** যে ব্যবহারকারীরা আগে ফেসবুক আইডি দিয়ে লগইন করতেন, তারা গুগল (জিমেইল) আইডি দিয়ে লগ ইন করুন। আগের ফেসবুক অ্যাকাউন্টের লেখাগুলি দেখতে না পেলে guruchandali@gmail.com তে ইমইল করুন।
ব্যক্তিগত তথ্য সংক্রান্ত নীতিঃ
* লগ-ইন পদ্ধতিটি সম্পূর্ণভাবেই গুগল দ্বারা নিয়ন্ত্রিত। গুরুচন্ডালি আপনার পাসওয়ার্ড দেখতে পায়না, ফলে জমিয়ে রাখারও কোনো প্রশ্ন নেই।
* গুগল থেকে গুরুচন্ডালি আপনার সম্পর্কে নিম্নলিখিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেঃ
১) নাম ২) প্রোফাইল ছবি, যদি পাওয়া যায় ৩) মেল আইডি, যদি পাওয়া যায় ৪) হোম পেজ, যদি পাওয়া যায়
* এই তথ্য কেবলমাত্র আপনার গুরুচণ্ডালি অ্যাকাউন্টে ব্যবহার করা হয়। নাম, প্রোফাইল ছবি, এবং হোম পেজ সকলেই দেখতে পায়।
* মেল আইডি প্রকাশ্যে দৃশ্যমান নয়, কিন্তু আপনাকে নোটিফিকেশন পাঠানোর জন্য ব্যবহার করা হয়। আপনি ইচ্ছে করলে নোটিফিকেশন বন্ধ করতে পারেন।
* এগুলি আপনি "ব্যবহারকারীর খুঁটিনাটি" পাতায় গিয়ে দেখতে পারেন, বদলাতে পারেন, বা মুছে দিতে পারেন।
* এগুলি ব্যবসায়িক কারণে অন্য কোনো তৃতীয় পক্ষের কাছে উন্মুক্ত করা হয় না।
* ব্যক্তিগত তথ্য সংক্রান্ত নীতিগুলিতে ভবিষ্যতে আরো কিছু সংযোজন বা বিয়োজন বা পরিবর্তন হতে পারে। সে সমস্ত ক্ষেত্রে তার বিবরণ এই পাতায় বা গুরুচন্ডালির সাইটে পাওয়া যাবে।
* লগিন করে বা লগিন ছাড়াই ব্যবহার করে আপনি ব্যবহার সংক্রান্ত এই নীতিগুলির সঙ্গে একমত হচ্ছেন।
ব্যক্তিগত তথ্য মুছে দেবার নীতিঃ
* আপনার যেকটি তথ্য গুরুচণ্ডা৯ জমিয়ে রাখেঃ ১) নাম ২) প্রোফাইল ছবি, যদি পাওয়া যায় ৩) মেল আইডি, যদি পাওয়া যায় ৪) হোম পেজ, যদি পাওয়া যায়। এর বাইরে আর কোনো তথ্য সাইটে রাখা হয়না।
* এই তথ্যগুলি আপনি "ব্যবহারকারীর খুঁটিনাটি" পাতায় গিয়ে দেখতে পারেন, বদলাতে পারেন, বা মুছে দিতে পারেন।
* এর বাইরে তথ্যসংক্রান্ত বা মুছে দেওয়া সংক্রান্ত যেকোনো অনুরোধ থাকলে guruchandali@gmail.com এ মেল করুন।
ব্যবহার সংক্রান্ত নীতিঃ
* আপনি যা লিখবেন, বা যে ছবি পোস্ট করবেন, তা সম্পূর্ণ আপনার দায়িত্বে। গুরুচণ্ডা৯র এ ব্যাপারে কোনো দায় নেই।
* গুরুচণ্ডা৯ অন্যের স্বত্তাধিকার সংক্রান্ত শিল্পবস্তুর ব্যবহার করা অনুমোদন করেনা। কপিরাইট সংক্রান্ত কোনো সমস্যা হলে দায় সম্পূর্ণভাবে লেখকের।
* ঘৃণা ছড়ালে বা অন্য কোনো কারণে কোনো লেখা বা ছবি গুরুচণ্ডা৯র অন্তর্বস্তুর বিরোধী মনে হলে, গুরুচণ্ডা৯ সেই লেখা বা ছবি মুছে দিতে পারে।
* ব্যবহার সংক্রান্ত নীতিগুলিতে ভবিষ্যতে আরো কিছু সংযোজন বা বিয়োজন বা পরিবর্তন হতে পারে। সে সমস্ত ক্ষেত্রে তার বিবরণ এই পাতায় বা গুরুচন্ডালির সাইটে পাওয়া যাবে।
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন