কলমের এক খোঁচায় দস্তখত করলেন মার্কিন মুলুকের রাষ্ট্রপ্রধান। আর রাতের ঘুম উধাও হলো এন আর আই জামাই প্রত্যাশী কন্যাদায়গ্রস্ত বাবা মায়েদে’র! না, বিষয়টি মোটেও কাকতালীয় নয়। নতুন নিয়মে মার্কিন মুলুকের এইচ আই বি ভিসা পেতে কড়ায় গণ্ডায় মাশুল দিতে হবে ভারতীয় মুদ্রায় নব্বই লক্ষ টাকা। স্বভাবতই এই পরিমাণ টাকা তুলে নেওয়ার সবচেয়ে সহজ উপায়, সেই কন্যাদায়গ্রস্ত পিতামাতাই। যাঁদের স্বপ্নে এন আর আই জামাইরা ঘোরাফেরা করে নিত্যদিন। এতদিন একজন এন আর আই জামাই পাওয়ার জন্য যে পরিমাণ অর্থ লগ্নী করতে হতো, এখন সেই টাকার অংকটা অনেকটা পরিমাণেই বৃদ্ধি পেয়ে গেল। ফলে এবারে অনেকের পক্ষেই আর এন আর জামাই বাগিয়ে নেওয়ার উপায় ... ...
গুডবুকইজম১ম গায়ক- ভাই!২য় গায়ক- হ্যাঁ ভাই!১ম গায়ক -দেখলি না’কি সেদিনঅনির্বাণরা যেদিন-২য় গায়ক - ঐ নাচনকোঁদন করলো?১ম গায়ক -হ্যাঁরে ভাই, কেমন তেড়ে বলল!অডিটোরিয়াম জুড়ে অনির্বাণদের সুরেরাজ্যবাসী দুহাত তুলে নাচল ঘুরে ঘুরে২য় গায়ক -ভাই!ওসব কথা ছাড়১ম গায়ক -ভাই!,ওদের কথার বড্ড ধারঘোষের পো’ দের করে দিলবাউণ্ডারি পার!২য় গায়ক -হ্যাঁরে ভাই, দেখলাম তো তাইসবারই ব্যাণ্ড বাজিয়ে দিলতবু, পিসি ভাইপো নাই!১ম গায়ক -ভাই কি আর করা বলরাজ্যজুড়ে পাল্টে গেছেবুদ্ধিজীবীর দল২য় গায়ক -ভাই, আসল কথা কি মানিস?১ম গায়ক -বল বল বল, তুই যেটুকু জানিস২য় গায়ক -ভাই, তুই খেয়াল করিস নি?১ম গায়ক -না ভাই, কোন কথাটা শুনি২য় গায়ক -অনির্বাণ তো আভিনেতামস্ত বড়ো গুণী১ম গায়ক -হ্যাঁ ভাই, তেমনটাই ... ...