নাগরিক সিনেমাটা ফিরে ফিরে আসছে এবছর চৌঠা নভেম্বরে কারণ ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ এবং পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন সূচনার দিন যা বৈধ-অবৈধ নির্ণয় করার নিমিত্ত বলবৎ হচ্ছে কিন্তু যোগ্য-অযোগ্য নির্ণয় করার জন্য না তাই সবাই জানে শিক্ষক প্যানেল বাতিল হয়েছে এবং এখনও যারা শিক্ষক আছেন তাদের কিছুদিনের জন্য পড়ানো ছেড়ে বিএলও হতে হচ্ছে আর যে কারণে স্বরূপনগর ও ঐ ধরনের জায়গা দিয়ে রাজশাহী, বাগেরহাট, নড়াইল, যশোর, খুলনা ফেরৎ যাচ্ছে ও যেতে চাইছে কেউ কেউ কিন্তু ওদিক দিয়ে চট্টগ্রাম যেতে পারছে না কেউই তাই তাদের যাওয়া অপ্রয়োজনীয় আবার লিস্ট থেকে তার আগেই বাদ পড়ছেন কেউ কেউ অতএব যার হাতে মরণ বাঁচন তার ... ...
স্থানীয় সংবাদ নামে একটা সিনেমা আছে যেটা নন্দনে চলেছিল এখন ইউটিউবে আছে তাই সুবিধা হয়েছে কারণ বারবার দেখা যাবে কিন্তু দেখা আশানুরূপ ভাবে হয়ে উঠবে না যেহেতু তখন কিছু বাঙালি আধা-বাংলাদেশী অর্থাৎ বাঙাল ছিল এবং সিনেমা মাত্রেই উত্তম কুমারের কথা মাথায় আসে যে নেই বলে কি বাসনামুখ হবে তা স্তব্ধ অতএব আমার প্রতিবছর উত্তম কুমার লাগবে কারণ সেটি খুব দরকারী কেননা উত্তম কুমার মাত্রেই আমার সব্যসাচী মাথায় আসে তাই প্রতিবছর সব্যসাচী এবং আরো অসংখ্য ছদ্মনামে শিরোনাম লেখা হয় যা আমি খুব খাই সুতরাং এ বছর সব্যসাচী মুখার্জি অঙ্কে যুব বিভাগে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার অর্থাৎ ভাটনাগর পেলেন যাকে নিশ্চিত উত্তম কুমারের ... ...