এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০২:৩১435961
  • নিচা ইজ নট ফ্যসিস্ট । নিচার অধিকাঙ্গশ লেখা ওনার বোন যিনি ণাজি মেম্বর ছিলেন , তিনি ইছচেমত পাল্টে প্রকাশ করেন । পরে এসব বেরিয়েছে ।

    এদের দর্শন গুলো ভয়্ন্কর ভাবে ব্যবহ্রিত নাজি উত্থানে । অসোলে জাত টা জর্মান , এটা মাথায় রাখাই ভালো । থিওরিটিকলি স্ট্রঙ্গ তই টুইস্ট কর্তেও ওস্তাদ । নইলে রাইফেন্স্তালের মত পরিচালক হয় ? সে জায়্গায় মোদির ভারত কাকে পেয়েচে ? বিবেক অগ্নিহোত্রি ঃ)))

    আম্রা ইভেন খারাপের মধ্যেও উল্লেখজোগ্য নৈ ঃ|
  • অর্জুন | 172.69.***.*** | ১৬ মার্চ ২০২০ ০২:৩০435960
  • হিটলারের কি ইহুদী কানেকশন ছিল ? বাবা ছিলেন ঠাকুমার অবৈধ সন্তান। 

    চিত্রশিল্পী হতে চেয়েছিল। ভিয়েনার আর্ট স্কুলের প্রবেশিকা পরীক্ষায় দুবার অ্যাপিয়ার করেন, দুবারই ফেল। তার মূল কারণ ছবি ভাল আঁকলেও হিটলার হিউমেন ফিগার আঁকতে পারতেন না। 

    হিটলারের আঁকা বেশ কিছু ছবি, বেশ দক্ষ শিল্পীর হাতের কাজ। 

  • S | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০২:২৫435959
  • তখন পুরো দুনিয়াটাই ইয়োরো সেন্ট্রিক। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা তো কলোনি। আর বাকীগুলো নিউ ফাউন্ড ল্যান্ড।
  • অর্জুন | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০২:২৩435958
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রাথমিক ভাবে কিন্তু ইউরো- সেন্ট্রিক । জার্মানি পোল্যান্ড আক্রমণ করল আর তার দুদিন বাদে ইংল্যান্ড আর ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। তখন পৃথিবী ব্যাপী ব্রিটিশ সাম্রাজ্যবাদ। তা না হলে এশিয়ার বিশেষ করে ভারতের এফেক্টড হওয়ার কথা নয়।
  • S | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০২:২১435957
  • ট্রাম্পের কেসটা একটু অন্যরকম। অনেক বড় গল্প। অনেক ফ্যাক্টর কাজ করেছে। একদম ১৯৯০ তে ফিরে যেতে হবে।
  • o | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০২:২০435956
  • নিৎসে ছিল। নিৎসে থেকেই হিটলার আসে। :-)
  • একক | 14.***.*** | ১৬ মার্চ ২০২০ ০২:১৮435955
  • ঠিক ই বলেছেন । জার্মান জাতীয়তা -জার্মান দর্শনের মধ্যেই বীজ ছিল । হিটু এই স্ক্রিপ্ট টা নিয়ে একটা সাকসেসফুল সিনেমা নাৰায় ।
  • S | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০২:১৭435954
  • হিটলার তো অস্ট্রিয়ান। এক ঠাম্মা না দিদিমা ইহুদী। ৫ ফুট ৯ ইন্চি উচ্চতা। রোগা টাইপের। মাথার চুল কালো। ব্লন্ড নয়। সেভাবে পড়াশুনা করেনি। প্রথম বিশ্বযুদ্ধে রান্নাবান্নার কাজ করত।

