বেজে গ্যালো ট্রাম্প আর রিপাবলিকান দের মৃত্যুঘন্টা
আমাদের দেশের কেন্দ্রে ও রাজ্যের ক্ষমতাসীন দুই দলের দৃষ্টিভঙ্গি অনেক দিক দিয়ে ট্রাম্পের মতো একই রাজনৈতিক মতে পরিচালিত। আমেরিকার বর্ণবৈষম্যের বিরুদ্ধে পথে নেমে এমনই দাবি করল বামেরা।
আমেরিকার বর্ণবাদ বিরোধী আন্দোলন পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ভারতেও বিভিন্ন বামপন্থী সংগঠন এর বিরুদ্ধে পথে নেমেছে। এবার কলকাতায় পথে নামল ১৭টি বাম ও সহযোগী দল।
আমেরিকা সরকারের বর্ণবৈষম্যমবাদী নীতি, মার্কিন রাষ্ট্রপতির আক্রমণের হুমকি, কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যা্র প্রতিবাদে ও মার্কিন জনগণের অধিকার রক্ষার লড়াইয়ের সংহতিতে শুক্রবার কলকাতায় অবস্থিত মার্কিন প্রচার দফতরের সামনে ধিক্কার ও বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা।
শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যি বিধি বজায় রেখে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, আরএসপি সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব ও শতাধিক কর্মী সমর্থক।
তবে!বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও!আর সেটি হচ্ছে না।এবার কঠিন ফাঁদে পড়েছো।সূর্য্য,বিমান একসঙ্গে রাস্তায় নেমেছে।আমি আছি, গিন্নী আছেন ,আছেন আমার সতেরো ছেলে।সবাই মিলে কামড়ে দেবো ,মিথ্যুক ট্রাম্প কে জিতিয়ে দিলে।
কমরেড,ট্রাম্পের ভোটার গণ, ছারপোকার চেয়েও খারাপ।গরীবের রক্ত চোষা ই কাজ!শোষিত কে শোষণ করে। দুনিয়ার আরেক নাম ভিয়েট নাম। জয় কিউবা। নেপালে গণতন্ত্র এসেছে। চীনে বসন্ত এসেছে।বার্লিনের প্রাচীর ভেঙেছে।দিদির গর্ব ভেঙেছে। আমাদের উত্থান,ট্রাম্পের পতন।
চীন এ কী হচ্ছে কিছুই খবর পাচ্ছিনা
কাল থেকে গণশক্তি পড়তে হবে
Amar mote sob sada lok baje ar sob kalo lok bhalo- etota simlplify na korleo chole: I had a similar view before I started digging in. Thomas Sowell is a very good start:
(An influential African American economist who is known for his controversial views on race, ethnicity, and socioeconomic status, Thomas Sowell was born in Gastonia, North Carolina in 1930. When he was eight, his family moved to Harlem, New York.J)
Amader o sada lokeder somporke specific dharona chilo- segulo ki sob sotti na generalize kora jay?
America police problem onektai dhanoboisomyo theke bornoboisomyoy rather than another way around. American police brutality has an ugly root- it was basically a tax-funded enterprise to catch runaway slaves. It's south which is different from the west part or east.
Black Rednecks and White Liberals ports bes bhalo laglo. Onek connecting dots pelam--
'...sob sada lok baje ar sob kalo lok bhalo...' এরকম কেউ ভাবছে না তো।