"চোখ খুলতেই আমি এক অদ্ভুত দৃশ্য দেখলাম। দেখি অন্ধকার রাতের মধ্যে অসীম এক সমুদ্র। সেই সমুদ্রে ভাসমান একটি ছোটো নৌকা। সেই নৌকার এক ধারে আমি বসে। চারিপাশে জলের মধ্যে ভাসছে কয়েকটি ছোটো ঝুড়ির মতো জিনিস। পরিষ্কার দেখা যাচ্ছে না ঝুড়িগুলোর মধ্যে কি আছে। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে ভেসে এল এক নারীকণ্ঠ, 'স্বাগতম, এই নৌকাটি হল তোমার জীবন।' দেখলাম নৌকার অপর ধারে বসে আছেন এক রমণী। অন্ধকারের ... ...
কয়েক জনের জন্য বন্ধ হতে পারে না! হাওড়ার কার্নিভ্যাল নিয়ে কড়া বার্তা, চালু করার নির্দেশ মমতার হাওড়ার কার্নিভ্যাল নিয়ে এ বার নিজেই আসরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন, কয়েক জনের জন্য কার্নিভ্যাল বন্ধ হতে পারে না। যাঁরা গন্ডগোল করছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ... ...
চাকরিসূত্রে প্রবাসে জীবনটা কাটছিল বেশ। তবে ইদানিং অন্যান্য প্রবাসী বাঙালিদের মতোই নিয়মমমতো বাংলা ভাষার প্রতি আকস্মিক ভালোবাসাটা বেশ চাগার দিয়ে উঠছে। বিয়ের বেশ কিছু বছর পর পরস্ত্রী এর প্রতি আকর্ষণ যেমন করে বাড়ে, ঠিক তেমনি করে। সেই হঠাৎ ভালোবাসার টানে পড়তে শুরু করলাম নতুন বাংলা কিছু বই। সেগুলো ... ...