ডেঙ্গুর সময়েও তো এইরকমই হয়েছিল। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু লেখা যাবে না। লিখতে হবে "অজানা জ্বর"।
bodhisattva dasgupta (gurute pay wall er paxee) | 162.158.50.247 | ২৪ এপ্রিল ২০২০ ২০:৫৮
একদম, একদম।
৩৯জনের মৃত্যু করোনার বদলে অন্য কিছু দিয়ে চালানো হচ্ছিল? তাহলে তাদের দেহ সৎকার হয়েছে কোথায়?
হমমম। ইন্টারেস্টিং ।
কিন্তু অফ স্ট্যাম্পের জাস্ট বাইরে টিজিং লাইনের বল টি আমি জাস্ট জাজমেন্ট দিয়ে ছেড়ে দিলাম।
তাছাড়া কবি বলেছেন " ওরে অবোধ, তোর ওপরে নেই ভুবনের ভার" :)))))
মাননীয়া র মুসলিম তোষণ চক্ষু লজ্জার সীমা ছাড়িয়েছে বহু দিন আগেই।
ইদিকে গুজরাটে করোনা আক্রান্ত ও মৃতের অনুপাত সবচে খারাপ। সেখানে কোন পর্যবেক্ষক দল গেছে কিনা সেই নিয়ে কোন খবর দেখছি না।
উদিকে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা হঠাৎ ৫৭ বলে ঘোষণা করা হয়েছে। এবার ৩৯ আর ৫৭য় অঙ্কের গিটঠু লেগে গেছে।
উনি তিন মাসে 471 টা বই পড়ে ফেলেছিলেন। ভাবতে পারো?
বলেছে আইনের ঊর্ধ্বে কেউ নন। এমন কী মুখ্যমন্ত্রী ও নন। এই যে রাজ্যে ঠিকঠাক ভাবে করোনা মুকাবিলা করা হচ্ছে না সে ব্যাপারে আমরা ওয়াকিবহাল। দরকারে পদক্ষেপ নেবো। কিন্তু কী পদক্ষেপ সে ব্যাপারে কবি নীরব। মানে 5 টার খবরে যা শুনলাম। :)))
Boo
@সুকি, ইয়ে আমার খাবার ব্যাপারেই আমার একটু আগ্রহ। বরাবরই । তা টিপিন বক্সে কী কী থাকবে তা জানতে পারলে?
এদিকে এই মার্কেটে ধনকড় আবার "অপমানিত" বোধ করেছেন। মুখ্যমন্ত্রীর 9 পাতা চিঠির জবাবে তিনি মাত্র 14 পাতার চিঠি দিয়েছেন :)))))
boo
boo
boo
boo
boo