েছেন বুঝি ৪৫ km  ? ফোস্কা পড়েনিতো পায়ে ?(গায়ে যে পড়েছে আমার পোস্ট দেখে সে তো বোঝাই যাচ্ছে )

    IT সেল এর wa গুলোর আপনার ফোন এও যাতায়াত আছে বুঝলাম 

    চর্মপীড়া তাও একটা শব্দ , অর্থহীন প্রশ্নবোধক চিন্হ নয় 

    আপনার লেখা গুলোতেও তো গণশক্তি র দুর্গন্ধ (নবান্নের  ফিশ ফ্রাই হজম হয়নি hoyto )

    যুক্তি কোই গেলো ? একবার ভক্ত একবার IT সেল বলে শ্রেণীশত্রু প্রমান করার চেষ্টা কেন ?

  • হাড়গোড় ভাঙ্গা দ | 14.***.*** | ০৯ মে ২০২০ ১৬:০৫444671
  • @হাড় বজ্জাত 

    এইটা দারুন দিয়েছেন 

    এইসব সার্কাস্টিক কমেন্ট পড়ে ছদ্ম কমি গুলো কেমন নিষ্ফল আক্রোশে জ্বলছে আর ছটফট করে মরছে সেই ভেবে হাসতে গিয়ে বিষম খেয়ে একাকার .

    লোকডাউন এ কষ্ট করে জোগাড় করা whiskey অনেকটা নষ্ট হলো , তা  হোক , লেখা চলুক 

  • ?? | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ১৫:৫৮444670
  • ফাঁকা জমিতে পাথর নুড়ি দেখাচ্ছেনা?

    এক কাজ করুন। সকালে বেরিয়ে ৪৫ কিমি হেঁটে একটা ট্রায়াল দিয়ে দেখুন না। কোনখানটায় 'আয়েশ করে' শোওয়া যায়?

    মর্মপীড়ের কাউন্টার নামল চর্মপীড়া? আর বেশিরভাগ পোস্টই তো হোয়াপ গ্রুপে আইটিসেলের মেসেজগুলো। ইনক্লুডিং ওড়িশাটা। লাইন টু লাইন এক। তারমানে চাড্ডি হোয়া গ্রুপের লোকজনই পোস্টগুলো পেস্ট করছেন। আগেও কে একজন করেছিলেন না, শব পোড়ানো নিয়ে গাদা গাদা আইটিসেল মেসেজ ভিডিও?
  • হাড় বজ্জাত | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ১৫:৫৫444669
  • সব থেকে অমানবিক লাগলো মোদী র দুঃখ প্রকাশ দেখে 
    ছিঃ 
    এভাবে কেউ দুঃখপ্রকাশ করে ?
     

    সেই সব মহান নেতা দের কি আমরা আজ হারিয়ে ফেলেছি যারা 'এরকম তো কতই হয় ' বলে মর্মস্পর্শী বক্তব্য রাখতেন 

  • চর্মপীড়া | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ১৫:৪৬444668
  • ব্যাপারটা দুঃখের , খুব মর্মান্তিক কিন্তু পৃথিবীতে এক্সিডেন্ট বলে কিছু থাকবেনা , হয় মোদী নয় দিদির দোষ ( আজকাল অবশ্য মাকুদের পাওয়ার নেই , ওদের কেউ ভোট বা দোষ কোনোটাই দেয়না ) এটা বাড়াবাড়ি 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত