এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৩:৩৪433231
  • আহা তুমি হলে গিয়ে পাই। গুরুর সম্পাদিকা। তোমার প ড়াশুনা, এক্সপোজার কত বেশী। আমি নেহাত ই ছাপোষা মানুষ ।তোমার সাথে আমার তুলনা করলে চলবে হে? :))))

    তাছাড়া মাঝে মাঝে বুঝতে পারলে আমার মনে সন্দেহ থাকতো না। গুরুর তো বেশীর ভাগ জনতার কথাই বুঝতে পারি। অনেক বিষয় জানি নি সেগুলো শিখে নি। কিন্তু :)))
  • r2h | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৩:৩২433230
  • উত্তরবঙ্গে অনেক বাড়িঘর হচ্ছে। আমাকে এক প্রোমোটার কোম্পানির লোক বলেছিলেন, এইরকম হচ্ছে, প্রোপার্টির মধ্যে বুনো মোষ চলে আসে ইত্যাদি। আমার একটু একটু ঘোড়ারোগও হচ্ছিল। তারপর মনে হলো বাড়িঘর হয়ে গেলে মোষও আসবে না, শামুকখোল পাখি দেখার প্রবৃত্তিও থাকবে না। এর থেকে একটু পদচিহ্ন কমানো ভালো।

    কিন্তু আজ জলদাপাড়ায় কী হলো? অরণ্যদার পোস্টে দেখলাম।

    ধরনীর এক কোণে রহিব আপনমনে ধন নয় মান নয় একটুকু বাসা, হতভাগা পায়রার উৎপাতে তারও উপায় নেই।
  • aka | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৩:২৩433229
  • এখন কোন বিষয়ে কথা বলা যাবে?

    আচ্ছা বিষয় ঠিক করতে কি ডেলিগেট যোগাড় করতে হবে? নাকি সুপার প্যাক?

    অ্যাড কি মাস্ট? নাকি মানেবই? কতটা গ্রাসরুট লেভেলে যেতে হবে? নাকি ভাটের “ওবামা“ কে ফোন ঘোরাতে হবে?

    কতটা ক্যামপেইন মানি দরকার? ইত্যাদি সব জানতে সম্গে থাকুন, কার? ভাট পড়ে নিন।

    বার্ণি ইজ ওভার। এবারে বাইডেনকে কিভাবে জেতানো যায় সেই বিষয়ে ভাবতে হবে। জয় হিন্দ।
  • r2h | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৩:১৬433228
  • এটা হতে পারে। এই জিনিসটা আরো বেশি করে আমার জন্যে হয় বুবুভা বা হপার ক্ষেত্রে। আসল লেখাট হয়তো পড়া, মন্তব্যের জন্যে অনেক দূর, ফোনে আরো অসুবিধে।

    কিন্তু সেটা তো একবার গিয়ে পৌঁছনোর পর। ভাটের লিঙ্ক প্রথমেই হাতের নাগালে; আবার অন্যদিকে নিয়মিতদের জন্যে, কথার পিঠে কথার মুডটা ভাটেই সেট থাকে। টই সেদিক থেকে কিছুটা হলেও ফর্মাল।
  • pi | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৩:১০433227
  • উফ, আমি কী কিন্তু কিন্তু করে লিখছি!!
  • pi | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৩:০৯433226
  • কিন্তু ভাটে একদম উপরেই শেষ মন্তব্য দেখা যায় আর উপরেই লেখার বাক্স আছে, সেখানে টইয়ে শেষ মন্তব্য পড়তে বা লিখতে পুরো পাতা স্ক্রোল করে নামতে হয়, পাতা পড়া থাকলে সেখানে এটা কিছুটা ফিউটাইল এক্সারসাইজ, এরকম কোন সাইকোলজি কি কাজ করে, টইয়ের বদলে ভাটে লেখার ক্ষেত্রে?
  • pi | 14.***.*** | ০৪ মার্চ ২০২০ ১২:৫৬433225
  • কিন্তু আমি তো বেশিরভাগই বুঝতে পারি, পড়িও, সময় না পেলে পরে ভাল করে পড়ব বা কিছু বলব বলে জমিয়ে রাখি, সে সময় আর পরে প্রায় পাইনা, আলাদা কথা। আমার অনেক কথাই খুব ইন্টারেস্টিং লাগে।
  • o | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১২:৫১433224
  • ধুর, ফোমো-টোমো বাজে কথা। পাঁচজনে পাঁচরকম বিষয়ে কথা বললে সেটাকেই ভাটানো বলে। নইলে কি লোকে 'উট সম্বন্ধে প্রশ্ন করা চলবে?' জিজ্ঞেস করে কথা বলতে শুরু করবে? ঃ-))))
  • S | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১২:৪৮433223
  • গুরুর থেকে মানেবই পাবলিশ করা হোক।
  • T | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১২:৪৬433222
  • খনুদা যা লেখে তা বুজতে না পাল্লে যোগাযোগ করুন। নির্বিচারে মর্মোদ্ধার করা হয়। অগ্রিম ফেরতের ব্যবস্থা নেই।
  • b | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১২:৪১433221
  • আচ্ছ ঠিক আচে। মশল্লা খান। আকবা। গান শুনুন। ক্কচি বয়সের নুসরাত, সাথে পাজি-দের নাচ। হায়, এও বিলেত।
  • অপু | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১২:৩৮433220
  • বোধি দা ,অন এ সিরিয়াস নোট, তুমি আজ অবধি গুরুর পাতায় যা লিখেছো তার 5-10% বেশী আমি বুঝতে পারি নি। অনেক ভেবেছি সেটা আমার বুঝতে পারবার অক্ষমতা নাকি তোমার বোঝাতে পারানোর।

    তারপরে যা হ য়, "বুঝতে ব্যর্থ আমি" তোমার লেখা দেখলেই স্কিপ করি। বিশেষত: ব ড় লেখা গুলো।

    " ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু" ইত্যাদি :))))
  • S | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১২:৩৪433219
  • হা হা হা হা।

    এই যেমন পুরো প্রথম প্যারাটা এক শব্দেই শেষ করা যায়ঃ ফোমো।

    ঃ))
  • ন্যাড়া | ০৪ মার্চ ২০২০ ১২:২৯433218
  • অন আ সিরিয়াস নোট, আই ডু গিভ আ শিট টু হোয়াট হনু সেস। যখন বুঝতে পারি। হনু বিশেষতঃ উদবেল হয়ে পড়লে কলমের মুখ খুলে যায়। তখন বুঝতে পারিনা।
  • g | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১২:২৪433217
  • আসোলে বিষয় টা হলো, ভাটা নো টাকেও অনেক সময় অজান্তেই প্রতিযোগিতা মূলক হিসেবে দেখে। এটা খুব ই স্যাড। একটা টপিকে আর্গুমেন্ট এক জিনিস, অমুক ক বিষয়ে বলছে, ও বাবা কেউ কেউ সাড়া দিচ্ছে, তাইলে আমি খ বিষয়ে বোলে দেখি, বেশি সাড়া পাই কিনা, এটা খুব ই বোকা বোকা হোলেও এটা থেকে অন্তত তোমার বা আমার অনুরোধে এটা থেকে কেউ বেরো বে না, খামোখা বেরোবেই বা ক্যানো। এটার একটা ইনোসেন্স ও আছে, আবার অকারণে অ্যাটেনশন সিকিঙ্গ ও আছে বা হঠাত ইরেলিভ্যান্ট হবার ভয় ও আছে। মোনে রাখতে হোবে, ইরেলিভ্যান্ট হবার ভয় মানুষ সেখানে পায়, সে স্পেস টা মানুষ ভালো বাসে। হুইচ ইস অ্যামেজিঙ্গ এনিওয়ে। দিস ইজ কমন। আমরা কেউ ই উর্ধে নৈ, কোনো একটা মোমেন্টে হয়তো একটু কম বেশি টলারেন্ট বিহেভ কোরলাম। আবার কখনো আপিসে বা বৌ এর কাছে বা ট্রোল দের কাছে ট্রোল হোয়ে বোন্ধু দের সঙ্গে খারাপ ব্যবহার কোরে ফেল্লাম। ইট ইজ ওকে, ডোন্ট গিভ পাত্তা।

