হিটলারের কি ইহুদী কানেকশন ছিল ? বাবা ছিলেন ঠাকুমার অবৈধ সন্তান।
চিত্রশিল্পী হতে চেয়েছিল। ভিয়েনার আর্ট স্কুলের প্রবেশিকা পরীক্ষায় দুবার অ্যাপিয়ার করেন, দুবারই ফেল। তার মূল কারণ ছবি ভাল আঁকলেও হিটলার হিউমেন ফিগার আঁকতে পারতেন না।
হিটলারের আঁকা বেশ কিছু ছবি, বেশ দক্ষ শিল্পীর হাতের কাজ।
কেয়ার না করাটা তো তাঁর চয়েস। বাধ্য হয়ে জানতেন না এমন তো নয়
বাবা আজ পুরনো বাড়িতে গেছিলেন। দেখি সঙ্গে নিয়ে এসেছেন এক ব্যাগ পুরনো বই। খুলতেই মনে হল আমার বেড়ে ওঠার দেড় দশক এক ডালায় হাজির। যে সব বইগুলো নাড়াচাড়া করে বড় হয়েছি , পাশে নিয়ে ঘুমিয়েছি।
১। বিদ্যাসাগরের 'বর্ণ পরিচয়ের ২য় ভাগ'
২। সুকুমার রায়ের 'খাই খাই'
৩। রবীন্দ্রনাথের 'নৈবেদ্য'
৪। সত্যজিৎ রায়ের 'বাঃ বারো'
৫। Mobby Books র Illustrated Classic Edition র
Lew Wallace Ben- Hur
৬। Anna Sewell র Black Beauty
৭। বিখ্যাত রাশিয়ান পত্রিকা স্পুটনিকের একটি সংখ্যা
একদম শিশু বয়েসের তিনটি বই
৮। My Basket
৯। The Fire Bird
১০। The Telephone
১১। পাড়ার টুটু-দা'র (সুদীপ্ত সরকার) আর তার বন্ধু আফিফ ফুয়াদের সম্পাদিত 'অভিমুখ' পত্রিকার একটি সংখ্যা (রয়েছে মনোরঞ্জন ব্যাপারীর সাক্ষাৎকার )
১২। Frontline পত্রিকায় অমর্ত্য সেনের নোবেল পুরস্কার প্রাপ্তী উপলক্ষে সংখ্যা।