এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১২:২১433801
  • কোথায় দেখলি?

    তবে নরেন্দ্রচাড্ডি ও রবীন্দ্রচাড্ডিদের হুপাহুপ লম্ফঝম্প যেমন দিন কে দিন বাড়ছে, এসন আর চলবেনা বেশিদিন। স্কুলে মহায়ন আউড়াচ্ছে শুনলেও পুলুশে ধরে নিয়ে যেতে পারে!

    বলা যায়না রবীন্দ্রগানের প্যারডি লিখলে পরোয়ানা, এই গান ভিডিও র জন্য মামু গ্রেপ্তার, সাইট থেকে সব প্যারডি মুছে দেওয়ার ফতোয়া, সবই আসতে পারে। আজকাল আর কিছুতে আশ্চর্য হইনা। যাতে হতে পারতাম মনে হুত, রোজকার আশপাশ তাকে নিত্যদিনই ছাপিয়ে চলেছে!

    ভাল কথা, আমার তো মনে হুল, এই গানটির অরিজিনাল ফর্মের সংগেও এই নাচটাও (এমনকি মনে হচ্ছে, ক্যাডবেরি কি কিটক্যাটের নাচগুলোও, ছন্দে মিলবে কিনা ভাল করে দেখিনি) দিব্বি দৃষ্টি ও শ্রুতিনন্দন ব্যাপার হতে পারত! কারুর কোন জিনিস ভাল নাই লাগতে পারে কিন্তু নান্দনিকতা যে আপেক্ষিক, খুবই সাব্জেটিভ, এই সারসত্য যাঁ্রা বোঝেননা, আর নিজেদের যা নান্দনিক মনে হয়না, তার বিরুদ্ধেই ফতোয়া দাগেন, তাঁদের মৌলবাদী বলতে মৌলবাদের সংজ্ঞাই বাধ্য করছে!

    https://www.guruchandali.com/comment.php?topic=17155
  • r2h | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১২:২০433800
  • ওদিকে রবিবাবু ছোটবেলায় মাইকেলকে একটু মন্দ বলেছিলেন, বড় হয়ে বোধদয় হয়ে ঐটা ঠিক ঠিক হয়নি এবং তা মূলত তারুণের গুঁতোগুঁতি ছিল - এমন জিকর করেছেন - এই মর্মে একটা রচনা আছে তাঁর - এইটা মা বলেছে খুঁজে দিতে। টেগোরওয়েব আতিপাতি করেও পাচ্ছি না।
  • r2h | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১২:১৫433799
  • কে যে কি পড়ে আর কি পড়ে না বোঝা দায়। আমার এক বন্ধু ছিল, ট্যাঁশ ইংরেজী মিডিয়ামের আঁতেল, শৈশবে ইওরোপের কোথায় ছিল, পার্কস্ট্রীটের ফুটপাথ থেকে মোরাভিয়ার গ্রাফিক নভেল আর প্লেবয়ের পানু গল্পের অয়্যসর্টেড কম্পাইলেশন কিনতো, আমি ধার নিয়ে পড়তাম। তো প্লেজান্টসভিল সিনেমাটা দেখে কথা বলতে বলতে আমি বললাম তুই তো তাসের দেশ পড়িসনি, ইত্যাদি ইত্যাদি। কথা শেষ হওয়ার পর ও বললো, পড়েছি, নাটকও করেছি, আমি হয়েছিলাম নহলা পণ্ডিত।
  • একলহমা | ০৭ মার্চ ২০২০ ১২:১৪433798
  • আর এখন ত গোলপোস্ট ক্রমাগত সরে যাচ্ছে।
  • একলহমা | ০৭ মার্চ ২০২০ ১২:১২433797
  • @ pi | 172.69.134.116 | ০৭ মার্চ ২০২০ ১২:০৬
    কিসসু হবে না গো, এরা ঐ রকম বহিরঙ্গেই থেকে যাবেন, অন্তরে ঢুকবেন না।
  • অর্জুন | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১২:১০433796
  • T | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১২:০৯433795
  • এদিকে কাল দেকলাম কৌলীন্যের হদ্দমুদ্দ সিনারিও মানে খোদ মুঘল বাদশাহদের অন্তরমহলের পরিবেশের বর্ণনা।
    দোর্দন্ডপ্রতাপ (দি বিগ রড) আকবর বাদশা খালি গায়ে একটা লুঙ্গি পরে ভুঁড়ি চুলকোতে চুলকোতে জনান্তিকে শুধোচ্চেন, এই গান্ডু আমার হুঁকোটা কোথায়।
    :)))

