"তুমি সনাতন, তুমি বিদ্রোহঝড় জলে তোলপাড় ।তোমার জন্য পৃথিবীর পথেমুঠো ছুঁড়ে সোচ্চার ।বিক্ষোভে আছো, বিশ্বাসে বাঁচোপ্রতিরোধে বাঁধো সুর ।পায়ে পায়ে চলো সূর্যের দেশেগায়ে মেখে রোদ্দুর ।পথের দাবী, পথেই রাখাপথেই দেখা হবে ।বন্ধু তোমার স্বপ্ন বাঁচুকআগামীর বিপ্লবে ।" কয়েকটি বিষয়কে সামনে আনতে চাই যা দেশ এবং সমাজকে ভাবাবে এবং রাষ্ট্রযন্ত্রকে কুপোকাত করে দেবে। রাষ্ট্রযন্ত্র ভাবো এবং জবাব দাও। রাষ্ট্রযন্ত্রের যারা চালিকাশক্তি তাদের বক্তব্য ক্লীব লিঙ্গ তথা তৃতীয় লিঙ্গ তথা বৃহন্নলা তথা শিখন্ডী ... ...
প্রথমেই বলি এই বইটি এবার বইমেলায় প্রকাশ পেয়েছে এবং ঐ দিন আমি কিনেছিলাম। সুদীপ্ত দার সাথে কথা হয়েছিল দুদিনের মধ্যে পড়ে সুদীপ্ত দা যেদিন বইমেলায় আসবে একটা দীর্ঘ আলোচনায় বসবো এটা নিয়ে। কিন্তু, আমার দিদিমা হাসপাতালে ভর্তি হন, তাই, আর পড়া হয় নি তখন। এখন পড়লাম। খুব ভালো কিনা জানি না স্পষ্ট কথায় ভালো বই। ঘটনা হলো সমকামীতার বিজ্ঞান ভিত্তিক ইতিহাসের চেয়ে অর্ধনারীশ্বর, কৃষ্ণ বা অর্জুনের বৃহন্নলা রূপ, নারায়ণের মোহিনীর ব্যাখ্যা গুলো গল্পের ছলে বেশ ভালো লাগে। হিন্দুত্ববাদীদের পুরাণ দিয়েই ঘায়েল করে নিজের যুক্তিকে খাড়া করাই যায়। ... ...
আমি দুই টাকার পুই শাক। তার আবার বায়ো। ... ...
sayantika majumder আঁতেল হতে পারলেননা। তাঁর পড়ার উপযুক্ত বইঃ ছোটোদের ঠাকুমার ঝুলি ... ...