অনেকটা পথ বাড়তি হাঁটি, অনেক লেখাই বাহুল্য, হাজার কথাই অ-দরকারী, কানে না হয় না তুললেও... একটা কথায় ভরসা ... ...
আছে কৌশলআছে চাঁদমারিআছে নিয়ত ক্রোধের চর্চাআছে শান্তির নামেসরকারি দামেঅবাধে মানুষ খরচাআছে কাঁটাতারআছে প্রহসনআছে যূগ যূগান্ত পারাপারআছে লুন্ঠনঅবগুণ্ঠন ছিঁড়েদেহ-তল্লাসি অধিকারআছে ঊর্দিরনীচে সিংহের ছাতিতারও ক' ত নীচে ঘেন্না ?আছে পদকের সারিআদমশুমারিবড় বেড়ে গেছে,.... আর নাআছে রাষ্ট্রআছে 'দ্রোহীতা'আছে শহুরে পেলব প্রতিবাদনেই ধর্মনেই সাম্যনেই জিগীষা শেষের অবসাদ । ... ...
দেখো পেরিয়ে চলেছে সময় উটের মতক্ষুরে জড়িয়ে যাচ্ছে জীবন অসাবধানেআমি কুড়িয়ে রাখছি আচমকা পাওয়া ক্ষততুমি লুকিয়ে রাখছো মখমলে, পরিধানে । এসো একান্তে বসে ভাগাভাগি করি ধুলোকিছু 'ভালো থাকা' তুমি রাখো, কিছু আমিমৃত চাতকের ঠোঁটে না' ই বা বৃষ্টি ছুঁলোআজ-ও এ মরু-শহরে মরিচীকা বড় দামী । ... ...
চুপ করে থাকিযত চাই সরে সরে যেতেযত ভাবি, এসবের কিছু'তেই আমি আর নেই টুপ করে নামে রাতআলো নেভে সব কলোনিতেফিরে আসে কালকের ফ্রীজে রাখা ভাবনার খেই অবয়ব একইতবু কোথা যেন গোত্রে অমিলওদের চিতার ধোঁয়া নাগাল পায় না পাঠাগারে রোদ-কাঁচে ঢাকিপ্রতিবাদী মঞ্চে সামিলসমতা আদায় চেয়ে ফেরো ক্ষমতার দ্বারে দ্বারে হে সাম্যবাদী,শ্লাঘার মুখোশ খুলে রেখেতত্ত্ব-মিনার থেকে ঝুঁকে দেখো বার্ড'স আই-ভিউ কাঁধে কি মিলবে কাঁধবাঁধবে কি হাতে হাত রেখেসত্যিই কি হতে চাও এ সমুহ শোষিতের কেউ ? ... ...
অনেক হয়েছে মারামারি কাল তো 'ফ্যাক্টি' আছে ভোরে কলের লাইনে তাড়াতাড়ি আজ আর আদর নয় ফিরে সোজা দুটো পেটে দিয়ে কাত ভাঙন কে ঠেকায়, অচিরে? বকেয়া মজুরী ... ...