    মাক্কালী।
  • অর্জুন | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১২:০৮433794
  • @r2h ০৭ মার্চ ২০২০ ১১:৫১

    ইংরেজরা অনেক শিক্ষিত জাতি। ওরা নিজেদের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি অনেক ম্যাচিওর। ওরা প্রডাক্টিভ কাজ করতে পারে।

    বুদ্ধদেব বসু যেমন রবীন্দ্র বিরোধী ছিলেন ঠিক ততটাই রবীন্দ্র বিশেষজ্ঞ ছিলেন। যারা রবীন্দ্রনাথের সমালোচনা করতেন তারা তাঁকে নিয়ে সাধনাও করেছেন।
  • :-& | 172.69.***.*** | ০৭ মার্চ ২০২০ ১২:০৬433793
  • ন্যাড়াবাউকে শুধু তথ্যের খাতিরে জানিয়ে যাই রবীন্দ্রনাথ সত্যিই লগনচাঁদা — মীন রাশি, মীন লগ্নের জাতক।
  • pi | 172.69.***.*** | ০৭ মার্চ ২০২০ ১২:০৬433792
  • তাসের দেশ কোট করব ভাবছিলাম। কাজ কমিয়ে দিলেন। ধন্যবাদ!

    আমি শিওর, যারা এসব বএ বেড়াচ্ছে, তারা তাসের দেশ নিশ্চয় করেছে বা দেখেছে, কিন্তু অমনই করা দেখার ছিরি। হয়ত দেখেছে বা বুঝেছে পুরো ব্যাপারটায় যথেষ্ট কৌলীন্য আছে, তাতেই খুশি। কন্টেন্টে যে কী ছিল সে বোধহয় কান থেকে আরেক কান অব্দি গিয়ে, হয়তো এসবই তৈরি কানের চমতকার!

    দেখেশুনে মনে হয়, তাসের দেশ পার্ট টু এই রাবীন্দ্রিক ছক্কাপঞ্জারাজাগজাদের নিয়ে নামানো দরকার! আছেন কেউ?
  • pi | 172.69.***.*** | ০৭ মার্চ ২০২০ ১২:০৬433791
  • তাসের দেশ কোট করব ভাবছিলাম। কাজ কমিয়ে দিলেন। ধন্যবাদ!

    আমি শিওর, যারা এসব বএ বেড়াচ্ছে, তারা তাসের দেশ নিশ্চয় করেছে বা দেখেছে, কিন্তু অমনই করা দেখার ছিরি। হয়ত দেখেছে বা বুঝেছে পুরো ব্যাপারটায় যথেষ্ট কৌলীন্য আছে, তাতেই খুশি। কন্টেন্টে যে কী ছিল সে বোধহয় কান থেকে আরেক কান অব্দি গিয়ে, হয়তো এসবই তৈরি কানের চমতকার!

    দেখেশুনে মনে হয়, তাসের দেশ পার্ট টু এই রাবীন্দ্রিক ছক্কাপঞ্জারাজাগজাদের নিয়ে নামানো দরকার! আছেন কেউ?
  • PM | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১২:০৫433789
  • বেচারা অর্জুন . অন্য্ জায়গায় ট্রোলড হয়ে এখানে এলেন দু:খ করতে . উল্টে ৫ গুন্ ট্রোলড হলেন
  • r2h | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১২:০৫433790
  • ডিসির সঙ্গে একেবারে একমত। (প্রাণের লোক আর একক দুই বিষয়েই)

    আমি দু বছর পয়তাল্লিশ মিনিট করে শুধু রূপম আর রোদ্দুর রায় শুনেছিলাম (এমপিথ্রি প্লেয়ারে ঐ ছিল, আপিস থেকে ফিরতে। ও, পরে চন্দ্রবিন্দু নয় বেরুলো, মাস ছয়েক ওটাও)
  • অর্জুন | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১২:০১433788
  • গান যারা গান তাদের কোথা বলা হচ্ছে। গলায় সুর নেই বা বেসুরো তার পোশাক দিয়ে কি হবে!