    এই ধরো ন্যাড়া। প্রচন্ড ট্যালেন্টেড একটা লোক। ন্যাড়া দীর্ঘ দিন ধরে আমায় প্যাক দেয়, মাঝে মাঝে রেগে গিয়েও দেয়। কিন্তু তাতে কি এসে যায়, হি ডাজন্ট গিভ আ শিট অ্যাবাউট হোয়াট আই সে, বাট হাউ ইজ দ্যাট আনকমন ঃ-)))))) আর আমার পোলিটিকাল বা অন্য অপিনিয়ন কারো অপছন্দ হোলে হোবে, সেটা নিয়ে দুশ্চিন্তা কোরে কি করবো। আমাকে বাড়িতে, আপিসে, পাড়ায় , কেউ পছন্দ করে না। তাতে জাস্ট বাল, কিস্যু এসে যায় না। তাদের ও যায় না। কারন আমি সম্পূর্ন আনইম্পর্টান্ট ইন দ্যা স্কিম অফ থিঙ্গ্স, সো থিস ইজ ফাইন। আর যারা আর এস এস বা সফ্ট হিন্দুত্তঅ তাদের সম্পর্কে এনগেজমেন্ট ই নেই। যাখন যার কথা ভালো লাগে, টপিক ভালো লাগে রেসপন্ড করি, যখন অন্যো কিসু তে এনগেজ করতে ইস্সে করে তখন সেটা কোরি। আই ডোন্ট নিড ভ্যালিডেশন। ধুস।
  • ন্যাড়া | ০৪ মার্চ ২০২০ ১২:২১433216
  • হনু পুরো "বিদ্রোহী রণক্লান্ত, আমি সেইদিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে-বাতাসে ধ্বনিবে না"। নেক্সট স্টপ টিমবাকটুর পঞ্চায়েত ইলেকশন।
  • অপু | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১২:১৭433215
  • " জীবনে কী পাবো না, ভুলেছি সে ভাবনা"
  • S | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১২:১৩433214
  • আজ মেজাজ বহুত গরম আছে। ঃ))
  • অপু | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১২:১২433213
  • আমি শালা গান লিখবো।

    " এই দুনিয়ায় ভাই সব ই হয় , ভাই সব ই হয় ; সব সত্যি , সব সত্যি"
  • r2h | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১২:০৭433212
  • ওহ হনুদা যে খনুদা হয়ে গনুদা হয়ে গেছে মনে থাকে না, সে যাগ্গে।

    এক্জন পোস্ট করেছে করোনা ভাইরাস আতঙ্কের বাজারে টাচ স্ক্রিন ভোটিং মেশিন কেমন কাজ করে দেখি। (জর্জিয়া)
  • r2h | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১২:০২433211
  • হনুদা কি আমাকে বললে? আরে না না, লেখা হোক, বোর হওয়া নিয়ে অভিযোগ করে কী হবে, সবই মর্মপীড়ের দয়া। ক্রিকেট, তৃপবুভ কত কিছুতেই তো বোর হই।
    টইয়ে থাকলে সব এক সঙ্গে পড়া যায়, এছাড়া আমার আর কোন খায়েশ নেই।
  • o | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১১:৫৯433210
  • আহা আবার ঝগড়া করেন ক্যান? না না, আপনারা ঝগড়া করলে আমার ভারী খারাপ লাগবে। অবশ্য আমি বললে আপনারা শুনবেনই বা কেন? অতএব করেন করেন ঝগড়া করেন! :-)

    গ, আপনার কাছে ফাদার কার্দেনাল সম্পর্কে একটু গল্প শুনতে চাই। খুব বেশি জানি না, সন্ন্যাসী থেকে বিপ্লবী ও কবি হওয়া এইসব মিলিয়ে বেশ প্রিয় মানুষ। পোপ বকাবকি করলে বলতেন আমি কী করব, যীশুই তো আমাকে মার্ক্সের কাছে নিয়ে গেছেন! ঃ-))) সান্দিনিস্তা সরকারে শুরুর দিকে মন্ত্রীও ছিলেন তাই না? ওর্তেগাও তো বিপ্লবী নেতা। তারপর কি হল? সেই আর্তেমিও ক্রুজের গল্প? ওর্তেগা আবার তিনদিন জাতীয় শোক ঘোষণা করেছেন দেখলাম। ফাদার কার্দেনালকে একসময় তো বন্দি করেছিলেন। এখন আবার এত শোকপ্রকাশ?
  • অরিন | ০৪ মার্চ ২০২০ ১১:৫৮433209
  • আমার কিন্ত এখানে ("গুরু" তে) আমেরিকার ডেমোক্রেটিক প্রাইমারি'র আলোচনাগুলো ৫৩৮এ যা পড়ছিলাম তার চেয়ে বেশি ইন্টারেষ্টিং, lively এবং কালারফুল মনে হয়েছে, :-), বিশেষ করে রানিং কমেন্টারিগুলো । ভাটিয়ালি তা তো এমনিতেই একটা ফাস্ট মুভিং ডিসকাশন স্পেস । টপিকগুলো আজ আছে কাল নেই ।
  • g | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১১:৫৭433208
  • অরে বন্ধুরা ওরকম বলে, আমাকে অনেকেই অনেক ইন্সালটিং কথা বলেছে নিয়মিত, তাই বলে কি তাদের নতুন করে কিসু শিখতে হবে নাকি, গাল পেলে গাল দেবে। এতো চাপ নিয়ে না।
  • g | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১১:৫৬433207
  • এস এম দআ , কাউকে না লিখলেই বেস্ট হতো। ভবদীয় গানু :-)
  • S | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১১:৫৬433206
  • খ দা, ব্যাপারটা তা নয়। এখানে সবাই ভাটায়। বিভিন্ন বিষয়ে। দিল্লি ইলেকশনের সময়ই এখানে লাগাতার সেই নিয়ে কথা হয়েছে। আমিও বলেছি। কিন্তু হঠাত যদি কেউ কথা না শুনলে ট্রোল করবো টাইপের হুমকি দেয়, তাহলে আইটিসেলে গিয়ে কাজ করলেই তো পারে। বাকীরা ভয় পেয়ে পালিয়ে গেল, তাই তারা ভদ্র। আর আমি কারোর সাইবার বুলিয়িঙ্গের সামনে দাঁড়িয়ে বললাম যে দেখি কে কত ট্রোল করতে পারে, অতেব আমি অভদ্র এই জাতীয় দাবী যারা করে। কি বলবো? মার্সি টু দেম।
  • r2h | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১১:৫৬433205
  • হিলিবিলি শুনে নিটিগ্রিটি ডার্ট ব্যান্ডের অয়ামেরিকান ড্রিম গানটা মনে পড়ে গেল।