    উনি তো মনে করতেন যে ব্লন্ড জাতের ব্রুনেট রুলার হবেন। শেষের দিকে মাথাটা কতটা কাজ করত, সে নিয়ে সন্দেহ আছে।
  • aranya | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০২:১৬435953
  • কাল পার্টিতে এক মোদীভক্ত (১০০০ বছরে শ্রেষ্ঠ ভারতীয় নেতা ইঃ) -কে বললাম - এক কাজ কর। তোমার মেয়ে আরেকটু বড় হলে তার সাথে এই হিন্দুত্ববাদ, ভারতীয় মুসলিমরা কেন গদ্দার এইসব নিয়ে কথা বল। তরুণ প্রজন্ম অনেক বেশি লিবারাল, সেকুলার - দেখ মেয়ে কি বলে।
    তো সে নাকি ইতিমধ্যেই দায়িত্ব নিয়ে ক্লাস সিক্সের মেয়েকে ভারতে মুসলিমদের বিশ্বাসঘাতকতার ইতিহাস সন্বন্ধে জ্ঞানদান করেচে।
    নিজেই অবিশ্যি বলল - একটু বায়াসড ছবি এঁকেচি মনে হয়
  • বাচ্ছাদের ইচ্ছে | 172.69.***.*** | ১৬ মার্চ ২০২০ ০২:১৫435952
  • আইনস্টাইন ছোট্কালে লজিক পড়ে নি নির্ঘাত ।
    হয়েছে কি, আমার বক্তব্য ছিল ছোটকালে শিল্প সাহিত্য নিয়ে ফেইনম্যানও মাতা ঘামাননি, তার্পোর বিস্তর প্যাক খেয়ে ব্যাপার্গুলো ভেবে চিন্তে দেখলেন। ড্রাম বাজানো নিয়ে একজ্যাক্ট তথ্য হাতে নেই, তবে আমার ধারনা উটি বড় বয়েসের শিক্ষা।
    শেষ পজ্জন্ত আমার একটাই বক্তব্য - বাচ্ছাদের ইচ্ছে নিয়ে মড়াকান্নার কোন মানে নেই। তারা এনিওয়ে বাপ মার থেকে যা শেখার শিখ্চে - এটা কয়েকজন বলেছেন ও একদম ঠিক। কিন্তু বাচ্ছা জিনিয়াস ভিদেও গেম প্লেয়ার হলেও দিনে ৭২ ঘনটা সেটা খেলতে দিতে আমার আপত্তি আছে। এবঙ্গ খুব খুব খুব কম বাচ্ছা দুনিয়া সত্যিকারের বদলে দেবার মত চিন্তা দেখায়।
    আর যারা দেখায় সেটাও বাপ মার শিক্ষা বলে আমার ধারনা। শেষ পজ্জন্ত সব কিচুই বাপ মার ইচ্ছে ।
    এখন আপনাদের আসল বক্তব্য যদি বাচ্ছা কে বাপ মায়ের সময় দেওয়া নিয়ে হয় , তবে কুন বক্তব্য নাই। আর তাদের মন গড়ে দেওয়া ? সে সব বাপ-্মাই কচ্ছে - গ্গ্যাতে বা অগ্গ্যাতে
  • S | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০২:১৩435951
  • হিটলার এসেছিল সেই ন্যাশনালিজমের হাওয়ায় ভেসে। অলরেডি ভার্সেইতে সেই ন্যাশনালিজম আঘাত পেয়েছে। জার্মানির লোকজনের ইজ্জতে লেগেছে। রিপ্যারেশান দিতে দিতে জেরবার। সেই ক্ষতে যদি কেউ মলম দেওয়ার স্বপ্ন দেখায়, লোকে তাকে গ্রহণ করবেই। এমনকি এইরকম গল্পও আছে যে প্রথম বিশ্বযুদ্ধ শেষের পর জার্মানি যখন সারেন্ডার করেছে আর শান্তি-সমর্পণ চুক্তি হচ্ছে তখন নাকি জার্মান জেনারালদের নিল ডাউন করে রাখা হয়েছিল। সেসব গল্প জার্মানির লোকজন শুনেছে এবং আগুন আরো জ্বলেছে।
  • aranya | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০২:১১435950
  • হিটুকে নিয়ে যেটা মজার লাগে, ওনার নিজেরই মিশ্র রক্ত, দেখতেও ছোটখাট, অথচ স্বপ্ন দেখাচ্ছেন বিশুদ্ধ নর্ডিক-্জার্মান জাতির, অনুগামীরা হিট্লারের চেহারার দিকে তাকিয়ে দেখছে না
  • π | ১৬ মার্চ ২০২০ ০২:১০435949
  • আমি নিশ্চিত একক চাইলে এই আলোচনাতেও শীর্ষেন্দু শরদিন্দু আনতে পারে!
  • S | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০২:০৩435948
  • একটা ব্যাপার একটু খেয়াল রাখবেন আপনারা। হিটলার নিয়ে আলোচনার করার সময় প্রথম বিশ্বযুদ্ধের কথা মাথায় রাখবেন। তখন কিন্তু হিটলার নেই। কিন্তু জার্মান ন্যাশনালিজম রয়েছে। অন্যদিকে বৃটিশ আর ফান্সের জাতিসত্ত্বার কচকচানিও কম যায়্না।

