আত্মচেতনা, শুদ্ধতার আর আত্ম বলিদানে একেকটি মানুষ ভিতরে গুমরে কেঁদে মরে, বাতাসে ভেসে বেড়ায় সে কান্নার সুর। দু:খের নীল রক্তে, আকাশ রূপ নেয় গোধূলীর রক্তিম আভায়।কিছু কিছু মানুষের গতিপথ ঠিক যেনো সূর্যাস্তের মতো শেষ হয়ে যায়। জীবনে নেমে আসে ঘুর অমানিশা অন্ধকার । এমনকি শেষ হয়ে যায় জীবনের অভিসন্ধান। কে জানে একজন মানুষ কতটা কষ্ট পেলে তার মৃত্যুতে যুক্ত হয় আত্মহত্যা কিংবা অপমৃত্যু! জীবন অন্বেষায় তার কি এমন হতাশা কিংবা অপমানের আহতি, কি এমন চাওয়া যা সে পায় নি, কি এমন প্রতিযোগিতায় অংশ নিয়েছে যেখানে হেরে গিয়ে নিজেকে শেষ করে দিয়েছে।—এসবকিছু আসলে কি!কোনো নাম না জানা অদৃশ্য অপশক্তি, নাকি নিজের ... ...
আমার অপ্রকাশিত কবিতাটির এখনো জন্ম হয়নি।বিষন্নতায় ঘেরা একটি অপ্রকাশিত কবিতা,সঠিক শব্দ চয়ন আর রুচিশীল অলংকারের বেশ অভাব রয়েছে। — শুধুমাত্র সময়ের অপেক্ষায় আছি।এখন আমি বড্ড একা,একা আমি সেই অপ্রকাশিত কবিতার মতোই।বিষন্নতার রেশ কেটে,কোনো একদিন সুখের নদীতে পাল তোলা নৌকার মতো গতিশীল হয়ে;কবিতাটি প্রকাশ হবে সবার জন্যে।আপাতত, কবিতাটি একা, ঠিক আমার মতোই।কবিতাটির এখনো জন্ম হয়নি,জন্ম হবে এক দিন।এই আধার রাত্রি শেষ করে, জানান দিবে ভোরের নতুন সূর্যের মতোই প্রাকাশিত হবে কবিতাটি সবার মাঝে।প্রকাশ হবে কবিতাটি,সবুজ ঘাসের শীর্ষে জমে থাকা শিশিরের বিন্দু,মিটমিট হিরের কনার মতো করেইকবিতাটি প্রকাশিত হবে।কবিতাটির জন্ম হয়নি এখনো, প্রেম - ভালবাসা, আদর-স্নেহের বেশ অভাব রয়েছে। সব পিছুটানের অবসান কাটিয়ে, কবিতাটি প্রকাশ পাবে একদিন তোমাদের মাঝে।কবিতা সাহস, ... ...
❝একটি গ্রাম, একজন মানুষ।একজন ধনী ব্যক্তি, একজন ডাকাত।একটি রাস্তা, একজন পথিক দূরে আরো দূরে, কোথাও একটি শরাইখানা।এই বুঝি সব কিছু মিলিয়ে যাবে কোনো এক ধমকা হাওয়ায়।❞ ... ...