    ন্যাড়া বাবু, ডিসি'রা যে সময়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ছেন বাংলায় তখন গানের জগতে যারা ছিলেন জর্জ বিশ্বাস, সাগর সেন, চিন্ময় চট্টোপাধ্যায়, অর্ঘ্য সেন, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত, সন্তোষ সেনগুপ্ত সবাই এক ধারসে ধুতি ও লম্বা শার্ট। এমনকি সত্যজিৎ রায় ও মৃণাল সেন পর্যন্ত। এদের দেখলেই চোখ আর মন ঠাণ্ডা হয়ে যেত, তারপর তো গান। আমি এটার কথাই বলার চেষ্টা করছি।

    বিক্ষিপ্ত হয়ে কিছু করা যায়না।
  • একলহমা | ০৭ মার্চ ২০২০ ১২:০১433787
  • আমার না মাইরি দারুণ একটা সিকোয়েন্স মনে এল।
    রবীন্দ্রনাথ --- গেরুয়া আলখাল্লা --- রং দে মোহে গেরুয়া --- গেরুয়া শাড়ীর আঁচল পুরো পর্দা জুড়ে হাওয়ায় উড়ছে
    পুরোটাই চূড়ান্ত শৈল্পিক না?
  • ন্যাড়া | 172.68.***.*** | ০৭ মার্চ ২০২০ ১২:০১433786
  • "বাবার কাছে একটা ক্যাসেট আছে নিউ জার্সির একটা অনুষ্ঠানের।"

    - ইয়ে, মানে ওনাকে আমার পরিবারের লোকেরাই এনেছিলেন। উনি ওনাদের বাড়িতেই ছিলেন। আমার পিসি সে সময়ে অতি অল্প বয়েসে মারা যান অ্যামেরিকায়। ওনার মৃত্যুবার্ষিকীতে বাড়িতে পরিবারের জন্যে উনি যে গান গেয়েছিলেন, অমন গান আমি কমই শুনেছি। আমার কাকা ওনার কাছে গান শিখেছেন। তাই ছেলেবেলা থেকে প্রচুর সুবিনয় শুনতে বাধ্য হয়েছি। সরি, ব্যক্তিগত চারণ হয়ে যাচ্ছে।

    সুবিনয় রায়ের সুরের প্রয়োগ আসাধারণ। কিন্তু পারফরমেন্স আর্টিস্ট হিসেবে আমার ওনার সম্বন্ধে ধন্দ আছে।
  • r2h | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১১:৫৫433785
  • রোদ্দুর রায় কিন্তু মাঝে মাঝে আলখাল্লা টাইপ কিসব পরেন। দাড়িও আছে।
  • একলহমা | ০৭ মার্চ ২০২০ ১১:৫৪433784
  • রাজপুত্র। বেড়ার নিয়ম ভাঙলেই পথের নিয়ম আপনিই বেরিয়ে পড়ে, নইলে এগোব কী করে।
    পঞ্জা। ওরে ভাই, কী বলে এরা। এগোবে! অম্লানমুখে ব’লে বসল, এগোব।
    রাজপুত্র। নইলে চলা কিসের জন্যে।
    ছক্কা। চলা! চলবে কেন তুমি! চলবে নিয়ম।
  • একলহমা | ০৭ মার্চ ২০২০ ১১:৫৩433783
  • আমি বাপু আলখাল্লা ছাড়া দাড়িবুড়োকে কল্পনাই করতে পারি না। সব্বাই যে কেন আলখাল্লা না পড়ে ওনার গান গায় কে জানে! একদম ঠিক নয়।
  • r2h | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১১:৫১433782
  • 'শেক্সপিয়ারকে নিয়ে ইংরেজদের ছুঁচিবাই নেই' - কি যে বলেন, কাল ফেসবুকে 'সাহিত্য'বিষয়ক গ্রুপে একটা পোস্ট পড়েছে, ইংরেজরা কোনদিন শেক্ষপীর বা মিল্টনকে নিয়ে খিল্লি করে না, তাই তো ওরা এত মহান।

    তাসের দেশের প্রিয় ডায়ালগ হলো 'ওগো বিদেশী - আমিও কি পারবো?' আমার মনে হয় বলি, না বস, পারবেন না।

    আধমরাদের ঘা মেরে তুই বাঁচা, হুঁহুঁ। রোদ্দুর রায়ের পূর্বনাম ছিল অমলকান্তি। চার্দিকে ধাষ্টামো দেখে নাম পাল্টে নিয়েছে, কবি খবর পাননি।
  • ন্যাড়া | 172.68.***.*** | ০৭ মার্চ ২০২০ ১১:৫০433781
  • "বাবা বলেন কান তৈরি হতে হয়।"

    - এ একেবারে হক কথা। কান কী করে তৈরি করতে হয়, এ ব্যাপারে কোন টিপস আছে?
  • o | 173.245.***.*** | ০৭ মার্চ ২০২০ ১১:৪৯433780
  • ঠিক ঠিক! :-)

