জানিস আকাশ?আজ আমায় কে ছুঁয়েছে?সেই লক্ষী তাঁরা।যেটা এখন বাড়ি করেছে, নীলাকাশে,ঘর বেঁধেছে চাঁদের বুক ঘেঁষে,।শুকতাঁরা তার পড়সি এখন,রোজ সকালে গল্প করে।আচ্ছা আকাশ,আমার কথা কি কিছু বলে?যেমন ধরো,তাকে ভালোবাসি, অশ্রু ঝরে?এমন কিছু গল্প করে?সে কখনো উদাস হলে,মেঘ করে তার মন জমিনে?জানিস আকাশ,আমার খুব কষ্ট হয়রে,যখন তাকে মনে পড়ে,আমি একলা হলে।তার স্মৃতি গুলো যখন ভেসে উঠে,নদীর বুকে চর যেমন।সেই লক্ষী তাঁরা জানে কি তা,সন্ধ্যা হলে, আকাশ তোমার বুকের নিচে,বসে বসে, তাকেই খুঁজে দেখি,তোর বুক পাশে।তাকে দেখি তোর পথ মাড়াতে,আমার কাছে সে আসে না রে,খুব কষ্ট লাগে।আজ সে যখন আমায় ছুঁয়ে দেখে,আমার কষ্ট সব,উড়ে গেছে।২৫/২/২০২০ ... ...
রাজনৈতিক সমাবেশ এবং ভবিষ্যৎ।যে মুহূর্তে এই লেখায় কলম চালাচ্ছি তার ঘন্টা কুড়ি বাদে জাতীয়তাবাদী দল বি এন পির রংপুরের বিভাগীয় সমাবেশ অনুস্টিত হতে যাচ্ছে। সামপ্রতিক বছর গুলো তে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের নানা রুপ মেরুকরণ ঘটেছে। আন্দোলনের গতিপথ বদলাতে হয়েছে রাজনৈতিক দলকে আর বর্তমান সরকারকে। এক এগারোর পরেই ক্ষমতায় চলে আসা আওয়ামী লীগকে আর পিছু ফিরে যেতে হয়নি। দীর্ঘ ২১ বছর ক্ষমতার মসনদের বাহিরে থাকা দলটি একে একে রূপকল্প জনগনের সামনে আনতে থাকে । আওয়ামী নেতারা একপ্রকার বর্তমান সরকারের মেয়াদ , ২০২৫, কখনো কখনো ২০৪০ অব্দি হবে বলে ঘোষনা দিয়ে রাখা এখন মুখে মুখে । ইদানীং মন্ত্রীরা হরহামেশা বলেই বেড়াচ্ছে শেখ ... ...