    তখন হিসাঅটাই অন্যরকম। ইয়োরোপ যদি পৃথিবীর কেন্দ্রবিন্দু ধরেই নেওয়া হয়, তাহলে ইয়োরোপের সেরা জাতই পুরো পৃথিবীর অধিশ্বর এবং রাজত্ব করবে। তার প্রচুর সুফলও আছে, বিশেষ করে অর্থনৈতীক। যেটা বৃটিশরা একটা বিশাল সময় ধরে এন্জয় করেছে। যেকোনও সুপার পাওয়ারই করে থাকে, এখনও করছে, আগামী দিনেও করবে।
  • একক | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০২:০৩435947
  • দর্শন হিসেবে অবসসই মানে রাখে , আইনস্টাইন খুড়ো অবজেকটিভ রিয়ালিটিতে মন মজে ছিলেন সে কথা আলাদা :) তবে বিজ্ঞানী হিসেবে কী ভেবেছিলেন সে আন্দাজ করার ক্ষমতা আমার নাই :|
  • o | 173.245.***.*** | ১৬ মার্চ ২০২০ ০১:৫৮435946
  • ইন ফ্যাক্ট, মানুষের গোটা সভ্যতার ইতিহাস আসলে পাগলামিকে থিয়োরাইজ করার ইতিহাস। এইটে আজকের বাণী। ঃ-)))
  • aranya | 108.162.***.*** | ১৬ মার্চ ২০২০ ০১:৪২435945
  • কটিন সব আলুচানা চলচে, হায় কোথায় সেই শীর্ষেন্দু, শরদিন্দু
  • o | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০১:৪২435944
  • @একক হ্যাঁ, জিজেক ভাট বকে, কিন্তু ভাল লাগে কারণ পেসিমিস্ট, ব্যক্তিমানুষ ভাল কিছু করবে, দুনিয়া একদিন ভাল হবে এইসবকে সন্দেহের চোখে দেখে। ঘরে একটা স্তালিনের ছবি ঝুলিয়ে রেখেছে যাতে লোকে এসে জিজ্ঞেস করে কেন রেখেছেন। ঃ-)))

    কিন্ত ফেইনম্যান নয়, ফেইনম্যান নয়। ভদ্রলোক ছবি এঁকে নোবেল পেয়েছেন, কমপ্লেক্স জিনিসকে কিভাবে সিম্পল করে ভাবতে হয় শিখিয়েছেন। নো ডাউট ব্রিলিয়ান্ট ফিজিসিস্ট, যদিও নিজের সম্পর্কে একটু বেশিই ভাট বকতেন। ঃ-))) কিন্তু এই আলোচনায় ফেইনম্যান নয়, আইনস্টাইন আসবেন। বুড়ো নিজে কোয়ান্টাম মেকানিক্সের একজন গডফাদার হয়েও কিছুতেই আনসার্টেনটি জিনিসটাকে মানতে চাইলেন না। জাস্ট বিকজ ফিলোজোফিক্যালি ইট ডাজনট মেক সেন্স (রেফার টু বোর-আইনস্টাইন ডিবেট), ভদ্রলোক ইউনিফায়েড ফিল্ড থিয়োরীর পিছনে পড়ে রইলেন। বায়োগ্রাফার বলবে লোকটা জীবনের শেষ তিরিশ বছর মাছ ধরে কাটালেও বেটার হত। বৌদ্ধিক গোঁড়ামি নাকি হার্ড মেন্টালিটি থেকে বেরিয়ে আউটলায়ার হয়ে থাকা? আমি ঠিক বুঝিনা। শুধু জানি আজকের কোন ফিজিসিস্ট এরকম পাগলামি করবে না। ঃ-)))
  • একক | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০১:৪০435943
  • জামাকাপড় সংক্রান্ত কথাগুলো বোধ হয় বুঝিয়ে বলতে পারিনি । ওটা তথাকথিত ভোগবাদের ভুল প্রয়োগ নিয়ে বলা । যে , কিভাবে , আমরা খেটেখুটে আয়ুক্ষয় করে ক্রীতদাস হয়ে জীবন কাটিয়েও ভোগ থেকে দূরে থেকে যাচ্ছি কারণ উপার্জন করতে শিখছি কিন্তু ভোগ করতে শিখছি না । যে ভালো জামাকাপড় পড়তে চায় সে তো সত্যি মন থেকে চায় । কিন্তু শিক্ষার অভাবে ক্লুলেস । এইটা বোঝাতে চেয়েছি । ফাইনম্যান তো ট্যুডের কোট পরেই থাকতে স্বচ্ছন্দ ছিলেন , ওনার ভোগ ছাত্র পড়ানোয় , নতুন থিওরি আবিস্কারে , পার্টিতে বঙ্গ বাজানোয় । খামোখা ওনাকে সিল্কের টাই দিয়ে মাপবো কেন :)) যে চায় কিন্তু পারে না , রোজগার করেও পারে না , কারণ শিক্ষাটাই তাকে ছিবড়ে করার জন্যে তৈরী , ভোগী তৈরী করার জন্যে নয় , তাকে বলার ছিল । আশা করি ক্লিয়ার হবে ।
  • Ekak | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০১:২৪435942
  • কি যে বলেন :) ফাইনম্যান কত লোককে ভাবতে শিখিয়েছেন :) বিশাল ইনফ্লুয়েন্সার । আমি আবার কী বলবো ।
  • একক | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০১:২২435941
  • @ ও