    আর ঐ সিরিজটায় ভালো ভালো গান আছে।
  • g | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১১:৫৪433204
  • বোর হলে হ কি করবো। সব কিছু তাই সাংঘাতিক ইন্টারেস্ট পাবি কি করে হবে মাইরি। কেউ কি তোকে কোন টপিক এ গল্প করতে বারণ করেছে। যে খানে যা খুশি লিখবো। তো ই তে গিয়ে টপিক ধরে অন্য ইন্টারেস্ট এর লোকে গল্প করলেই তো পারে।
  • g | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১১:৫০433203
  • আর এস এম ডা যেন এইচ এস এর লোক, পাবলিক হেলথ সার্ভিস , যেটাকে তোমরা বলো সিঙ্গল পেয়োর সিস্টেম, তার লোক, প্লাস ব্যায়ামকের শক্তি শালী ইউনিয়ন এর লোক। এটা স্টেটেড পলিসি পজিশন।

    কেন ঝগড়া করছো, খুব ই ভালো লোক।

    এবার এখন একটা চালু হয়েছে, আজে বাজে বিজেপি/আর এস এস এর লোক জন , পরিচিত নিক ব্যবহার করে কনটেনশান তৈরী করে, ধরার টেক নেই, খুব প্রয়োজন ও নেই, একেবারে গালাগালি না হলে, সে অযাডমিন বুঝবে, ব্যাংটার আযমঙ ফ্রেন্ডস ইজ অলরাইট।
  • r2h | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১১:৪৮433202
  • আমেরিকার ভোটে বোর তো একটু হচ্ছি, কিন্তু ক্রিকেটের আপডেটে আরো বেশি বোর হই, সে বড় কথা কিছু না। অঙ্ক বিজ্ঞান কিছুই বুঝি না চাট্টি হাহাহিহি খিল্লি আড্ডা ছাড়া সবেতেই বোর হই, মানবজমিন রইল পতিত, কী আর করা।

    কিন্তু আমি ইউজার বিহেভিয়ার নিয়ে ভাবি। মাত্র একটা ক্লিকের দূরত্বের জন্যে এত আলোচনা একটা টইয়ের সময় বটিকায় পুরে না দিয়ে ভাটে গোবিন্দায় নম করে দেওয়া, এ কী বিবেচনা।

    আবার আড্ডার বা রাজা উজির খুব ডকুমেন্টেড থাকুক এও হয়তো আমরা চাই না, কে জানে।

    ওদিকে আমি পুরো পায়রা প্যারানয়েড হয়ে গেছি, ধারে কাছে বকবকম শুনলেই লাফিয়ে উঠে ঝাঁটা হাতে দৌড়ে যাই। আর উল্টো দিকের বাড়ির কার্নিশে বসে মাথা নেড়ে নেড়ে মোটা সোটা পায়রা পরিবার আমাকে দেখে। অন্য সব পাখি দুটিতে মিলে বাসা বানাতে আসে, এরা পুরো বিরাদরি জুটিয়ে আনে।

    নেটফ্লিক্সে আই এম নট ওকে উইথ দিস দেখে ভাল লাগলো। এন্ড অফ দিস ফা***ন ওয়ার্ল্ড (আমি মডেস্ট হচ্ছি না, এরকমই নাম) ও ভালো লেগেছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত