@অরিন-দা
আমি বিকেলে ফেরার পথে একটা দোকান থেকে গরম আম্রিত্তি ভাজতে দেখে খেলাম।
Pulmonologist সুস্মিতা রায়চৌধুরী টিভিতে একটা ইন্টারেস্টিং তথ্য বললেন, ইংল্যান্ডে চিকেন পক্স হলে চিকেন পক্স পার্টি হয়। তাতে নাকি চিকেন পক্সে এফেক্টেড মানুষরা পরস্পরের জার্ম ইম্বাইব করলে ভিতর থেকে ঐ অসুখের জন্যে একটি প্রিভেন্টিভ মেজার গ্র করে।
"বেন কিংস্লের কি যেন সিনেমা আছে, অত্যাচারী সেনানায়্ক ছিল, তারপর অনেক বহ্হর পর বুড়ো হয়ে কোথায় যাচ্ছে তখন তার ঐসময়ের ভিক্টিম এক তরুণ দম্পতি তাকে ধরে মেরে ফেলে।
দূর, কিছুতেই সিনেমার নাম মনে থাকে না।"
Death of a Maiden. দারুণ।
অরিজিনালি নাটক। খুবই ভাল। অনুবাদ করব ভেবেছিলাম, তার আগে খবর পেলাম অনুদিত হয়ে কলকাতায় প্রোডাকশনও হয়ে গেছে। কেমন হয়েছে জানিনা।
সবাই ঘরে থাকলে খাবার কে লুট করবে?
@খ বাবু, পুরনো খবর। সারা সন্ধ্যে টিভি'তে দেখাল।
এসব পড়ে টড়ে আমার কি রকম গা চুলকচ্ছে !
ভাইরাস ঢুকল বলে !
এটা পেলাম।
Highlights:
All educational institutions in West Bengal including government, private and madrasas to remain shut till April 15.
Additional 5 lakh insurance will be given to 10 lakh workers.
Integrated child developement services department will remain closed till April 15.
The ICDS kids will get rations at home
All movie theatres will remain closed till March 31.
Caution advisory issued for shopping malls and tea gardens.
Private hospitals were asked not to send any patient back.
Advisory for the closure of shootings and reality shows.
- Government of West Bengal