  • T | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১১:৩৮433779
  • হে সুধী, এইখানে আরেকটি সমস্যা আছে। 'বাঁড়া চাঁদ উঠেছিল গগনে' এই চারটে আলাদা শব্দ আলাদা আলাদা পিঠে দেখা গ্যাচে। বিবিধ কম্বিনেশন যেমতি 'গগনে চাঁদ উঠেছিল বাঁড়া' বা আরো মারাত্মক 'গগনে উঠেছিল বাঁড়া' এইরকম ভাবে মহাকালের লীলায় যদি শব্দবন্ধ দেখাই যেত তাহলে বিবিধ মরাল পায়জামারা কী বলতেন? আপত্তি 'বাঁড়া' নিয়ে না রবীন্দ্রনাথে বাঁড়া নিয়ে? বসন্তোৎসবে সেপারেট 'বাঁড়া' ঘুচ্চে সেও কী নিতান্ত মান্যতা পেত?
  • অর্জুন | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১১:৩৬433778
  • পোশাক নিয়ে এত কথা হচ্ছে রবীন্দ্রনাথ লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে, কাঁধে গামছা,  হাঁটুমুড়ে হুঁকো খাচ্ছেন, এই ছবিটা  কল্পনা করতে পারেন ? 

  • | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১১:৩২433777
  • আমি ন্যাড়ার দলে এই বিষয়ে, নেকুপুসুর কোন মানে হয় না। একদম ঠিক বলেছে।
  • dc | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১১:২৮433776
  • সেই কতো বছর আগে রোদ্দুর রায়ের ভিডিও দেখে মুগ্ধ হয়ে গেছিলাম, এখনও মনে হয় এই লোকটা আমার প্রাণের লোক।

    (আর ইয়ে, রোদ্দুর রায়কে দেখলেই এককের কথা মনে হয়)।
  • T | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১১:২৮433775
  • বাঙালীর রবীন্দ্রনাথ শাড়ি গামছা ধুতি নিয়ে যাবতীয় ন্যাকাচো আদিখ্যেতার ধুদ্ধুড়ি নাড়িয়ে দিতে যে অবতারের জন্ম, সেই রোদ্দুর রায়কে যারা ক্যালাতে চাইবে সেই পাতাখেকো বাইসনদের উড়িয়ে দাও। উড়িয়ে দাও।
  • অর্জুন | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১১:২৭433774
  • ন্যাড়া বাবু, সুবিনয় রায়ের মত রবীন্দ্র সংগীত গায়ক হয়না। আহা! কি গাইতেন ! ওঁর গানে শব্দ উচ্চারণ অপূর্ব। আমার ছোটবেলায় বাবা ওঁর রেকর্ড চালিয়ে দিতেন। বাবা বলেন কান তৈরি হতে হয়। সুবিনয় রায় বিদেশে গাইতে গেলে রবীন্দ্র সংগীত সম্পর্কে এবং যে গানটি গাইতেন সেটার বিষয়ে বলতেন। কি অসাধারণ সাহিত্যিক ইংরেজি বলতেন ভদ্রলোক। বাবার কাছে একটা ক্যাসেট আছে নিউ জার্সির একটা অনুষ্ঠানের। এরা অন্য মার্গের সব ব্যক্তিত্ব । 

    খুব ভাল শিক্ষক ছিলেন সুবিনয় বাবু। 

  • অর্জুন | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১১:২৭433773
  • ন্যাড়া বাবু, সুবিনয় রায়ের মত রবীন্দ্র সংগীত গায়ক হয়না। আহা! কি গাইতেন ! ওঁর গানে শব্দ উচ্চারণ অপূর্ব। আমার ছোটবেলায় বাবা ওঁর রেকর্ড চালিয়ে দিতেন। বাবা বলেন কান তৈরি হতে হয়। সুবিনয় রায় বিদেশে গাইতে গেলে রবীন্দ্র সংগীত সম্পর্কে এবং যে গানটি গাইতেন সেটার বিষয়ে বলতেন। কি অসাধারণ সাহিত্যিক ইংরেজি বলতেন ভদ্রলোক। বাবার কাছে একটা ক্যাসেট আছে নিউ জার্সির একটা অনুষ্ঠানের। এরা অন্য মার্গের সব ব্যক্তিত্ব । 

    খুব ভাল শিক্ষক ছিলেন সুবিনয় বাবু। 

  • o | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১১:২৬433772
  • 'বাঁড়া চাঁদ উঠেছিল গগনে' এই লাইনে 'বাঁড়া' শব্দের মিনিমালিস্টিক প্রয়োগ একেবারে যথাযথ এবং সুমধুর। 'বাঁড়া' শব্দটি অরিজিনাল লাইনে প্রচুর কৌলিন্য যোগ করেছে। ঃ-)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত