
Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
:|: | 174.255.***.*** | ০৪ আগস্ট ২০২০ ০৫:০৩95882
Anjan Banerjee | ০৪ আগস্ট ২০২০ ০৮:৪০95891কথাটা ঠিকই , তবে বাবার মনে কষ্টটা থেকেই যায় ।
Anjan Banerjee | ০৪ আগস্ট ২০২০ ০৮:৪৩95892কথাটা ঠিকই , তবে বাবার মনে কষ্টটা থেকেই যায় ।
:|: | 174.255.***.*** | ০৬ আগস্ট ২০২০ ০৫:০০95943
Atoz | 151.14.***.*** | ০৬ আগস্ট ২০২০ ০৫:৩৮95944
Anjan Banerjee | ০৬ আগস্ট ২০২০ ১১:৪২95951আমি লোকটা পুরণোই মশাই, নতুন নয়। বয়েস অনেক হয়েছে ।তাই পুরণো লেখার মধ্যে থাকার যথেষ্ট অভ্যেস আছে। যে যার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনুভূতি থেকে গল্প লেখেন। গল্প পড়ে গল্প লেখা মুশ্কিল। এ গল্পটা একেবারেই বাস্তব অভিজ্ঞতাপ্রসূত। প্রায় সত্যি বলা যায়।
পিটিয়ে ছাতু করার প্রশ্ন ওঠে না, কারণ চিন্টুর চরিত্র কিছু দুর্বিনীত অবাধ্য স্বভাবের নয়। আর অর্ণব সম্পূর্ণ সচেতন ছিল যে, ছেলের গালে মারা চড়টা সৃষ্টি হয়েছে তার অবচেতনের হীনমন্যতাজনিত টানাপোডেনের পরিণামে— যে কারণে তারা ওখান থেকে সরে যেতে চাইছিল।প্রতিক্রিয়াটা হয়েছে সেই কারণেই।
আর বাচ্চাদের পিটিয়ে ছাতু করার কনসেপ্ট তো এখন ক্রিমিনাল অফেন্স-এর পর্যায়ে পড়ে ।