এখন লভ মেকিং একদম ব্যান করা উচিত। কি সাঙ্ঘাতিক ! এদের ইহকালের চিন্তা নেই নাকি!
অ্যামেরিকায় তো শুনেছি পাশের ঘর থেকে আওয়াজ এলে, আপত্তি জানাতে কেউ দ্বিধা করেনা।
শেষ লিখল 'Our ministry of health is having a hard time in getting medical supplies at standard prices.'
বাড়িতে বসে না পড়া বই গুলো পড়ে ফেলুন। @aka
আমার এক ওলন্দাজ বন্ধুর পজিটিভ ধরা পড়েছে। রটারডমে থাকে। সেলফ-কোয়ারেন্টাইনে আছে। তিন হপ্তা বাড়ি বন্দি। আজ নাকি মিনিট কুড়ির জন্যে বেরিয়েছিল। তার বন্ধুরা এসে এতদিন বাজার করে দিয়ে যেত। অর্থাৎ দরজার সামনে রেখে যেত দুধ, রুটি, আনাজ ইত্যাদি। সিম্পটম না যাওয়া অবধি সে বাড়ি বন্দি থাকবে।
টয়লেট পেপার কেনার জন্যে নাকি সাঙ্ঘাতিক হিড়িক পড়ে গেছে। আর বলল একটা ডাস্ট মাস্ক যার দাম ১৫ ইউরো , সেটার একটা প্যাকেজের দাম ৫৯ Euro। যদিও ডাস্ট মাস্কে ভাইরাস যায় না। বলল এই স্টোরের লাইসেন্স ক্যান্সেল হতে পারে।
১২৫ ভারতীয় রটারডমে আটকা পড়েছে। তাদের দেশে ফেরার প্লেনে উঠতে দেওয়া হয়নি।
সে-দি (বলেই ফেললাম সাহসে ভর করে) আমাকে বললেন কি?
ইয়ে মানে ব্রতীনবাবু আছেন? আজকের আবাপ-তে কে যেন রোদ্দূর রায় নিয়ে লিখেছেন। এখনও অনলাইন ভার্সনে লিঙ্কটা আছে বোধহয়। কথা সেটা নয়। যেটা মারাত্মক সেটা হচ্ছে ওই লেখায় একা রোদ্দূরে রোক্কে নেই, আবার আপনার পিত্তি জ্বালানো সমর সেনও আছেন। মরেই তো যাব করোনাতে, তার আগে আপনাকে খপরটা দিয়ে মরতে পারলাম এই যা শান্তি।
আপনি কেমন আছেন? @aka
ইতালীর লেটেস্ট মৃতের স ঙ্খ্যা ৪৮২৫।