ঠিক ঠিক! :-)
পোশাক নিয়ে এত কথা হচ্ছে রবীন্দ্রনাথ লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে, কাঁধে গামছা, হাঁটুমুড়ে হুঁকো খাচ্ছেন, এই ছবিটা কল্পনা করতে পারেন ?
ন্যাড়া বাবু, সুবিনয় রায়ের মত রবীন্দ্র সংগীত গায়ক হয়না। আহা! কি গাইতেন ! ওঁর গানে শব্দ উচ্চারণ অপূর্ব। আমার ছোটবেলায় বাবা ওঁর রেকর্ড চালিয়ে দিতেন। বাবা বলেন কান তৈরি হতে হয়। সুবিনয় রায় বিদেশে গাইতে গেলে রবীন্দ্র সংগীত সম্পর্কে এবং যে গানটি গাইতেন সেটার বিষয়ে বলতেন। কি অসাধারণ সাহিত্যিক ইংরেজি বলতেন ভদ্রলোক। বাবার কাছে একটা ক্যাসেট আছে নিউ জার্সির একটা অনুষ্ঠানের। এরা অন্য মার্গের সব ব্যক্তিত্ব ।
খুব ভাল শিক্ষক ছিলেন সুবিনয় বাবু।
ন্যাড়া বাবু, সুবিনয় রায়ের মত রবীন্দ্র সংগীত গায়ক হয়না। আহা! কি গাইতেন ! ওঁর গানে শব্দ উচ্চারণ অপূর্ব। আমার ছোটবেলায় বাবা ওঁর রেকর্ড চালিয়ে দিতেন। বাবা বলেন কান তৈরি হতে হয়। সুবিনয় রায় বিদেশে গাইতে গেলে রবীন্দ্র সংগীত সম্পর্কে এবং যে গানটি গাইতেন সেটার বিষয়ে বলতেন। কি অসাধারণ সাহিত্যিক ইংরেজি বলতেন ভদ্রলোক। বাবার কাছে একটা ক্যাসেট আছে নিউ জার্সির একটা অনুষ্ঠানের। এরা অন্য মার্গের সব ব্যক্তিত্ব ।
খুব ভাল শিক্ষক ছিলেন সুবিনয় বাবু।