    আমার আন্দাজ খানিকটা অব্জেক্টিভিজমের দিকে ঘুরবে সময়ের চাকা । কর্পোরেট ফ্যাসিবাদ উত্তর যুগে । দেখা যাক ।

    জিজেক লোকটা তো বাজে বকে বকে পপস্টার হয়ে গেছে , সেই কবে একটা প্রাতঃস্মরণীয় বই লিখে তারপর থেকে শুধু মানে বই বিলোচ্ছে । বাট হিজ আন্ডারস্ট্যান্ডিং অন হেগেল ইজ নোটওয়র্দী । তো কয়েকবছর আগে , স্লোভেনিয়ার কোন এক ইউনির ক্লাসে বলছিলো , পোস্ট মডার্নিজম বিষ্ঠা কে আত্মীকৃত করেছে । মানে ওই হেগেলিয়ান শিট বোঝাতে গিয়ে , যে আগে ছিল ফুল ভালো - বিষ্ঠা খারাপ । বিষ্ঠাকে সিস্টেমের বাইরে রাখো । তার পর এলো , ফুল যে বিষ্ঠা থেকে ফোটে তাকেই অস্বীকার করার হেজিমনি কে আঘাত করো । এই করতে গিয়ে সাবজেকটিভ হলো । এর পরের স্টেপ টা মারাত্মক । ফুল ও ফুলের মতো করে ভালো বিষ্ঠা ও বিষ্ঠার মতো করে ভালো । লাও ঠ্যালা । দুটোই নিজের অবজেকটিভ সত্বা হারিয়ে গু মাখা ফুলে জগৎ আচ্ছন্ন । মানে , ভার্বাটিম নয় , মাঝে প্রচুর জার্গেন আছে , গোদা ব্যাপারটা এই আর কি ।

    তো আমি যেটুকু বুঝেছি , ফ্যাসিবাদ , হিটলারের যে ফ্যাসিবাদ উন্নত সত্বাৰ স্বপ্ন দেখিয়ে তার ঝোঁক অবজেকটিভ রিয়ালিটির দিকে । এখন এই ট্রাম্প -ফ্যাম্প তা নয় আদৌ , এদের উত্থান আসলে লিবারালদের সাবজেকটিভ ভুলভুলাইয়াকে বোকা বানিয়ে , তাদের অস্ত্রেই তাদের মেরে । এই নিও ফ্যাসিজমের উত্থানে পোমোদের একরকম করে দায় আছে ।

    এই পুরো ঘেঁটে যাওয়ার সার্কল , তার সঙ্গে ফেক নিউজ , ডিপ ফেক সব মিলে একটা ক্রুশিয়াল পয়েন্টে পৌঁছনোর পর মানুষ আবার অব্জেক্টিভিজমের দিকে ঝুঁকবে । সেটা কাকে অবলম্বন করে , কোন স্পিরিচুয়াল বেস থেকে তা জানিনা , আন্দাজ করতে পারলে তো থিওরিটিশিয়ান হয়ে যেতুম । আপাতত আঙ্গুল চুষছি :|
  • রৌহিন | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০১:১৬435940
  • কেয়ার না করাটা তো তাঁর চয়েস। বাধ্য হয়ে জানতেন না এমন তো নয়

  • বাচ্ছাদের ইচ্ছে | 108.162.***.*** | ১৬ মার্চ ২০২০ ০১:১০435939
  • আচ্ছা একক কি ফাইনম্যান কে ইন্ফ্লুয়েসার কনসিডার করবে ?
    " কোন পোষাকের কোন রঙ্গের সঙ্গে কোন্টা জায় বা জায় না । ইভেন এক্টা গহনার চয়েস , দেয়ালের রঙ্গ, শড়ির পার ,এক্টা স্যুটের কাপোড়ের টেক্স্চার " - এসব কিচুই ভদ্রোলোক বিশেষ কেয়ার করতেন না, যদ্দূর জানি ।

    এখন, ফাইনম্যান ইন্ফ্লুয়েন্সার না হলে কোনো কতা নেই!
  • অর্জুন | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০১:০৩435938
  • বাবা আজ পুরনো বাড়িতে গেছিলেন। দেখি সঙ্গে নিয়ে এসেছেন এক ব্যাগ পুরনো বই। খুলতেই মনে হল আমার বেড়ে ওঠার দেড় দশক এক ডালায় হাজির। যে সব বইগুলো নাড়াচাড়া করে বড় হয়েছি , পাশে নিয়ে ঘুমিয়েছি।

    ১। বিদ্যাসাগরের 'বর্ণ পরিচয়ের ২য় ভাগ'
    ২। সুকুমার রায়ের 'খাই খাই'
    ৩। রবীন্দ্রনাথের 'নৈবেদ্য'
    ৪। সত্যজিৎ রায়ের 'বাঃ বারো'
    ৫। Mobby Books র Illustrated Classic Edition র
    Lew Wallace Ben- Hur
    ৬। Anna Sewell র Black Beauty
    ৭। বিখ্যাত রাশিয়ান পত্রিকা স্পুটনিকের একটি সংখ্যা
    একদম শিশু বয়েসের তিনটি বই
    ৮। My Basket
    ৯। The Fire Bird
    ১০। The Telephone
    ১১। পাড়ার টুটু-দা'র (সুদীপ্ত সরকার) আর তার বন্ধু আফিফ ফুয়াদের সম্পাদিত 'অভিমুখ' পত্রিকার একটি সংখ্যা (রয়েছে মনোরঞ্জন ব্যাপারীর সাক্ষাৎকার )
    ১২। Frontline পত্রিকায় অমর্ত্য সেনের নোবেল পুরস্কার প্রাপ্তী উপলক্ষে সংখ্যা।

  • o | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০০:৫৮435937
  • হুঁ, নৌকায় ফুটো, আই এগ্রি। ঃ-))) সমস্যাটাকে পুরোটা একসাথে দেখাই ভাল, তাতে যত জটিল হয় হোক। একটু অ্যাপ্রক্সিমেট করে লিনিয়ারাইজ করে সোজা করে নিয়ে সলভ করে কোন লাভ নাই। ঃ-)))
  • π | ১৬ মার্চ ২০২০ ০০:৫২435936
  • না, দেখি কাল।
  • অরিন | ১৬ মার্চ ২০২০ ০০:৪৮435935
  • পাই, তোমার জ্বর হয়েছে জেনে খারাপ লাগছে। করোনাভাইরাসের টেস্ট করিয়েছ?
  • Ekak | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০০:৪৮435934
  • @ ও

    না , ব্যক্তিকে দোষ দিয়ে কি লাভ । গাল দি , সে নিজেকেও দি , কিন্তু দেশজুড়ে ভেড়া হওয়ার শিক্ষা পেয়ে আমরা ভেড়া হয়েছি ভেড়ার রাজত্বে ।

    আর ক্লাসিক্যাল মডেলের সঙ্গে তফাৎ বিস্তর , আমরা আর মালিক ও ভেড়া সম্পর্কে নেই । উভয়েই ভেড়া । যে লোকটা আমার বাতাসে বিষ মেশায় সে নিজেও এই বাতাস টেনে নিয়ে মরে । সিস্টেম চেঞ্জ বলতে বা রিক্লেইম করা বলতে ,তাই আমি কোনো অদৃশ্য হাওয়াকালের হাত থেকে ছিনিয়ে আনার রোমান্টিক গপ্পে বিশ্বাসী না । নৌকায় ফুটো , যা করার করি চলো , এইটুকুই ।
  • S | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০০:৪৬435933
  • কঠিন বললে ঠিক হবে না। বলা উচিত সবথেকে গুরুত্বপূর্ণ।
  • S | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ০০:৪৬435932
  • এমনিতেও এডুকেশানের সবথেকে কঠিন প্রশ্ন হলঃ হোয়াট ইজ জাস্টিস?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত