মেয়েরা ক্রিকেট খেলে এটা তো ভাল কথা মেয়েরা সব করবে এইটাই সমানতা. এ যাবত সমস্ত ঠিক কিন্তু ধন্দ থাকেই ক্রিকেটের ব্যবসাটাতো মরদের আস্তানাতে। দেখলাম কাপ্তেনজির জয় শার পা ছোঁয়াতে দ্বিধাহীন কৃতজ্ঞতা; বিপদটা এখান থেকে; শেষ হবে যেমনটি হয় যতোটা খেলা থাকে তার বেশি বিক্কিরি হয়। কীই বা করবেন আর আগে তো বেঁচে থাকা ষাঁড়েরাই ব্রিজভুষন ষাঁড়েরাই দেশের পিতা। আমাদের স্বদেশ জুড়ে ধর্ষণের এতই ঘটা এই জয় আসুক নিয়ে সেই সব মেয়ের কথা। হবে না এটাও জানি কারণটা ভীষণ সোজা দেশপ্রেম টি টোয়েন্টি যেখানে পয়সা গোঁজা। © মণিপদ্ম দত্ত ... ...
শুনলাম রেসকোর্সে আজকাল আর ঘোড়ারা দৌড়য় না। কবিরা দৌড়য়। বিশ্বাস হয়নি। আমার এক রেসুড়ে দোস্তও ব্যাপারটা খেয়াল করেছে। ও আবার কবি চেনে না। বললো, এখন নাকি অসংখ্য ঘোড়ার পঙ্গপাল জুটেছে। এম্নিতেই বেশি নেশাটেশা করে, কী দেখতে কী দেখেছে! কিন্ত গত শণিবারে গিয়ে দেখলাম ব্যাপারটা পুরো মিথ্যে নয়। বুকিরাও বস্তুত বেশ উল্লসিত। এটা আমার নবলব্ধ অভিজ্ঞতা। এতদিন মাঠে যাচ্ছি, কোন ঘোড়ার এতো তেজ আগে সত্যিই দেখিনি। এবং তুমুল হিংস্রতা। মানে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তারা ঘোড়ার মতো খানিকটা দেখতে হলেও আকারে ছোট। আসলে ঘোড়া না হলেও ঘোড়ার মতো দ্যাখায়। আগের ঘোড়ারা মাঠের এক কোণে ভয়ে প্রায় সিঁটিয়ে আছে। এই সব নতুন ... ...